সমাবেশ ফেরত কংগ্রেস সমর্থকদের গাড়ি ভাঙচুর |
হলদিয়ায় সমাবেশ সেরে ফেরার সময় নন্দকুমারের কাছে আক্রান্ত হলেন কলকাতা থেকে যাওয়া কংগ্রেস সমর্থকরা। সমর্থকদের গাড়ি আটকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এই হামলায় কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হয়েছে। আহত হয়েছেন বেশ কিছু কংগ্রেস সমর্থক। ঘটনাস্থলে পৌঁছেছেন দীপা দাশমুন্সী এবং কংগ্রেস নেত্রী-কাউন্সিলর মালা রায়। এই ঘটনায় পুলিশি নিষ্কৃয়তার অভিযোগও উঠেছে।
|
লিলুয়ায় যুবকের অস্বাভাবিক মৃত্যু, এলাকায় উত্তেজনা |
লিলুয়ায় আনন্দনগর এলাকার একটি জলাশয় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার হয়। আজ ভোরে এলাকার কিছু প্রাতঃভ্রমণকারী জলাশয়ের ধারে হাত বাঁধা অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। থানায় ঘটনাটি জানানো হলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায় মৃতের নাম সমীর তিরকে। পুণেতে একটি সোনার দোকানের কর্মী ছিলেন সমীর। সেখান থেকে বেশ কিছু সোনা-গয়না নিয়ে পালিয়ে আসে সে। সেই গয়নার জন্যই ওই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত পলাতক। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
|
গ্রুপ ডি-র কর্মী নিয়োগে কারচুপির অভিযোগ |
রাজ্য সরকারের গ্রুপ ডি পদে ৩০০০ কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপির অভিযোগ উঠল ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে। কর্মী নিয়োগের বিজ্ঞাপনে দেওয়া হয় বক্স নম্বর। কর্মী নিয়োগের জন্য সরকারী লেটারহেডে সুপারিশ করা হয়েছে বলে দাবি।
|
হলদিয়ার সমাবেশে যোগ দিতে কংগ্রেস সমর্থকদের বাধা, অভিযুক্ত তৃণমূল |
হলদিয়ায় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কংগ্রেস সমর্থকদের আটকানোর অভিযোগ উঠল তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের রেয়া পাড়ায়। সমাবেশে যোগ দিতে যাওয়া কংগ্রেস সমর্থকদের বাস আটকে রাখা হয়। বাস ভাঙচুরের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো হয়েছে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।
|