বালাসাহেব ঠাকরের শেষকৃত্য শুরু |
মুম্বইয়ের শিবাজি পার্কে ঘড়ির কাঁটা মিলিয়ে সন্ধে ৬টায় শুরু হল শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরের অন্ত্যেষ্টিক্রিয়া।
এর আগে আজ সকালে তাঁর মরদেহ নিয়ে শেষ যাত্রা শুরু হয়। শহরতলি বান্দ্রায় তাঁর বাসভবন মাতোশ্রী থেকে মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় দাদারে শিবসেনার সদর কার্যালয় সেনা ভবনে। অগণিত শিবসৈনিক, অনুরাগী-সহ সকলের শ্রদ্ধা প্রদর্শনের জন্যে সন্ধে পাঁচটা পর্যন্ত শিবাজি পার্কে বালাসাহেবের মরদেহ শায়িত ছিল। শিবসেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে পার্কে জমায়েত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষ। মহারাষ্ট্র সরকারের তরফে আগেই ঘোষণা করা করেছিল যে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বালাসাহেবের শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে শিবসেনা প্রধানকে শেষ শ্রদ্ধা জানাতে শহরের রাস্তায় অগণিত সাধারণ মানুষের ভিড় নামে। মুম্বই পুলিসের অমুমান, ২০ লক্ষ মানুষের ভিড় হতে পারে বালাসাহেবের শেষকৃত্যে। সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে শিবাজি পার্কে শিবসেনা প্রধানের শেষকৃত্য অনুষ্ঠানে হাজির হয়েছেন মুম্বইয়ের বিশিষ্টজনেরাও। নিতিন গডকড়ী, লালকৃষ্ণ আডবাণী, সুষমা সরাজ, অরুণ জেটলি, মানেকা গাঁধীর মতো বিজেপি-র শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অভিনেতা অমিতাভ বচ্চন, নানা পাটেকর ও শিল্পপতি অনিল অম্বানীর মতো বহু বিশিষ্ট ব্যক্তিরা। রয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ-সহ এক ঝাঁক রাজনীতিক। উপস্থিত আছেন এনসিপি নেতা ছগন ভুজবল, প্রফুল্ল পটেল, শরদ পওয়ার ও কংগ্রেসের রাজীব শুক্ল প্রমুখ-সহ বহু রাজনীতিক। |
বালাসাহেব ঠাকরের মরদেহ নিয়ে শেষ যাত্রা মুম্বইয়ের রাস্তায়। ছবি: রয়টার্স |
আজ সকাল থেকে মরদেহ নিয়ে যাত্রা শুরুর আগেই ত্রিস্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহরকে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিস বাহিনীও। আজ শহরের পথে নামেনি প্রায় ৩৫ হাজার ট্যাক্সি ও ৯০ হাজার অটো। শহরের মাল্টিপ্লেক্সগুলিতে চলচ্চিত্র প্রদর্শনও বন্ধ রাখা হয়েছে। বন্ধ প্রায় অধিকাংশ দোকানপাট। শুধুমাত্র আজই নয়, আগামি কালও বন্ধ থাকবে জাভেরি বাজার। বালাসাহেবের শেষ যাত্রায় অগণিত মানুষের ভিড়ে আজ রুদ্ধ সদাব্যস্ত মুম্বইয়ের গতিময়তা। |
মোতেরা টেস্টে হার বাঁচানোর মরিয়া লড়াই জারি ইংল্যান্ডের। ফলো-অন করতে নেমে অধিনায়ক অ্যালিস্টার কুকের অপরাজিত শতরান ও প্রায়রের বড় রানের ভরসায় শেষ চেষ্টা চালাচ্ছে তারা। গত কাল বিনা উইকেটে ১১১ রানের পুঁজি নিয়ে খেলতে নেমে আজ সকালেই কম্পটনের উইকেট হারায় ইংল্যান্ড। সৌজন্যে জাহির খান। এর পর পিটারসেন ও ট্রটের উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে আরও বেকায়দায় ফেলে দেন প্রজ্ঞান ওঝা। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ৩ উইকেটে ১৮৪। |
মোতেরায় শতরানের পথে ইংল্যান্ড অধিনায়ক কুক। ছবি: পিটিআই |
লাঞ্চের পর অবশ্য উমেশ যাদবের বলে এলবিডব্লিউ আউট হয়ে ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নে ফিরে যান বেল। সমিত পটেলকেও ০ রানে ঘরে ফেরান যাদব। দিনের শেষে ক্রিজে অপরাজিত ১৬৮ রানের কুকের সঙ্গী ম্যাট প্রায়র। কুকের পদাঙ্ক অনুসরণ করে ইংল্যান্ডের উইকেট কিপারও শতরানের পথে। প্রায়রের অপরাজিত ৮৪ মুখ রক্ষা করল ইংল্যান্ডের। এই জুটির ব্যাটিং-দাপটে হাতে পাঁচ উইকেট নিয়ে চতুর্থ দিনের শেষে সম্মানজনক লড়াইয়ে রয়েছে তারা। ফলো-অন করতে নেমে ভারতের
প্রথম ইনিংসের রান পেরিয়ে ইংল্যান্ড এখন ৫ উইকেটে ৩৪০। লিড ১০ রানের।
অপরদিকে, মাঠের লড়াইয়ের বাইরে একটি ব্যক্তিগত দুঃসংবাদে আজ মাঠ ছাড়তে বাধ্য হলেন গৌতম গম্ভীর। তাঁর ঠাকুমার আকস্মিক প্রয়াণে আমদাবাদের টেস্ট ছেড়ে দিল্লিতে তাঁর বাড়িতে ফিরছেন গম্ভীর। |
আজ ফিরছেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস |
প্রায় চার মাস মহাকাশে কাটানোর পর আজ পৃথিবীর মাটিতে পা রাখবেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। দীর্ঘ এই সফরে তাঁর সঙ্গী অন্য দু’জন মহাকাশচারী জাপানের আকি হোশিদে ও রাশিয়ার ইউরি ম্যালেনচেঙ্কো-ও পৃথিবীতে ফিরছেন। গত ১৫ জুলাই কাজাখস্তানের স্পেস স্টেশন থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তাঁরা। আজ ফের কাজাখস্তানেই অবতরণ করবেন সুনীতারা। এই অবতরণ ঘিরে আশঙ্কা থাকলেও মহাকাশ সফরের সাফল্যে উচ্ছ্বসিত নাসার বিজ্ঞানীরা। |
নৈহাটি থানার সামনে শতাব্দীপ্রাচীন মন্দিরে চুরি। দেড় লক্ষ টাকা অর্থমূল্যের সোনার গয়না-সহ চুরি হয়েছে বেশ কয়েকটি অষ্টধাতুর মূর্তি। সব মিলিয়ে খোয়া গেছে ২ লক্ষাধিক টাকার জিনিস। নৈহাটি থানার সামনেই এই মন্দিরে এতো বড় চুরির ঘটনায় যথেষ্ঠ ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। এলাকার নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এমনটাই জানিয়েছেন তাঁরা। |