নার্সিংহোমে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হওয়ার ঘটনায় অভিযুক্ত আশিস দে-র পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। শনিবার সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত আশিস দে ও তাঁর সঙ্গী রাজা চৌধুরীর আরও ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। গত ৯ নভেম্বর রাতে তৃণমূলের ‘বহিষ্কৃত’ ওই নেতা আগ্নেয়াস্ত্র হাতে সিউড়ির একটি নার্সিংহোমে চড়াও হন বলে অভিযোগ উঠেছিল।
|
এক ব্যক্তিকে শাবলের আঘাতে খুনের অভিযোগ উঠল তাঁর ভাইয়ের বিরুদ্ধে। শনিবার শ্রীরামপুর গ্রামের ঘটনা। নিহতের নাম সাত্তার শেখ (৫০)। আহত হন দু’জন।
|
শ্বশুরবাড়ি থেকে এক বধূর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বাঘমুন্ডি থানার কাশিটাঁড় গ্রামের ঘটনা। ওই বধূর নাম রঞ্জনা মণ্ডল (১৯)। তাঁর মা গীতা মণ্ডলের অভিযোগ, পণের জন্যই তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন খুন করেছে। পুলিশ মৃতার স্বামী মানিক মণ্ডল এবং শ্বশুর, শাশুড়ি, ননদকে ধরেছে। |