টুকরো খবর |
সমালোচনায় ক্ষিতি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তৃণমূল সরকারের আমলে রাজ্যে চরম বিশ্ঙ্খলার অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন পূর্তমন্ত্রী তথা আরএসপির- রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী। শনিবার তমলুকের নিমতৌড়ি স্মৃতিসৌধে দলের কৃষক সংগঠন সংযুক্ত কিষাণসভার পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের উদ্বোধন ভাষণে এই অভিযোগ করেন তিনি। রাজ্যে তৃণমূল সরকারের সমালোচনা করে ক্ষিতিবাবু বলেন, “গোটা রাজ্যে বিশৃঙ্খলা চলছে। সরকার চালাতে গেলে সামগ্রিক আলোচনার দরকার হয়। কিন্তু এ রাজ্যে সরকারের প্রধান একাই সিদ্ধান্ত নেন।” হলদিয়া বন্দর থেকে এবিজি বিদায় প্রসঙ্গে এ দিন তিনি বলেন, “বন্দর থেকে এবিজি চলে যাওয়ায় রাজ্যের বড় ক্ষতি হয়ে গেল। এর কৈফিয়ত দিতে হবে রাজ্য সরকারকে।” আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের কর্মীদের প্রস্তুত হওয়ার পরামর্শও দেন তিনি। ফলের বিষয়ে আশাবাদী ক্ষিতিবাবু বলেন, “পঞ্চায়েত নির্বাচন যদি সুষ্ঠভাবে হয় তবে বামফ্রন্টের ফল ভাল হবে। গত বিধানসভা নির্বাচনে মানুষ যে ভাবে দূরে সরিয়ে দিয়েছিল এ বার তা হবে না।” এ দিন পূর্ব মেদিনীপুর জেলা আরএসপি-র নতুন দলীয় কার্যালয়েরও উদ্বোধন হয়।
|
বিক্রমের বিরুদ্ধে চার্জ
সংবাদসংস্থা • মেদিনীপুর |
শিলদা মামলায় অভিযুক্ত মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রমের বিরুদ্ধে শনিবার চার্জগঠন হল মেদিনীপুর আদালতে। সাক্ষ্যগ্রহণ শুরু ১৭ ডিসেম্বর। |
|