আজ, রবিবার গোয়ায় কোচ হিসাবে অভিষেক হচ্ছে ভাইচুং ভুটিয়ার। কলকাতায় দশ গোলে বিধ্বস্ত হওয়ার পর স্পোর্টিং ক্লুবের মুখোমুখি সিকিম ইউনাউটেড। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে নিচে ভাইচুংয়ের দল। ভাইচুং অবশ্য দশ গোল নিয়ে মাথা ঘামাচ্ছেন না। স্পোর্টিং ম্যাচ থেকেই দলের রঙ বদলাতে চান। আগে ফুটবলার ভাইচুং একাই দায়িত্ব নিয়ে ম্যাচের রঙ বদলেছেন বারবার। এ বার নতুন চ্যালেঞ্জ। কোচ হিসেবেও কি সফল হবেন? ভাইচুং কিন্তু ফুটবলার জীবনের মতোই আত্মবিশ্বাসী। গোয়া থেকে জানালেন, “কোচ হিসেবে এটা আমার প্রথম ম্যাচ ঠিকই তবে বাড়তি কোনও চাপ নেই। পিছনের দিকে না তাকিয়ে স্পোর্টিং ম্যাচে মন দিতে চাই।” গোয়ার মাঠে স্পোর্টিংয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়াটা সহজ নয়। ইস্টবেঙ্গলের মতো দলকেও আটকেছে একেন্দ্র সিংহের দল।
|
বেটন কাপে এসে ভরত ছেত্রীর সমালোচনায় সরব হন ধনরাজ পিল্লাই। ভরতকে অলিম্পিকে হকি দলের অধিনায়ক করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। শনিবার কলকাতা পুরসভা আয়োজিত হকি টুর্নামেন্টের ফাইনালে এসে ধনরাজকে পালটা কটাক্ষ করলেন ভরত ছেত্রী। বললেন, “আসলে ধনরাজ পিল্লাই কখনও অলিম্পিকে অধিনায়ক হওয়ার সুযোগ পায়নি। তাই হিংসে থেকে আমার সমালোচনা করছে।”
|
আজ রবিবার আর্থার পাপাসের পৈলান অ্যারোজের মুখোমুখি হবে প্রয়াগ ইউনাইটেড। দশ গোলে জেতার উইনিং কম্বিনেশন অবশ্য ভাঙছেন না প্রয়াগের নতুন কোচ এলকো। পৈলানের কমবয়সী ফুটবলারদের দৌড় ডাচ কোচকে ভাবলেও তিন পয়েন্ট পেতে চান তিনি। বলে দিয়েছেন, “দৃষ্টিনন্দন ফুটবল খেলাতে গিয়ে তিন পয়েন্ট হাতছাড়া করার কোনও মানে নেই। ম্যাচে জয় পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয়।”
|
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৫২৭-এর জবাবে ৫৫৬ তুলে নিজেদের সর্বোচ্চ রান করেও হারল বাংলাদেশ। টিনো বেস্টের পাঁচ উইকেট (৫-২৪) ও.ইন্ডিজকে জেতাল ৭৭ রানে। দ্বিতীয় ইনিংসে ২৪৫ দরকার ছিল বাংলাদেশের। কিন্তু তারা শেষ ১৬৭-তে।
|
মদ্যপ হয়ে বেপরোয়া গাড়ি চালিয়ে সল্টলেকে হাতাহাতিতেও জড়ালেন। ইস্টবেঙ্গলের স্টপার রাজু গায়কোয়াড় ও ভবানীপুর ক্লাবের শুভাশিস গুণ। শুক্রবার রাতে কালীপুজোর বিসর্জন সেরে ফেরার সময় বাঁ দিকের দরজা খুলে বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিলেন রাজু। বাসিন্দারা প্রতিবাদ করতেই দুই ফুটবলার অভব্য আচরণ করেন।
|
হাজির দু’দলের ফুটবলার ও রেফারি। খুলল না হাওড়া স্টেডিয়াম। শনিবার আইএফএ প্রতিনিধিরা না থাকায় বাতিল প্রিমিয়ার লিগে জর্জ টেলিগ্রাফ-ইস্টার্ন রেল ম্যাচ। বেলা বারোটায় হাজির হয়েও আড়াই ঘণ্টা অপেক্ষা করে ফিরে যান ফুটবলাররা। কর্তৃপক্ষের দাবি, এ ব্যাপারে খবরই ছিল না। যদিও আইএফএ সচিব বললেন, “ম্যাচের ব্যাপারে জানানো হয়েছিল।” ম্যাচ বুধবার হবে।
|
প্রথম শ্রেণির ক্রিকেটে পঁচাত্তরটি বেশি ম্যাচ খেলার জন্য প্রাক্তন টেস্ট ক্রিকেটার ও প্রাক্তন বাংলা অধিনায়ক দেবাঙ্গ গাঁধীকে ২৫ লক্ষ টাকা অনুদান দিল বোর্ড। অনুদান পেলেন বাংলার কিংবদন্তি স্পিনার উৎপল চট্টোপাধ্যায়ও। তাঁকে দেওয়া হল ৩০ লক্ষ টাকা। |