|
|
|
|
|
কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে
স্বাক্ষর সংগ্রহ বামেদের
নিজস্ব সংবাদদাতা • পটনা |
|
রেশন ব্যবস্থায় ২ টাকা কিলো দরে ৩৫ কিলো খাদ্য দ্রব্য সরবরাহের দাবিতে এবং ভর্তুকির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে স্বাক্ষর অভিযানে নামতে চলেছে সিপিএম। দেশব্যাপী পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করবে তারা।
এ দিন বিহারের সিপিএমের রাজ্য কমিটির অফিসে দলের পলিটব্যুরো সদস্য এস রামচন্দ্র পিল্লাই বলেন, “ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত দেশব্যাপী স্বাক্ষর অভিযান চালানো হবে। তাতে পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হবে।” তিনি বলেন, “রেশন ব্যবস্থায় ভর্তুকির নামে কোনও টাকা লেনদেন চলবে না। ভর্তুকির টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার পদ্ধতি বাতিল করতে হবে।” অন্য দিকে, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পিল্লাই বলেন, “সংসদে সরকার যদি ভোটাভুটি এড়িয়ে যায় তা হলে বুঝতে হবে এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। ভোটাভুটি এড়ানোর অর্থ সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই এটাই প্রমাণ হবে।”
একই সঙ্গে সিপিএম মনে করছে, স্বাস্থ্য এবং শিক্ষায় কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। অন্য দিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পিল্লাই বলেন, “আমাদের দাবি, স্বাস্থ্য ও শিক্ষায় বরাদ্দ বাড়ানো হোক। সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হোক।” এ দিকে, বিহারের রাজনীতি সর্ম্পকে তাঁর মূল্যায়ণ, এখানে আঞ্চলিক দলগুলি বিজেপি, না হয় কংগ্রেসের সঙ্গে আছে। সে ক্ষেত্রে একমাত্র বাম শক্তিই এর বিকল্প হিসেবে উঠে আসবে। সেই লক্ষ্যে ১ ডিসেম্বর বিহারের বামদলগুলিকে নিয়ে একটি কনভেনশন করা হবে। সেখানে দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট ও সিপিআই নেতা এ বি বর্ধন উপস্থিত থাকবেন। |
|
|
|
|
|