চলন্ত বাস থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক কন্ডাক্টরের। শনিবার তারাতলায়। পুলিশ জানায়, মৃতের নাম রানা রায়চৌধুরী (৩৪)। বাড়ি মহেশতলায়। এ দিন দুপুরে বাস নিয়ে আক্রার দিকে যাওয়ার সময় আচমকা পড়ে যান রানা। পুলিশ সূত্রের খবর, শনিবার ব্যারাকপুরে কালীপ্রতিমা বিসর্জন দিতে গিয়ে জলে ডুবে এক তরুণের মৃত্যু হয়েছে। নাম অমিত সিংহ।
|
দক্ষিণ কলকাতার একটি বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম মনোজ আভলানি (৫০)। শনিবার বিকেলে এলগিন রোডে ঘটনাটি ঘটেছে। ভবানীপুর এলাকার রাজেন্দ্র রোডের বাসিন্দা মনোজবাবুর বড়বাজারে কাপড়ের ব্যবসা রয়েছে। এলগিন রোডের ওই বহুতলে একটি মন্দিরে পুজো দিতে এসেছিলেন মনোজবাবু। সেখানে তিনি নিয়মিত আসতেন বলেও পুলিশ জেনেছে। পুলিশকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁরা দেখেন, ফুটপাথে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মনোজবাবু।
|
কলকাতা বিমানবন্দরের ভিতরে গুলি ছুড়ে পুলিশের দুই সাব ইন্সপেক্টরকে মেরে ফেলা এবং দু’জনকে জখম করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল। প্রায় ১১ বছর আগের সেই মামলায় যথাযথ সাক্ষ্য ও প্রমাণের অভাবে রবি দেব বর্মা নামে অভিযুক্ত সিআরপিএফ কনস্টেবলকে শনিবার মুক্তি দিল বারাসত আদালত। এত দিন জেল হেফাজতে ছিলেন রবি। ২০০১ সালে ১০ ফেব্রুয়ারি কলকাতা বিমানবন্দরে পাহারা দিচ্ছিলেন রবি। বিদেশ থেকে নামার পরে যাত্রীরা বিমানবন্দরের যে গেট দিয়ে টার্মিনালে ঢোকেন, সেখানেই দায়িত্বে ছিলেন তিনি। তাঁর কাছে একটি স্বয়ংক্রিয় রাইফেল ছিল। ওই গেট দিয়ে ঢুকলেই অভিবাসন দফতর। ওই দফতরে রাতের দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের আরও চার কর্মী। সেই সময়ই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন রবি। ওই চার পুলিশ গুলিবিদ্ধ হন। পরে নিজের গায়েও গুলি চালান রবি।
|
সরকারি বাসের সঙ্গে পুলিশের একটি গাড়ির সংঘর্ষে দুই পুলিশ জখম হয়েছেন। শনিবার সকালে ঘটনাটি ঘটে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে। দুর্ঘটনায় পুলিশের গাড়ির চালক এবং কনস্টেবল জখম হন। বাসটিকে আটক করা হয়েছে। গ্রেফতার হয়েছে চালক।
|
মানিকতলা থানার এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ খেয়ে ডিউটি এবং অভব্য আচরণের অভিযোগ উঠেছে। ডিসি (ইএসডি) সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় শনিবার বলেছেন, “ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ওই কনস্টেবলের নাম আছওয়া মিস্ত্রি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শনিবার তিনি কর্তব্যরত অবস্থায় মদ্যপান করেছিলেন।
|
সল্টলেকের ডিএল ব্লকে শনিবার এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম শমীক চট্টোপাধ্যায় (৩৪)। এ দিন বিকেলে তাঁর ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। |