নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শুরু না-হওয়ায় দেশ জুড়ে অন্তত আটটি কয়লা ব্লক ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। ওই ব্লক ফিরিয়ে দিতে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে চিঠি দিয়েছে কয়লা মন্ত্রক। আন্তঃমন্ত্রক গোষ্ঠীর সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের দাবি। বি ডি পাওয়ারকে দেওয়া দুর্গাপুর টু এবং সারিয়া ব্লক ছাড়াও, ছত্তিশগঢ়, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকটি ব্লক রয়েছে এই তালিকায়। যে যে সংস্থার ব্লক বাতিল করা হয়েছে, তার মধ্যে আছে গুজরাত অম্বুজা, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, লাফার্জ, কেসোরাম ইন্ডাস্ট্রিজ ইত্যাদি। অনেক ক্ষেত্রে দুই বা তার বেশি সংখ্যক সংস্থা যৌথ ভাবেও এই ব্লকগুলি হাতে নিয়েছিল। মন্ত্রক জানিয়েছে, এই ব্লকগুলিতে শুধু যে সময়ে খনন কাজ শুরু হয়নি, তা-ই নয়। কেন হয়নি, তার সদুত্তরও দিতে পারেনি সংস্থাগুলি। সেই কারণেই এই সিদ্ধান্ত।
|
রাজ্যে রফতানি ভিত্তিক প্রসাধন পণ্য তৈরির কারখানা গড়তে আগ্রহী ইউনিমাস অ্যাগ্রো। সম্প্রতি সংস্থাটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় প্রসাধন পণ্য রফতানির জন্য ওই দুই দেশের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে চুক্তি করেছে বলে কর্তৃপক্ষের দাবি। সংস্থার ডিরেক্টর (ফিনান্স) বরি রাও জানান, “পশ্চিমবঙ্গে কারখানা তৈরির জন্য জমি চেয়ে ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন করেছি।”একই সঙ্গে, এক গুচ্ছ প্রসাধন পণ্য বাজারে ছাড়ছে সংস্থা। আয়ুর্বেদিক সাবান ছাড়া এর মধ্যে রয়েছে শীতের মরসুমের জন্য বিশেষ ধরনের সাবান। আগামী দিনে পুরুষ ও মহিলাদের জন্য সুগন্ধী-সহ অন্য পণ্যও আনবে তারা।
|
আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে পুরীর ‘ইন্টারন্যাশনাল বিচ ফেস্টিভ্যাল’। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এই উৎসবের উদ্যোক্তা হোটেল অ্যাসোসিয়েশন অব পুরীর (হ্যাপ) পক্ষে বিজয় দাস শনিবার কলকাতায় এ কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) এবং ওড়িশা সরকারের পর্যটন দফতরের সহযোগিতায় এই উৎসব হবে। সাত দিনের উৎসবে দেশের ১৩টি রাজ্য এবং জার্মানি, জাপান ও মালয়েশিয়া থেকে প্রায় পাঁচ হাজার শিল্পী অংশগ্রহণ করবেন। উৎসব চলার সময় পুরীর সব হোটেলে থাকা-খাওয়ার খরচে ৩০% ছাড় পাওয়া যাবে। |