|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
আছে নতুন ভাবনার পরিচয় |
মৃণাল ঘোষ |
সম্প্রতি অ্যাকাডেমিতে ‘ট্রি’ শীর্ষক সংগঠনটির প্রদর্শনী হল। শুভজিৎ মণ্ডল সিরামিকসে ভাস্কর্যধর্মী কাজ করেছেন। পার্থপ্রতিম রায়ের বড় আকারের স্বাভাবিকতা-আশ্রিত অবয়বী পেন্সিল ড্রয়িংগুলো খুবই বলিষ্ঠ রচনা। মহেশ্বর মণ্ডল উল ও ফাইবার গ্লাসে ব্যতিক্রমী আঙ্গিকের ভাস্কর্য করেছেন। অনুপম বেরার চারটি ছবিতে ভাবনা ও আঙ্গিকের কোনও কেন্দ্রীয় ঐক্য নেই। নারায়ণকুমার দাসের স্টিল-লাইফ-ধর্মী রচনাগুলিতে তাঁর অঙ্কনের দক্ষতার পরিচয় আছে। প্রভাকর সিংহের কাজ দু’ ধরনের। চিত্রধর্মী ও ভাস্কর্যধর্মী। এতে নতুন ভাবনার পরিচয় আছে। |
|
|
প্রদর্শনী
চলছে
বিড়লা অ্যাকাডেমি: সুদর্শন পট্টনায়েক কাল শেষ।
কেমোল্ড: সুব্রত ঘোষ, পলাশ পাল প্রমুখ ২০ নভেম্বর পর্যন্ত।
গ্যালারি ৮৮: চিরদীপ চৌধুরী ২০ নভেম্বর পর্যন্ত।
গ্যালারি গোল্ড: সুশান্ত, মহুয়া প্রমুখ ২১ নভেম্বর পর্যন্ত।
অ্যাকাডেমি: বনশ্রী, সুদেষ্ণা প্রমুখ ২৩ নভেম্বর পর্যন্ত।
শুরু হবে
সিমা: ‘আর্ট মেলা’ ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। |
|
|
|
|
|