পূজারার দ্বিশতরান, চালকের আসনে ভারত |
মোতেরা স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনে শতরান করলেন চেতেশ্বর পূজারা। ১৯০ বলে ১৪টি বাউন্ডারি মেরে আসে এই শতরান। এটি টেস্টে পূজারার দ্বিতীয় শতরান। অর্ধশতরানের গণ্ডি পেরিয়েছেন ক্যানসারজয়ী যুবরাজও। ৫২১ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ভারত। ২০৬ রানে অপরাজিত থেকে যান পূজারা। দিনের শেষে কম্পটন, অ্যান্ডারসন ও ট্রটের উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৪১ রান। অশ্বিন ২টি ও ১টি উইকেট পেয়েছেন প্রজ্ঞান ওঝা।
|
তেহট্টে জারি ১৪৪ ধারা, আটকানো হল দীপার কনভয় |
তেহট্টে পুলিশের গুলি চালানোর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে কালাদিবসের ডাক দিয়েছিল কংগ্রেস। বামেদের ডাকা ১২ ঘন্টার তেহট্ট বনধেও আজ স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে সকাল থেকেই। প্রসঙ্গত রাজনৈতিক দলের নেতা-কর্মীদের তেহট্টে প্রবেশে আগে থেকেই নির্দেশ জারি করেছিল জেলা প্রশাসন। আজ সকালে ভাণ্ডারখোলায় আটকে দেওয়া হল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সির কনভয়। আটকানো হল শঙ্কর সিংহ, প্রদীপ ঘোষ, অভিজিত্ মুখোপাধ্যায়-সহ অন্যান্য কংগ্রেস নেতাদেরও। গতকালও বাম পরিষদীয় দল ও বিজেপি প্রতিনিধি দলকেও আটকানো হয়েছিল কৃষ্ণনগরে ঢোকার মুখেই। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করার জন্যেই এই নিষেধাজ্ঞা। এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস নেতৃত্ব।
|
এক যুবককে গুলি করে খুন করার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার হরিণঘাটার চণ্ডীরামপুরে। স্থানীয় দোকানে চা খাওয়ার সময় মীরাজউদ্দিন মণ্ডল নামে ওই যুবককে গুলি করা হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রত্যক্ষদর্শীদের মতে খুনী সন্দেহে এক ব্যক্তিকে মারধর শুরু করে নিহতের পরিবার। বারবার ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে কল্যাণীর জওহরলাল নেহেরু হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|