কজওয়ে তৈরির কাজ বন্ধ পুঞ্চায়
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
কজওয়ে তৈরির কাজ শুরু হয়ে হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পুঞ্চার বারমেশিয়ায় একটি খালের উপরে কজওয়ে তৈরির কাজ শেষ হয়নি। তৈরি করা হয়নি সংযোগকারী রাস্তাও। ফলে খালে জল থাকায় যাতায়াতের সমস্যা কাটেনি। এমনটাই অভিযোগ বাসিন্দাদের। তাঁরা এ জন্য প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ এনেছেন। পুঞ্চা থানা থেকে কয়েক কিলোমিটার দূরে বারমেশিয়া, কুরকেটা, আসনবনি, বড়গড়া প্রভৃতি গ্রাম রয়েছে। ওই গ্রামের বাসিন্দাদের একটি খাল পার হয়ে পুঞ্চায় যেতে হয়। বর্ষার তিন থেকে চার মাস ওই খালে জল থাকায় স্কুল পড়ুয়া, রোগী থেকে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। ঘুরপথে তাঁদের পুঞ্চায় আসতে কমবেশি ১২ কিলোমিটার বেশি পথ ঘুরতে হয় বলে জানিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ওই খালের ওপর একটি কজওয়ে নির্মাণের কাজ শুরু হয়। বারমেশিয়া গ্রামের বাসিন্দা সাধন রায়, মনোজ রায়, অচ্যুত বাউরিরা বলেন, “কজওয়ে নির্মাণের কাজ শুরু হওয়ায় আমরা ভেবেছিলাম দীর্ঘদিনের সমস্যা মিটল। কিন্তু প্রায় এক মাসের উপর সেতু নির্মাণের কাজ বন্ধ থাকায় পারাপারের সমস্যা রয়েই গিয়েছে। তৈরি করা হয়নি সংযোগকারী রাস্তাও। সেতুর দু’পাশে ঢালাইয়ের পিলারও দেওয়া হয়নি।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “বিধায়ক তহবিল থেকে কজওয়ে নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা পাওয়া গিয়েছিল। কিন্তু পুজো ও খারাপ আবহাওয়ার জন্য কাজ বন্ধ ছিল। শীঘ্রই সংযোগকারী রাস্তা ও সেতুর দুপাশে ঢালাইয়ের স্তম্ভ দেওয়া হবে।” বাসিন্দাদের প্রশ্ন, খালের জল শুকিয়ে গেলে তার পর কি কজওয়ে তৈরি শেষ হবে? |
দাবি পুকুর সংস্কারের
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
বড়জোড়ার থানাপাড়া এলাকার একটি পুকুর সংস্কারের দাবি তুললেন বাসিন্দারা। বুধবার এই দাবিতে তাঁরা বড়জোড়া পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপিও দেন। ধানপুকুর নামের এই পুকুরটিতে প্রতি দিন বহু মানুষ স্নান করেন। অন্য কাজেও এই পুকুরের জল ব্যবহার করা হয়। নানা উৎসব অনুষ্ঠানেও এই জল কাজে লাগে। বড়জোড়া থানাপাড়া এলাকার বাসিন্দা ভুবন মুখোপাধ্যায়, অরুণ সমাদ্দাররা বলেন, “ময়লা, কচুরিপানায় ভরে গিয়েছে পুকুরটি। জল ব্যবহারের উপযুক্ত নয়।” তাঁর জানান, পরিষ্কারের অভাবে পুকুরের চারদিকও আবর্জনায় ভরে গিয়েছে। পুকুরে নামার কোনও ঘাটও নেই। অবিলম্বে পুকুর সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী। তাঁদের আরও দাবি, ঘাট তৈরি করে দিতে হবে। বড়জোড়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের অলোক মুখোপাধ্যায় বলেন, “বাসিন্দাদের দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।” |
দুর্ঘটনায় মৃত কিশোরী
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
পথদুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে বড়জোড়া থানা এলাকার বাঁকুড়া-দুর্গাপুর ৯ নম্বর রাজ্য সড়কে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সাইমা খাতুন (১৭)। তার বাড়ি বড়জোড়ার মান্দারমনি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক আত্মীয়ের মোটরবাইকে চেপে সাইমা বড়জোড়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। পথে হাটআশুড়িয়ার কাছে মোটরবাইক থেকে সে কোনও ভাবে পড়ে যায়। সেই সময় বাঁকুড়ামুখী একটি ট্রাক তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। |