নামখানায় নদীবাঁধ ধসে নিখোঁজ বৃদ্ধা
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
নদীবাঁধ চাপা পড়ে নিখোঁজ হয়েছেন শৈবা কোলে (৬৮) নামে এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে নামখানার নারায়ণগঞ্জ গ্রামে। প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ মুড়িগঙ্গা নদীবাঁধ লাগোয়া একটি গোয়ালঘর থেকে একটি গরু বের করে আনতে গিয়েছিলেন শৈবা দেবী। সে সময় প্রায় ২০০ ফুট নদীবাঁধ ধস নেমে যায়। গরু সমেত চাপা পড়েন বৃদ্ধা। খবর পেয়ে ঘটনাস্থলে যান নামখানার বিডিও তাপস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুমারেশ পন্ডা এবং পুলিশ। নামখানার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুমারেশ পন্ডা বলেন,‘‘ ওই নদীবাঁধ বিপজ্জনক অবস্থায় ছিল। এ দিন গোয়াল লাগোয়া বেশ কিছুটা এলাকা ধসে নেমে গিয়েছিল। বৃদ্ধা তা দেখে তড়িঘড়ি গরু সরিয়ে আনতে গেলে দুঘর্টনাটি ঘটে। ” নামখানার বিডিও তাপস মণ্ডল বলেন,“ওই বৃদ্ধার উদ্ধারের জন্য পুলিশকে বলা হয়েছে। রাতে জেনারেটরের আলোয় উদ্ধার কাজ চলবে। ওই মুড়িগঙ্গা নদীবাঁধ লাগোয়া আরও তিনটি পরিবারকে সরিয়ে প্রাথমিক বিদ্যালয়ে আনা হয়েছে। সমস্ত বিষয় সেচ দফতরকেও জানানো হয়েছে। ” মৌসুনি সাব ডিভিশনের সেচ দফতরের সহকারী বাস্তুকার প্রদীপ ভট্টচার্য্য বলেন,“ রাতে ওই বাঁধ দিয়ে যাতে জল না ঢোকে তাঁর ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত বাঁধটি মেরামতির কাজ শুরু হবে।”
|
মণ্ডপে আগুন নৈহাটিতে
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
বুধবার রাতে আগুনে পুড়ে গেল নৈহাটির ৭ নম্বর বিজয়নগরের কাঠগোলার একটি পুজোমণ্ডপ। পুজোর উদ্যোক্তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায়। পাটের কারুকাজ করা মণ্ডপটিতে তখন দর্শনার্থীরা থাকলেও কেউ জখম হননি। দমকল সূত্রে জানা গিয়েছে, তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট নাকি রকেট বা হাউই বাজি থেকে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, শব্দবাজি নিয়ে ব্যারাকপুরে পুলিশ প্রশাসনের কাছে কোনও অভিযোগ নেই বলে ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান কল্যাণ মুখোপাধ্যায় জানালেও মঙ্গলবার রাতেই শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় টিটাগড় থানা এলাকার সুকান্ত পল্লিতে। সঞ্জয় সিংহ নামে এক যুবককে মারধর করা হয়। এ ছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় শব্দবাজি ফাটলেও কোথাও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
|
সিপিএম-তৃণমূল সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
সিপিএমের কর্মিসভাকে কেন্দ্র করে বুধবার সিপিএম এবং তৃণমূলের সংঘর্ষে উভয় দলেরই কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। আহতদের বাসন্তী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়। সিপিএমের বাসন্তী মধ্য লোকাল কমিটির সম্পাদক ইয়ুদ আলি বলেন, “কর্মিসভার জন্য দলীয় সমর্থকেরা ব্যানার টাঙাচ্ছিল। সেই সময় তৃণমূলীরা হামলা চালালে ৫ জন কর্মী আহত হয়েছেন।” অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বাসন্তী ব্লক সভাপতি মান্নান শেখ বলেন, “আমাদের দুই সমর্থক বাজারে যাচ্ছিলেন। সেই সময় সিপিএমের লোকজন তাঁদের উপর চড়াও হয়। এই ঘটনায় তাঁরা জখমও হয়েছেন।” বাসন্তী থানা সূত্রে জানানো হয়েছে, দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
|
ভটভুটি ডুবি, উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বুধবার সন্ধ্যায় ক্যানিংয়ের বাসন্তীতে বিদ্যা নদীর গদখালি ঘাটের কাছে এক ভুটভুটিতে জল ঢুকে যায়। স্থানীয় লোকজন ওই ভুটভুটির যাত্রীদের উদ্ধার করে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়েও দেওয়া হয়।
|
বাজি পোড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হল যুবকের। কালীপুজোর রাতে, খড়দহের রহড়ায়। মৃতের নাম সৌমেন বিশ্বাস (২৯)। পুলিশ জানায়, সৌমেন ওই রাতে বন্ধুর বাড়িতে এসেছিলেন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |