বোমাবাজির তান্ডবে থামল প্যাসেঞ্জার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
রেললাইনের উপর দুষ্কৃতীদের বোমাবাজির জেরে নিমতিতা স্টেশন থেকে ১৫০ মিটার দূরে দাঁড়িয়ে পড়ে আজিমগঞ্জগামী সাহেবগঞ্জ-আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন। বুধবার সকাল নাগাদের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। খবর পেয়েই আরপিএফের জওয়ানরা ঘটনাস্থলে গেলে দুষ্কৃতীরা পালায়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। নিমতিতা রেল স্টেশনের ম্যানেজার অনুতোষ চট্টোপাধ্যায় বলেন, “আরপিএফ জওয়ানেরা ফেটে যাওয়া ১১টি বোমার খোল উদ্ধার করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আধ ঘন্টা পর ট্রেনটি ছাড়ে।” সুতি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’দিন ধরেই রেললাইনের পাশে অবস্থিত খোট্টাপাড়া ও হরিপুর গ্রামের মধ্যে বিবাদ চলছে। এ দিন সকালে খোট্টাপাড়ার দুষ্কৃতীরা হরিপুরের উপর হামলা চালানোর আগে এলাকায় আতঙ্ক ছড়াতে রেললাইনের উপরই বোমাবাজি শুরু করে। এই ঘটনায় ৫ জনকে ধরা হয়েছে। ধৃতদের কাছ থেকে বোমা তৈরির ১৪ কেজি মশলা উদ্ধার করা হয়েছে। একজনের কাছ থেকে মিলেছে ৫ রাউন্ড গুলিসহ-একটি ‘নাইনএমএম’ পিস্তল।
|
জুয়া, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মঙ্গলবার কালীপুজোর রাতে জুয়া খেলার অভিযোগে মুর্শিদাবাদ জেলায় মোট ১৬৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে মোট এক লক্ষ ৩৬ হাজার ৩৬ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে মুর্শিদাবাদের পুুলিশ সুপার হুমায়ুন কবীর জানান। ধৃতদের মধ্যে রয়েছেন কান্দি থানার গোকর্ণ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের হাজি আবুল কালাম। তিনি কালু হাজি নামে এলাকায় পরিচিত। তাঁর স্ত্রী সেহেনারা বিবি কংগ্রেসের দখলে থাকা কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি। পুলিশ সুপার বলেন, “গোকর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকার হাটপাড়া গ্রামে রাজমান শেখের বাড়ি থেকে কালু হাজি-সহ মোট ২৩ জনকে জুয়া খেলার অভিযোগে গ্রেফতার করা হয়।” মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “এ জেলায় তৃণমূলের রাজনীতি পুরোপুরি পুলিশ নির্ভর। এ কারণে কংগ্রেসকে কালিমালিপ্ত করে শাসকদলকে তুষ্ট করতে নির্দোষ কালু হাজিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”
|
অধীরকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • রানিনগর |
ফুল, শাল এমনকি সোনার আংটি দিয়ে রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরীকে বরণ করল ডোমকলের কংগ্রেস। বুধবার বিকালে ডোমকলের গোধনপাড়ায় রূপায়ন ক্লাবের ওই সভায় অধীর চৌধুরি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাংসদ মান্নান হোসেন ও মুর্শিদাবাদ কেন্দ্রের বিধায়ক শাওনি সিংহ রায়। সভায় উপস্থিত অধীরবাবু বলেন, “রাজ্য সরকার ও তার পুলিশ যা খুশি তাই করতে পারে না। এই জেলায় কংগ্রেসকে দুর্বল করা একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকারের। মানুষ এর জবাব দেবে।”
|
হেরোইন উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
হেরোইন তৈরির অভিযোগে লালগোলা থানার মৃদাদপুর গ্রাম থেকে বুধবার ভোরে পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “মৃদাদপুরের আনজারুল হকের বাড়ি থেকে হেরোইন তৈরির সময় তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে আড়াই কেজি হেরোইন ও হেরোইন তৈরির জন্য ব্যবহার করা হয় এমন ১৬ কেজি রাসায়নিক উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে। |