|
|
|
|
টুকরো খবর |
সেরা পুজোকমিটিকে পুরস্কার তমলুক থানার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কালীপুজো ঘিরে এ বারও উন্মাদনা তুঙ্গে তমলুকে। দীপাবলির রাতে উপচে পড়ল জনস্রোত। মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জার সঙ্গে বাড়তি পাওনা বিভিন্ন পুজোকমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা। পুরসভার তরফে সেরাদের বাছাই করা হয় প্রতি বছরই। এ বার সেরা পুজোকমিটিগুলিকে পুরস্কৃত করে তমলুক থানাও। পুলিশের বিচারে প্রথম তমলুক হাসপাতাল মোড়ের ফাইভ স্টার ক্লাব, দ্বিতীয় বাদামতলার উত্তরায়ণ ক্লাব ও তৃতীয় মালিজঙ্গল পল্লি ক্রিকেট ক্লাব। বুধবার তমলুক থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তমলুক থানা এলাকার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় কৃতী ১১ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া ১২০ জন দুঃস্থ ব্যক্তিকে বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুকেশ কুমার জৈন, অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভরত রাঠোর , তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস, তমলুক রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সত্যাত্মানন্দ ও তমলুকের উপপুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায়। তমলুক থানার ওসি অরুণ খান জানান, মণ্ডপ, প্রতিমা ও আলোকসজ্জাসার্বিক মূল্যায়ন করে শহরের সেরা তিনটি পূজোকমিটিকে বাছাই করা হয়েছে। এ দিকে মঙ্গলবার সন্ধে থেকে রাত পর্যন্ত তমলুক শহরের বিভিন্ন পুজোকমিটির শোভাযাত্রা শহর পরিক্রমা করে। শোভাযাত্রা দেখতে এ বারও ব্যাপক ভিড় জমে শহরে। এই শোভাযাত্রা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে তমলুক পুরসভা। এ ছাড়াও মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা-সহ বিভিন্ন দিক বিবেচনা করে সেরা পূজোকমিটিগুলিকে পুরস্কার দেওয়া হয়। মঙ্গলবার রাতে তমলুক শহরের বৈকুণ্ঠ সরোবরে আতসবাজি দেখতেও ব্যাপক ভিড় জমে। |
বধূ নির্যাতনের অভিযোগ, ধৃত সিপিএম নেতা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
বৌমা পণের দাবিতে নির্যাতনের অভিযোগ দায়ের করায় গ্রেফতার হলেন সিপিএমের এক নেতা। ধৃত চিন্তামণি ভুঁইয়ার বাড়ি চণ্ডীপুরে। হলদিয়ার দুর্গাচকে সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সাংস্কৃতিক কমিটি পরিচালিত ন্যাশনাল বুক এজেন্সির ম্যানেজার তিনি। সেই সূত্রে পাশেই দলীয় কার্যালয়ে থাকতেন। বুধবার বেলা ১২টা নাগাদ সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে চণ্ডীপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর , প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ ‘ঘনিষ্ঠ’ চিন্তামণিবাবুর ছেলে বেদদ্যুতির সঙ্গে নন্দীগ্রামের বাসিন্দা সঞ্চিতার বিয়ে হয় বছর সাতেক আগে। পেশায় এক্সাইড কর্মী বেদদ্যুতি হলদিয়ার কুমারচকে ভাড়াবাড়িতে থাকেন। সঞ্চিতা দুই সন্তানকে নিয়ে শাশুড়ি উষারানিদেবীর সঙ্গে চণ্ডীপুরে থাকতেন। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা টাকা চেয়ে সঞ্চিতার উপরে চাপ দিতেন বলে অভিযোগ। সম্প্রতি ১ লক্ষ টাকা চেয়ে সঞ্চিতাকে মারধর করে নন্দীগ্রামে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ৭ নভেম্বর চণ্ডীপুর থানায় স্বামী, শ্বশুর ও শাশুড়ির নামে পণের দাবিতে নির্যাতনের অভিযোগ জানান সঞ্চিতা। এরপর থেকেই পলাতক তাঁর শাশুড়ি ও স্বামী। এ দিন সকালে পুলিশ দুর্গাচকে হানা দেয়। এক্সাইড কারাখানা ও কুমারচকের বাড়িতে গিয়েও বেদদ্যুতিকে ধরতে পারেনি তারা। পরে দুর্গাচকে বই দোকান থেকে চিন্তামণি ভুঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সিপিএম নেতাকে আজ, বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। |
সমবায় সপ্তাহের উদ্বোধন কাঁথিতে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পতাকা উত্তোলন, প্রভাতফেরি, পদযাত্রা ও মোটর সাইকেল র্যালির মাধ্যমে বুধবার কাঁথি সমবায় ইউনিয়নের পক্ষ থেকে সারা ভারত সমবায় সপ্তাহের উদ্বোধন করা হয়। অফিস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন ইউনিয়নের সভাপতি সাংসদ শুভেন্দু অধিকারী। ছিলেন ইউনিয়নের সম্পাদক মধুসূদন দাস অধিকারী, বিধায়ক সমরেশ দাস, হরিসাধন দাসঅধিকারী, কেশবকৃষ্ণ দাস-সহ বিভিন্ন সমবায় ব্যাঙ্ক ও সমিতির প্রতিনিধিরা। পরে মেদিনীপুর রেঞ্জ-৩ সেন্ট্রাল ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ সোসাইটির ট্যাবলোর উদ্বোধন করা হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত কাঁথি ও এগরা শহরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমবায় সপ্তাহ পালিত হবে বলেও উদ্যোক্তারা জানিয়েছেন। |
|
|
|
|
|