টুকরো খবর
প্রত্নস্থল রক্ষায় কাঁটাতারের বেড়া
গুপ্তযুগের নিদর্শন মোগলমারি বৌদ্ধবিহারের প্রত্নস্তূপটিকে ঘিরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করল প্রশাসন। এতদিন অরক্ষিত থাকায় খুঁড়ে তোলা মাটি ও ইট চুরি হচ্ছিল বৌদ্ধবিহারের। গত ২৭ মে প্রত্নস্থলটি পরিদর্শনে আসেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, পুলিশ সুপার সুনীল চৌধুরী ও মেদিনীপুরের প্রাক্তন জেলা জজ মীর দারা শিকো। তখন মোগলমারি প্রত্নক্ষেত্রটির মালিকানায় থাকা তরুণ সেবা সঙ্ঘ ও পাঠাগারের তরফে জেলাশাসকের কাছে আবেদন জানানো হয় প্রত্নক্ষেত্রটির চারদিক ঘিরে দেওয়ার জন্য। যদিও এর আগে রাজ্য সরকারের তরফে প্রত্নক্ষেত্রটির সংরক্ষণের জন্য ৫০ লক্ষ ও একটি মিউজিয়াম তৈরির জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। দাঁতন ১-এর বিডিও জ্যোতি ঘোষ বলেন, “রাষ্ট্রীয় সমবিকাশ যোজনায় জেলাশাসক ২ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ করেন প্রত্নক্ষেত্রটির চারদিকে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। ২৯০ মিটার পরিসীমায় ওই বেড়ার কাজ শুরু হয়েছে।” সঙ্ঘের যুগ্ম সম্পাদক অতনু প্রধান জানান, “মানুষ ও গবাদি পশুর অবাধ বিচরণের পাশাপাশি, স্তূপ থেকে মাটি ও খোঁড়া ইট চুরি হচ্ছিল রাত-বিরেতে। যার ফলে ক্ষতি হচ্ছিল বৌদ্ধবিহারের কাঠামো ও স্তূপটির। এ বার সেই সমস্যার সমাধান হবে বলে আশা করা যায়। সঙ্ঘের পক্ষ থেকে স্তূপটির পূর্ব ও পশ্চিম দিকের বেড়ার বাইরে গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।”

হকারদের দাবি
সারা বাংলা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে হকার কনভেনশন হল মেদিনীপুরে। শহরের ফেডারেশন হলে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, সমিতির সম্পাদক শঙ্কর দাস প্রমুখ। সমিতির পক্ষ থেকে শহরে হকারদের স্থায়ী ও সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থার পাশাপাশি সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করারও দাবি জানানো হয়। সমিতির বক্তব্য, আগে পুনর্বাসনের নাম করে পুরসভা হকারদের থেকে টাকা নিলেও এখনও পুনর্বাসন মেলেনি। পুরপ্রধান দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

শিক্ষা দিবস
ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের ১২৫তম জন্মদিবস পালিত হল গত ১১ নভেম্বর। খড়্গপুর পুরসভার স্বাক্ষরতা বিভাগ দিনটিকে ‘শিক্ষা দিবস’ হিসেবে পালন করে। এই উপলক্ষে এ বার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খড়্গপুর পুরসভার সভাগৃহে। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে। পরে সভায় বক্তব্য রাখেন জেলা সম্পদকর্মী, শিক্ষাবন্ধুরা। সভাপতিত্ব করেন পুরপ্রধান পরিষদ (শিক্ষা) চন্দন সিংহ। বক্তারা তাঁদের বক্তব্যে আবুল কালাম আজাদের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন।

শিশুদের পাশে
বছরভর মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে করতেই দিন কাটে ওদের। কোথা দিয়ে অমূল্য শৈশব কেটে যায়, ওরা টেরই পায় না। এমনই কয়েকজন শিশুশ্রমিককে অন্তত শিশু দিবসের দিনটাকে একটু অন্য রকম ভাবে উপহার দেওয়ার চেষ্টা করল বেলদার উদিত সঙ্ঘ। বুধবার তাদের হাতে তুলে দেওয়া হল শীতের পোষাক। এই ক্লাবের উদ্যোগে প্রতি বছর কালীপুজো হয়। সন্ধ্যায় মণ্ডপের সামনেই এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিলি করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ।

এসইউসি-র প্রতিবাদ
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি। এক পথসভাও হয়। নেতৃত্বে ছিলেন প্রাণতোষ মাইতি, অক্ষয় খান প্রমুখ। এসইউসি-র বক্তব্য, সাধারণ মানুষের সমস্যার কথা না ভেবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন এসইউসি নেতৃত্ব।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.