কাছাড়ে ধৃত খড়্গ পাচার চক্রের পাণ্ডারা |
কাছাড় জেলার জিরিঘাটে ধরা পড়ল গণ্ডারের খড়্গ পাচারচক্রের দুই চাঁই। গাড়ি চোর ভেবে তাদের প্রথমে আটক করা হয়। পরে তদন্তে নেমে স্থানীয় পুলিশ জানতে পারে, খড়্গ চোরাকারবারের জন্য কার্বি আংলং জেলায় তাদের খোঁজা হচ্ছে। কাছাড়ের পুলিশ সুপার দিগন্ত বরা জানান, কাল রাতে দুই যুবক কাছাড় পেরিয়ে মণিপুরের দিকে যাচ্ছিল। চেক গেটে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছিলেন জিরিঘাট থানার ওসি এস সি কামেং। তিনি দেখেন, গাড়িটি সাদা রঙের। কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটে লেখা, গাড়ির রং কালো। গাড়ি চোর সন্দেহে তাদের আটক করা হয়। কার্বি আংলংয়ের নম্বর হওয়ায় যোগাযোগ করা হয় সেখানকার পুলিশের সঙ্গে। এই গাড়িটিকেই যে তারা খুঁজছেন ক’দিন থেকে! এতে চেপেই ঘুরে বেড়ান গণ্ডার চোরাকারবারি হিসেবে ‘মোস্ট ওয়ান্টেড’ অ্যালেক্স সিংহ। ধৃত যুবকরা বলে তারা দীপক সিংহ ও অজিত রাজকুমার। কার্বি আংলং পুলিশের ধারণা, দীপকই অ্যালেক্স। দিগন্তবাবু জানান, এদের কেউ অ্যালেক্স কি না, তা কার্বি আংলং পুলিশই বলতে পারবে। ওদের একটি দল কাছাড়ে আসছে।
|
ঝাড়খণ্ডের সিমডেগা জেলায় আজ ভোরে বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে এক মহিলা ও তাঁর শিশুকন্যা-সহ তিন জনের। পুলিশ সূত্রের খবর, আজ ভোরে এক দল হাতি কুডেগ থানা এলাকায় ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালায়। তখনই এই ঘটনা ঘটে।
|
কাঁকসা ও আউশগ্রাম থানা এলাকায় হানা দিয়ে পুলিশ প্রায় ৭৩ কিলোগ্রাম শব্দবাজি উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। কাঁকসা থানার ওসি বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, সেখানে আটক হওয়া ১৭৪ প্যাকেট বা ৪৮.৫ কিলোগ্রাম বাজির পুরোটাই চকোলেট বোমা। সেখান থেকেই ধরা পড়েছেন পাঁচ বাজি বিক্রেতা। কালনায় সিংহের কোণ বাজারে আটক হয়েছে প্রায় ৩০ কিলোগ্রাম শব্দবাজি। এক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। |