খেলা নিয়ে বচসার জেরে হার ‘ছিনতাই’ |
তাস খেলাকে কেন্দ্র করে গোলমালের জেরে এক তরুণীর গলার হার ছিনতাইয়ের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। তরুণীর অভিযোগ, ওই যুবকেরা বুধবার সকালে তাঁদের বাড়িতে চড়াও হয়ে যথেচ্ছ ভাঙচুর চালায় এবং দামি জিনিসপত্র নষ্ট করে। পুলিশ জানায়, কালীপুজোর রাতে দমদমের কমলাপুরের একটি মণ্ডপে তাস খেলা নিয়ে স্থানীয় বাসিন্দা সঞ্জয় সিংহের সঙ্গে রাজা সাহা নামে অন্য এক বাসিন্দার গোলমাল বাধে। সঞ্জয়ের অভিযোগ, মণ্ডপের পিছনে রাজা ও তাঁর বন্ধুরা জুয়া খেলছিলেন। তিনি প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক পেটানো হয়। রাজার দাদা পাল্টা অভিযোগ করে জানিয়েছেন, সঞ্জয় তাঁর ভাইয়ের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। সঞ্জয়ের বোন রূপার অভিযোগ, রাজার দাদা রাজু দলবল নিয়ে তাঁদের বাড়িতে এ দিন সকালে চড়াও হন। তাঁরা তাঁদের বড় ভাই সন্দীপের খোঁজ করেন। সন্দীপ কেন স্থানীয় কাউন্সিলরের কাছে তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তার কৈফিয়ত চান রাজু। অভিযোগ, সন্দীপকে বাড়িতে না পেয়ে ওই যুবক দলবল নিয়ে বাড়িতে যথেচ্ছ ভাঙচুর করে টেলিভিশন, খাওয়ার টেবিল ও অন্য আসবাব নষ্ট করেন এবং যাওয়ার আগে রূপার গলার হার ছিনিয়ে নেন। ব্যারাকপুর কমিশনারেটের অতিরিক্ত ডেপুটি কমিশনার বিশ্বজিৎ ঘোষ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
|
ভিড় বাসে পকেটমারির অভিযোগে দুই যুবককে ধরে বুধবার পুলিশের হাতে তুলে দিলেন বাসযাত্রীরা। ধৃতদের নাম মহম্মদ জাভেদ ও মহম্মদ শানু। পুলিশ জানায়, হাওড়া- বারাসতগামী এল-২৩৮ নম্বরের বাসটির যাত্রীদের অভিযোগ, লেকটাউন ছাড়াতেই ওই যুবকেরা পকেটমারি করতে যায়। লেকটাউন ট্রাফিক গার্ডের কর্মী রঞ্জিত কর ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে থানায় নিয়ে যান। যাত্রীদের অভিযোগ, লেকটাউন থেকে দমদম পার্কের মধ্যে বাসে পকেটমারি ও ছিনতাই হয়েই থাকে। পুলিশের অবশ্য দাবি, লেকটাউন ট্রাফিক গার্ডে সব সময়েই পুলিশ সজাগ থাকে। এলাকায় যথেষ্ট পুলিশি টহলও চলে।
|
ফাঁকা বাড়িতে তালা ভেঙে লুঠ হল লক্ষাধিক টাকার জিনিসপত্র। মঙ্গলবার, রিজেন্ট পার্ক এলাকায়। পুলিশ জানায়, গৃহকর্তা প্রদীপবাবু বাড়ি ফিরে দেখেন, সদর দরজার তালা ভাঙা। আলমারি ভেঙে চুরি গিয়েছে নগদ পনেরো হাজার টাকা-সহ কয়েক ভরি সোনার গয়না ও শাড়ি। দু’টি এসি, দু’টি টিভি, ডিভিডি, কম্পিউটার, মাইক্রোওয়েভ আভেনও উধাও। তদন্তকারীরা জানান, ঘর থেকে ওই রকম ভারী জিনিস কী ভাবে নিয়ে যাওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রদীপবাবু কয়েক জন সন্দেহভাজনের নাম জানিয়েছেন।
|
কলকাতা বন্দরে নোঙর করবে তিনটি যুদ্ধজাহাজ। সেনা সূত্রের খবর, বিশাখাপত্তনম থেকে ১৬ নভেম্বর খিদিরপুর বন্দরে এসে ভিড়বে ‘কুকরি’, ‘খঞ্জর’ এবং ‘মাগর’। ১৭ ও ১৮ নভেম্বর সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বন্দরের ৩এ গেট দিয়ে ঢুকে সেই জাহাজ তিনটিতে উঠে ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ। কুকরি ও খঞ্জর জাহাজের উপরে দূরপাল্লার আকাশে ও মাটিতে ছোঁড়ার মিসাইল ছাড়াও থাকবে ‘র্যাপিড ফায়ার গান’। একসঙ্গে ৫০০ বাহিনী এবং ২০টি ট্যাঙ্কের মতো বড় গাড়ি ধারণের ক্ষমতা রাখে মাগর। ‘খঞ্জর’ ও ‘মাগর’ নামের দু’টি জাহাজই তৈরি হয়েছে কলকাতায়।
|
রক্তাক্ত অবস্থায় বুধবার রাতে এক যুবককে ধর্মতলার ডোরিনা ক্রসিং থেকে উদ্ধার করল পুলিশ। আহত যুবক মহম্মদ কচি পেশায় ভ্যানচালক। তিনি মেডিক্যাল কলেজে ভর্তি। কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে খুনের চেষ্টা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। |