বিদ্যুৎ কেন্দ্রে বাড়তি কয়লা সরবরাহ কোল ইন্ডিয়া-র |
চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলিকে আগের বছের ওই সময়ের থেকে ১০.৪% বেশি কয়লা সরবরাহ করেছে কোল ইন্ডিয়া। এনটিপিসিকে করেছে ১৮.৫% বেশি। চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসের আর্থিক ফলাফল ঘোষণা করতে গিয়ে সম্প্রতি এই দাবি করেন কোল ইন্ডিয়ার সিএমডি নরসিংহ রাও। সার্বিক ভাবে চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে কোল ইন্ডিয়া-র উৎপাদন আগের বারের থেকে ৮.৫% বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৫৪ লক্ষ টন। চলতি আর্থিক বছরে কোল ইন্ডিয়া ৪৬ কোটি ৪১ লক্ষ টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। প্রথম ছ’মাসে কোল ইন্ডিয়ার বিক্রি বাবদ আয় হয়েছে ৪০ হাজার ১৩২ কোটি ৭২ লক্ষ টাকা। যা আগের বারের থেকে ১৫.২৭% বেশি। সংস্থাটির নিট মুনাফা আগের বারের থেকে ১২.০৩% বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৪৭ কোটি ৩৪ লক্ষ টাকা।
|
পদ্মার বদলে ইরাবতী। বাংলাদেশ রফতানি বন্ধ রেখেছে বলে এ বছর পদ্মার ইলিশ থেকে বঞ্চিত থেকেছে বাঙালি। সেই আফসোস মেটাতে আজ, বৃহস্পতিবার ভাইফোঁটার বাজারে থাকবে মায়ানমার থেকে আসা ইরাবতীর ইলিশ। নানা জটিলতায় কলকাতা বিমানবন্দরে কিছু দিন আটকে থাকার পরে বুধবার ছাড়পত্র পেয়েছে সে। রাজ্য মৎস্য দফতরের এক মুখপাত্র জানান, এ দিনই হাওড়ার পাইকারি বাজারে চলে গিয়েছে নতুন ইলিশ। খোলা বাজারে দাম পড়বে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি। প্রথম দফায় এসেছে ৫০০ কেজি। আসার কথা দু’হাজার মেট্রিক টন।
|