টাকা দিয়েও মেলেনা সুচিকিৎসা |
 |
নিজস্ব সংবাদদাতা, গোবরডাঙা: বহির্বিভাগে চিকিৎসককে দেখাতে হলে রোগীপ্রতি দিতে হয় ৫ টাকা। তবে তা অবশ্যই সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে দেখালে। অন্য সময় বহির্বিভাগে দেখানোর জন্য দিতে হয় ১০ টাকা। আর রোগী ভর্তির জন্য দিতে হয় তিরিশ টাকা। চিকিৎসা পরিষেবা বাবদ এই টাকা নেওয়া হলেও অভিযোগ, হাসপাতাল থেকে মেলে না বিনামূল্যে ওষুধপত্র। দেওয়া হয় না রোগীদের খাবার। দীর্ঘদিন ধরে এমনই অবস্থা চলে আসছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা গ্রামীণ হাসপাতালে। |
|
নিজস্ব সংবাদদাতা, নলহাটি: প্রশাসনিক উদাসীনতায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে-- এমনই অভিযোগ উঠল নলহাটি ২ ব্লকের ভদ্রপুর ১ গ্রাম পঞ্চায়েতের অধীনে আকালিপুর গ্রামে। স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিকদের মতে, চারদিন থেকে ওই গ্রামে ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন। যাঁদের মধ্যে তিনজন লোহাপুরে অবস্থিত নলহাটি ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। এ ছাড়া, তিনজন রামপুরহাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি ৮ জনের গ্রামে চিকিৎসা চলছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক ১৪ জন বললেও গ্রামবাসীদের মতে আক্রান্তের সংখ্যা ২৫ জন। |
আকালিপুরে ডায়েরিয়ার
প্রকোপ, আক্রান্ত ১৪ |
|
দোকানে কিনতে হচ্ছে
ওষুধ, ক্ষোভ অধিকর্তার |
নিজস্ব সংবাদদাতা, তমলুক: নামেই জেলা হাসপাতাল। পরিকাঠামোর অভাব সুস্পষ্ট চারিদিকে। তার উপরে বেসরকারি নার্সিংহোম ও ওষুধ দোকানের সঙ্গে একশ্রেণির চিকিৎসকদের অশুভ আঁতাতে বিপর্যস্ত স্বাস্থ্য পরিষেবা। সোমবার সকালে আচমকাই পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের সহ-স্বাস্থ্য অধিকর্তা জে এন চাকি। |
|
বদলি, হয়রানির আশঙ্কা ব্লাড ব্যাঙ্কে |
|
টুকরো খবর |
|
|