হাসপাতালে মারামারি
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
হাসপাতালের ঠিকাকর্মীদের সঙ্গে হাতাহাতি বাধল রোগীর পরিবারের লোকজনের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমা হাসপাতালে। শেখ মহম্মদ হানিফ নামে জখম এক জনের প্রাথমিক চিকিৎসা করানো হয় হাসপাতালেই। পুলিশ ডাকেন হাসপাতালের সুপার নির্মাল্য রায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। কোনও পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, আরামবাগের কড়ুইয়ের বাসিন্দা শেখ হাবিবুর রহমানকে গত শুক্রবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তাঁর ছেলে শেখ মহম্মদ হানিফ। হানিফের অভিযোগ, চিকিৎসকের নির্দেশ মতো ওষুধ কিনে হাসপাতালে ঢুকতে গেলে তাঁকে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। এই নিয়ে দু’পক্ষের গোলমাল, হাতাহাতি বেধে যায়।
|
মাদক সমীক্ষা
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
দেশ জুড়ে তরুণদের মধ্যে বাড়ছে মাদক সেবনের প্রবণতা। এই বিষয়টিকে খুঁটিয়ে দেখার জন্য কেন্দ্রীয় সরকার একটি সমীক্ষার পরিকল্পনা করেছে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন এই সমীক্ষাটি শুরু করবে ডিসেম্বর মাস থেকে। এই প্রসঙ্গে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, পঞ্জাব-মণিপুরের মতো রাজ্যগুলিতে মাদক সেবনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এই সমীক্ষা থেকে প্রকৃত তথ্য জানা যাবে। এই সমীক্ষাটি আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। বিষয়টি নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভারও আয়োজন করা হবে বিভিন্ন রাজ্যে।
|
চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিখরচায় ডায়াবেটিস পরীক্ষা শিবির আয়োজিত হল হরিপুর কোলিয়ারির চিকিৎসা কেন্দ্রে। ইসিএলের চিকিৎসক জেপি কানুজিয়া জানান, ১৬৬ জনের চিকিৎসা করা হয়েছে।
|
তামাকের বিপক্ষে
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
স্কুলের সামনে তামাকজাত দ্রব্য বিক্রির বিপক্ষেই রায় বহাল রাখল দিল্লি হাইকোর্ট। আইন লঙ্ঘনকারীর কুড়ি হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এক দল তামাক ব্যবসায়ী হাইকোর্টের আগের রায়ের বিপক্ষে আবেদন করেছিলেন, যা নাকচ করে দিয়েছে হাইকোর্ট। |
রোগীর চাপ কমাতে বরাহনগরে সিঁথির মোড়ে একটি চোখের হাসপাতাল চালু হল। ব্যারাকপুর, শ্যাওড়াফুলি ও দুর্গাপুরের পরে ‘দিশা’র এটি চতুর্থ শাখা। শনিবার এর উদ্বোধন করেন বরাহনগর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ। ছিলেন দিশার কর্ণধার দেবাশিস ভট্টাচার্য। দেবাশিসবাবু জানান, আজ, সোমবার থেকেই রোগীরা এখানে চিকিৎসা করাতে পারবেন। ভবিষ্যতে বাগুইআটি, বেহালা ও রাজারহাটেও চোখের হাসপাতাল গড়ার পরিকল্পনা আছে বলে জানান দেবাশিসবাবু।
|
এইমসের ধাঁচে হাসপাতাল নিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি বিতর্ক বাড়াচ্ছেন বলে অভিযোগ করলেন তৃণমূল সভাপতি অমল আচার্য। রবিবার রায়গঞ্জের হাসপাতাল রোড এলাকায় উত্তর-দিনাজপুর জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত কর্মিসভায় যোগ দেন অমলবাবু। |