রাজ্যের ১৬টি জেলার ১০০ জন দৃষ্টিহীন দাবাড়ুকে নিয়ে দু’দিন ধরে নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল ‘অল বেঙ্গল চেস টুর্নামেন্ট ২০১২’। ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড পরিচালানায় ও নদিয়া জেলা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনি ও রবিবার সারাদিন ধরে মোট ৮টি বিভাগে ভাগ করে এই প্রতিযোগিতা চলে। প্রতিটি বিভাগের প্রথম স্থানাধিকারীকে পুরষ্কৃত করা হয়। প্রতিযোগিতার শেষ দিনে উপস্থিত ছিলেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফক দ্য ব্লাইন্ড-এর সম্পাদক শ্রীমতী কাঞ্চন গাবা। তিনি বলেন, “রাজ্য দাবা প্রতিযোগিতায় সফল ১৫ জন দাবাড়ু চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ভবিষ্যতে নবদ্বীপে আরও বড় দাবা প্রতিযোগিতার আসর বসবে।” জেলা দাবা সংস্থার সম্পাদক তুষার বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যস্তরে তো বটেই জাতীয় স্তরেও নবদ্বীপের একঝাঁক ছেলেমেয়ে খেলছে।” এ বারের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সুরজিৎ রায়। দ্বিতীয় হয়েছেন নরেশ প্রামাণিক। তৃতীয় স্থান অধিকার করেছেন শঙ্কর চক্রবর্তী। শেষ্ঠ মহিলা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কবিতা সামন্ত। শেষ্ঠ শিশু দাবাড়ুর শিরোপা জিতেছে মেঘা সামন্ত।
|
পলাশি থেকে জিয়াগঞ্জ পর্যন্ত ডবল লাইন প্রকল্পের শিলান্যাস করে রবিবার ওই কাজ শুরু করালেন রেলপ্রতিমন্ত্রী অধীর চৌধুরী। অনুষ্ঠানে অধীর বলেন, নসিপুর-আজিমগঞ্জ সেতু নির্মাণের কাজ রেল দফতর শেষ করলেও জমি-জটিলতায় তা চালু হচ্ছে না। সেই জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের ব্যাপারে রাজ্যকে উদ্যোগী হওয়ার অনুরোধ করেন অধীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিনগরের কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরও। তবে আমন্ত্রণ সত্ত্বেও উপস্থিত ছিলেন না স্থানীয় সাংসদ তৃণমূলের তাপস পাল। তিনি বলেন, “রেল আমন্ত্রণ জানিয়েছিল। ঝাড়খণ্ডে থাকায় অনুষ্ঠানে যেতে পারিনি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।”
|
প্রহরীহীন রেল গেটে শিয়ালদহগামী হলদিবাড়ি এক্সপ্রেস একটি মোটর ভ্যানকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভ্যান চালকের। নাম মাসুম শেখ (১৮)। রবিবার বিকেলে ধুলিয়ান গঙ্গা স্টেশনের কাছের ঘটনা। ট্রেনটি সাধারণত ফরাক্কা-রামপুরহাট-বর্ধমান লাইনে চলে। এ দিন বিশেষ কারণে ট্রেনটিকে আজিমগঞ্জ রেলপথ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। |