হাতির হানায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
হাতির হানায় মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানিয়েছে, মৃতার নাম উষা মাহাতো (৫৪)। বাড়ি মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পাতা তুলতে চাঁদড়ার মেটাল জঙ্গলে গিয়েছিলেন তিনি। সেই সময়ই একটি রেসিডেন্সিয়াল হাতি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে মারে। ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা।
|
ফের উদ্ধার খড়্গহীন দেহ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের চোরাশিকারিদের হাতে মারা পড়ল একটি গন্ডার। ঘটনাস্থল কার্বি আংলং-এর তারাপুং এলাকা। গত এক মাসের মধ্যে পূর্ব কার্বি আংলং-এ এটি তৃতীয় চোরাশিকারের ঘটনা। পুলিশ জানায়, আজ বিকেলে পুরুষ গন্ডারটির খড়্গহীন দেহ উদ্ধার হয়। এই বছর এই নিয়ে ২২ টি গন্ডার চোরাশিকারিদের হাতে প্রাণ হারাল।
|
শব্দবাজি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
১৫ পেটি শব্দবাজি উদ্ধার করল পুলিশ। রবিবার রেজিনগর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর থেকে এই বাজিগুলি উদ্ধার হয়। একটি ছোট লরিতে বাজিগুলিকে কলকাতা থেকে বহরমপুর নিয়ে যাওয়া হচ্ছিল।
|
দুষ্প্রাপ্য অর্কিডের সংগ্রহ |
বছর দুই বন্ধ বক্সা ব্যাঘ্র প্রকল্পের অর্কিডের সংগ্রহশালা। সেখানে ঢোকার অনুমতি পাচ্ছেন না পর্যটকেরা। পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে ৯৪ রকম দুষ্প্রাপ্য অর্কিডের সংগ্রহ। ঘটনার কথা জানেন না বনমন্ত্রী হিতেন বর্মনও। মন্ত্রী বলেন, “কেন অর্কিডের সংগ্রহশালাটি বন্ধ তা না জেনে মন্তব্য করব না।” বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর বিজয়কুমার সালিমাথ জানান, প্রাথমিক ভাবে সেন্টার ফের চালু করতে দু’লক্ষ টাকার প্রয়োজন। তা পেলে ডিসেম্বর নাগাদ সেন্টারটি পর্যটকদের জন্য খুলে দেওয়া যাবে। |