বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন দুই তরুণ-তরুণী। শনিবার সন্ধ্যায়, দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন গঙ্গার ঘাটে। পুলিশ জানায়, গাইঘাটার বাসিন্দা ওই দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ, বাড়িতে অশান্তি হওয়ায় শনিবার তাঁরা পালিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে যান। সেখানে কিছু ক্ষণ কাটিয়ে গঙ্গার ঘাটে গিয়ে বসেন। এর পরে দু’জনেই বিষ খান। স্থানীয় বাসিন্দারাই ওই তরুণ তরুণীকে হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় তাঁদের বাড়ির লোককে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত ওই তরুণ-তরুণী সুস্থ। রবিবার সকালে পরিবারের লোকেরা তাঁদের বাড়ি নিয়ে যান।
|
ত্রিফলার তদন্ত নিয়ে প্রশ্ন দীপার |
ত্রিফলা বাতি নিয়ে রাজ্য সরকারের তদন্তের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তুললেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। ওই বাতি লাগাতে সম্প্রতি কয়েক জন ঠিকাদার বকেয়া চেক পেয়েছেন বলে তপসিয়ায় এক অনুষ্ঠানে দীপা দাবি করেন। তিনি বলেন, “এই নিয়ে তথ্যের অধিকার আইনে (আরটিআই) আবেদন করা হয়েছিল। দিন তিনেক আগে তার জবাব এসেছে। এর জন্য কলকাতা পুরসভার কোন দফতর থেকে কত টাকা খরচ করা হয়েছে, কারা টাকা খরচের নির্দেশ দেয় তার স্পষ্ট জবাব নেই।” তাঁর বক্তব্য, “ঠিকাদাররা যখন টাকা পাচ্ছেন, তখন ওই খাতে খরচ একটা কিছু হয়েইছে। অথচ পুরসভা নাকি কিছুই জানে না! আরটিআইয়ে পুরসভার জবাব সাজানো বলেই মনে হচ্ছে!”
|
চাহিদা মতো চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, হুমকির অভিযোগ উঠল তিলজলার সি এন রায় রোডের একটি কালীপুজো কমিটির বিরুদ্ধে। অভিযোগ, তারা পিকনিক গার্ডেনের ব্যবসায়ীদের একটি সংগঠনের কাছে ৫০০০ টাকা দাবি করেন। সম্পাদক গোবিন্দ দে টাকা না দিলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
|
শিয়ালদহ স্টেশন থেকে মাদক-সহ এক যুবতীকে গ্রেফতার করেছে রেল পুলিশ। এ দিন সন্ধ্যায় শ্যামলী সর্দার নামে ওই যুবতীর কাছ থেকে হাজার দশেক টাকার মাদক উদ্ধার হয়েছে বলে জানান তদন্তকারী অফিসারারা। ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারিশরিফ এলাকায়।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার, মহাত্মা গাঁধী রোডে। মৃতের নাম নরেশ মিন্দা (৪৫)। চালক-সহ বাসটিকে আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিশ।
|
ছুটির দিনে আগুন লাগল রাধাবাজারের একটি ঘড়ির দোকানে। রবিবার দুপুরে দমকলের পাঁচটি ইঞ্জিন আধ ঘণ্টায় আগুন নেভায়। দমকল জানায়, শর্ট সার্কিট থেকেই আগুন। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। |