অনুৎপাদক সম্পদ বৃদ্ধির ধাক্কায় নিট মুনাফা কমল ইউকো ব্যাঙ্কের। চলতি ২০১২-’১৩ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিক জুলাই- সেপ্টেম্বরে ব্যাঙ্কের নিট মুনাফা আগের বারের থেকে প্রায় ৫৫% কমে হয়েছে ১০৩ কোটি টাকা। যা আগের বছরের ওই সময়ের থেকে ১২৮ কোটি টাকা কম। প্রথম ত্রৈমাসিকে ইউকো ব্যাঙ্ক অবশ্য নিট মুনাফা করেছিল ৩৬০ কোটি টাকা। যা ছিল একটি রেকর্ড। তা হলে দ্বিতীয় ত্রৈমাসিকে মুনাফা কমার কারণ কী? এর ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাঙ্কের সিএমডি অরুণ কল বলেন, “দ্বিতীয় ত্রৈমাসিকে আচমকা অনুৎপাদক সম্পদ বা অনাদায়ী ঋণ অনেকটা বেড়ে যাওয়ায় সুদ বাবদ আয় কমে যায়। এর ফলেই কমেছে নিট মুনাফা। তবে অনুৎপাদক সম্পদ উদ্ধারের উপর আমরা বিশেষ জোর দেওয়ার পরিকল্পনা করেছি।” দ্বিতীয় ত্রৈমাসিকে এক ধাক্কায় ১৫০০ কোটি টাকার নতুন অনুৎপাদক সম্পদ তৈরি হয়েছে। কল জানান, “এর মধ্যে একটি সংস্থার অনুৎপাদক সম্পদই ৮২০ কোটি টাকা।” সংস্থাটির নাম জানাতে অবশ্য অস্বীকার করেন তিনি। অনুৎপাদক সম্পদ খাতেই চলতি আর্থিক বছরের প্রথম ৬ মাসে তাঁরা ৬৩৯ কোটি টাকা আর্থিক সংস্থান করেছেন বলে জানান এগ্জিকিউটিভ ডিরেক্টর এন আর বদ্রীনারায়ণ। গত সেপ্টেম্বর মাস পর্যন্ত ইউকো ব্যাঙ্ক মোট যা ঋণ দিয়েছে, তার ৪.৮৮ শতাংশ অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে। আর্থিক সংস্থানের পর ওই হার দাঁড়িয়েছে ২.৯৪ শতাংশ।
|
রবিবার ধনতেরাস উপলক্ষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ১৩৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে গোল্ড ইটিএফ-এ। এই ফান্ডে দৈনিক লেনদেনের বিচারে এখনও পর্যন্ত এটাই সর্বোচ্চ। এ দিন সকাল ১১টা থেকে দুপুর ৩.৩০ পর্যন্ত চলে এই বিশেষ লেনদেন। লগ্নিকারীদের ধনতেরাসের দিন এই খাতে বিনিয়োগের বিশেষ সুযোগ দিতেই এই আয়োজন করা হয়। কারণ, এই দিনটিকে শুভ মনে করে সোনা কেনার প্রথা রয়েছে। বস্তুত, গত বছর ধনতেরাসেও ৬৩৬ কোটি টাকা মূল্যের রেকর্ড লেনদেন হয়েছিল। এ বার যা ১১০% বেড়ে গড়ল নয়া রেকর্ড। শেয়ার বাজার সূত্রে খবর, এ দিন ৪৪৪১ কেজির গোল্ড ইটিএফ ইউনিট (এক গ্রাম সোনা নিয়ে হয় এক ইউনিট ইটিএফ) বিক্রি হয়েছে। যা আগের বছরের থেকে ৮১% বেশি। এ দিন লগ্নিকারীর মোট সংখ্যা ছিল ৭০,৪৪০। ধনতেরাস উপলক্ষে রবিবার বিশেষ লেনদেন চলেছে বম্বে স্টক এক্সচেঞ্জেও।
|
টুজি স্পেকট্রাম বণ্টনের জন্য নতুন করে নিলাম শুরু হচ্ছে আগামী কাল। গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ১২২টি টেলিকম লাইসেন্স বাতিল করায়, এই নিলাম জরুরি হয়ে পড়েছে। টেলিকম মন্ত্রী কপিল সিব্বল জানান, সকাল ৯টার সময়ে ওই নিলাম শুরু হওয়ার কথা। যে-সব সংস্থার লাইসেন্স বাতিল হয়েছে, তার মধ্যে আছে: ইউনিনর (২২টি লাইসেন্স), লুপ (২১), সিস্টেমা শ্যাম (২১), আইডিয়া ও স্পাইস (১৩), ভিডিওকন (২১), এতিসালাত, এস টেল, টাটা টেলি এবং সিডিএমএ লাইসেন্স।
|
এ দিদার সিংহ বণিকসভা ফিকির নয়া সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। |