সরকারি মদতেই হামলা, সাক্ষ্য চর প্রধানের
সংবাদসংস্থা • ঢাকা |
শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলার পরে আততায়ীদের না ধরার জন্য খালেদা জিয়া সরকারের উর্ধ্বতন মহল থেকে গুপ্তচর দফতরকে নির্দেশ দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রধান গুপ্তচর সংস্থা ডিজিএফআই (ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইনটেলিজেন্স)-র তৎকালীন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাদিক হোসেন রুমি ঢাকার একটি আদালতে সাক্ষ্য দিয়ে এ কথা জানিয়েছেন। ২০০৪-এর ২১ অগস্ট তৎকালীন বিরোধী নেত্রী হাসিনার সভায় ছোড়া ১৩টি গ্রেনেড বিস্ফোরণে ২৪ জন মারা যান। অল্পের জন্য প্রাণে বাঁচলেও চিরকালের জন্য শ্রবণশক্তি হারান হাসিনা। পরে তদারকি সরকারের আমলে হুজি নেতা মুফতি হান্নানকে গ্রেফতার করে মামলা শুরু হয়। রুমি আগেই সাক্ষ্য দিয়ে জানিয়েছিলেন, হুজি নেতা হান্নান ও তাজউদ্দিনের সঙ্গে সাবেক সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান হামলার মাথা ছিলেন।
|
দু’ঘন্টা লিফ্টে আটকে ছিলেন ছয় অতিথি। এই ঘটনার ১৮ বছর পর মুম্বইয়ের হোটেলটিকে ওই ছ’জনকে মাথাপিছু দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা আদালত। |