কবি আলামা ইকবাল, স্যার আবুল কালাম আজাদ এবং স্যার সৈয়দ আহমেদের জন্ম মাস উপলক্ষে একটি আলোচনা চক্র আয়োজিত হল আসানসোল পুরসভার উদ্যোগে। উপস্থিত ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল সামদানি ও অধ্যাপক মহিবুল আহমেদ। শাকিল আহমেদ বলেন, “সাড়ে চার বছর আগে এ রাজ্যের মুর্শিদাবাদ, বিহারের কিষাণগঞ্জ এবং দক্ষিণ ভারতের মাদাকুরামে আলিগড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ার কাজ শুরু হয়েছে। এখনও তা শেষ হয়নি।” এ দিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই কাজ ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানান। এছাড়াও উর্দু শিক্ষার প্রসারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলেও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সোহরাব আলি, পুরসভার মেয়র পারিষদ রবিউল ইসলাম প্রমুখ। পুরসভার তরফে বক্তব্য রাখেন রবিউল ইসলাম। সন্ধ্যায় ছিল উর্দু কবি সম্মেলন।
|
বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হল জামুড়িয়া ১ ও ২ ব্লকে। জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনে আয়োজিত ওই সভায় রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক বলেন, “পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একজোট হতে হবে। ২০০৯ সালের লোকসভা ভোটের পর যাঁরা দলে যোগ দিয়েছেন, তাঁদের চিহ্নিত করতে হবে। সন্ত্রাসের শিকার হয়ে যে দলীয় কর্মী-সদস্যেরা জেল খেটেছেন, তাঁদের সম্মান করতে হবে। কয়লা ও লোহা পাচারে কোনও কর্মী ও নেতা যুক্ত থাকার প্রমাণ পেলে সমর্থকদের দলের উচ্চ নেতৃত্বকে সরাসরি জানাতে বলেছি।” শনিবার সকালে জামুড়িয়ায় একটি স্পঞ্জ আয়রন কারখানার এক কর্মীর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মীরা যে ঘটনা ঘটিয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারেও দলীয় সদস্যদের সচেতন করেন তিনি।
|
কবি আলামা ইকবাল, স্যার আবুল কালাম আজাদ এবং স্যার সৈয়দ আহমেদের জন্ম মাস উপলক্ষে একটি আলোচনাচক্র হল আসানসোল পুরসভার উদ্যোগে। উপস্থিত ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাকিল সামদানি ও অধ্যাপক মহিবুল আহমেদ, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সোহরাব আলি, পুরসভার মেয়র পারিষদ রবিউল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় ছিল উর্দু কবি সম্মেলন।
|
চিত্তরঞ্জনের শ্রীলতা প্রেক্ষাগৃহে রবিবার শেষ হল একটি আলোকচিত্র প্রদর্শনী। ছ’জন আলোকচিত্র শিল্পীর বাছাই করা প্রায় ৫০টি চিত্র এই প্রদর্শনীতে জায়গা পায়। |