টুকরো খবর
ছাই ৪টি দোকান
ফালাকাটায় অগ্নিকাণ্ড। শনিবার সন্ধ্যায় রাজকুমার মোদকের তোলা ছবি।
মোমোর দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ৪টি দোকান ছাই হয়ে গেল। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ফালাকাটার পুরনো চৌপথীতে। স্থানীয় বাসিন্দারা জল নিয়ে আগুন নেভানোর কাজে নামেন। আধ ঘণ্টার মধ্যে আগুন ছড়িয়ে যায়। ধূপগুড়ি দমকল কেন্দ্র থেকে ইঞ্জিন পৌঁছনোর আগে সশস্ত্র সুরক্ষা বল (এস এস বি)-র ১৭ নম্বর ব্যাটেলিয়নের ২৫০ জন জওয়ান ঘটনাস্থলে যান। তাঁরা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “আগুন নেভানোর ইঞ্জিন ছাড়া এসএসবি যে ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন তা প্রশংসনীয়।” প্রায় ৬ মাস আগে ফালাকাটায় দমকল কেন্দ্রের ঘর তৈরি হলেও আজও তা কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।

তৃণমূলের কনভেনশন
দলের কারও নাম অসামাজিক কাজে জড়িয়ে পড়লে কঠোর শাস্তি দেওয়া হবে বলে নেতা-কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। শনিবার কোচবিহার শহরের রবীন্দ্র ভবনে দলের কর্মী কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা জানান। সুব্রতবাবু বলেন, “আপনারা কেউ অসামাজিক কাজের ছায়ায় থাকবেন না। কেউ সেরকম করলে পরে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে ছোট্ট বিবৃতি দিয়ে কিন্তু পার পাবেন না। আপনি নিজেই ফেঁসে থাকবেন। দলের তরফে কঠোর শাস্তি হবে।” রাজনৈতিক মহলের একাংশের ধারণা, দলের নেতা কর্মীদের একাংশ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছেন বলে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ পৌঁছনোর জন্যই রাজ্য সভাপতি পঞ্চায়েত নির্বাচনের মুখে দলের স্বচ্ছতা বজায় রাখতে ওই বার্তা দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে দলের জেলা নেতাদের বিরোধ ভুলে একজোট হওয়ার পরামর্শও দিয়েছেন সুব্রতবাবু। কনভেনশনে যুযুধান রবীন্দ্রনাথ ঘোষ, মিহির গোস্বামী, হিতেন বর্মন, প্রসেনজিৎ বর্মন, ভূষণ সিংহের মত দলের সমস্ত শিবিরের নেতারাই উপস্থিত ছিলেন। কনভেনশন উপলক্ষে বনমন্ত্রীর জেলাতে শাসক দলের বেশ কিছু পতাকা গাছে পেরেক পুঁতে লাগানোর অভিযোগ ঘিরেও পরিবেশ প্রেমীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বনমন্ত্রী হিতেন বর্মন অবশ্য বলেন, “এরকম হওয়ার কথা নয়। সচেতনতার খামতির জন্য নেতৃত্ব কে না জানিয়ে কর্মীদের কেউ গাছে পেরেক দিয়ে পতাকা লাগিয়ে থাকতে পারেন। এরকম হয়ে থাকলে ফের যাতে এমন না হয় তা দেখা হবে।”

ভাড়া চালুর দাবি
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী মঙ্গলবারের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় বর্ধিত বাস ভাড়া কার্যকর করা হবে। শনিবার দুপুরে রায়গঞ্জের কর্ণজোড়ায় দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠকের পর এ কথা জানান জেলা আঞ্চলিক পরিবহণ আধিকারিক তপন মল্লিক। গত ৩১ অক্টোবর পরিবহণ দফতর রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি বাস এবং ট্যাক্সি ভাড়া বাড়ানোর সরকারি বিজ্ঞপ্তি জারি করে। গত ১ নভেম্বর থেকে বর্ধিত ভাড়া কার্যকর হওয়ার কথা। এক সপ্তাহ পেরিয়ে গেলেও তা কার্যকর না হওয়ায় সম্প্রতি আন্দোলনে নামেন জেলার বেসরকারি বাস মালিকেরা। তপনবাবু বলেন, “বর্ধিত ভাড়ার তালিকা তৈরি করে তা অনুমোদন করার প্রক্রিয়া প্রায় শেষের পথে। মঙ্গলবারের মধ্যে বর্ধিত বাস ভাড়া কার্যকর হয়ে যাবে।”

বধূহত্যা, ধৃত ২
নির্যাতনের মামলা না তোলায় বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে স্বামী এবং ভাইপোকে পুলিশ গ্রেফতার করেছে। মালদহের রতুয়ার কুতুবগঞ্জ ভাটিটোলা এলাকায় গা ঢাকা দিয়ে থাকার পর শুক্রবার গভীর রাতে তাঁদের ধরা হয়। পুলিশ জানায়, ধৃতেরা হল স্বামী শুকু শেখ ও ভাইপো শেখ বাবলু। গত শনিবার রাতে ওই খুনের ঘটনাটি ঘটে। কালিন্দ্রী নদীর ধার থেকে গত রবিবার সকালে উদ্ধার হয় রুবি বিবির(৩৫) দেহ। স্বামী শুকু শেখের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিলেন রুবি বিবি। মামলা তুলতে রাজি না হওয়ায় তাঁকে স্বামী এবং শ্বশুরবাড়ির লোক খুন করে বলে অভিযোগ।

বেহাল বিএসএনএল
দক্ষিণ দিনাজপুরে শনিবার বিএসএনএলের সমস্ত পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। ভোর ৪টে থেকে বিকেল ৩টে পর্যন্ত প্রায় ১১ ঘন্টা ধরে মোবাইল, ল্যান্ড, ইন্টারনেট, ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ ছিল। ফলে গ্রাহকেরা নাকাল হন। সম্পূণর্র্ স্তব্ধ হয়ে যায় ব্যাঙ্কের লেনদেন। ইন্টারনেট লিঙ্ক না থাকায় গ্রাহকেরা টাকা তুলতে পারেননি। বিএসএনএল সূত্রের খবর, উত্তর দিনাজপুরের বাঘনে কেবল কেটে যাওয়ায় এই সমস্যা। গ্রাহকদের অভিযোগ, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বালুরঘাটে কখনও বিএসএনএলের সুষ্ঠু পরিষেবা মেলে না।

গাঁজা উদ্ধার, ধৃত ৩
একটি ছোট গাড়িতে করে গাঁজা পাচারের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা দফতর। ঘটনাটি শনিবার সকালে শিলিগুড়ি কমিশনারেটের জলপাই মোড়ের। গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, বাবুল মজুমদার, মিঠুন মজুমদার এবং গোরে ছেত্রী। প্রথম দু’জন সম্পর্কে বাবা-ছেলে। তাদের বাড়ি গুয়াহাটিতে। গোরের বাড়ি অসমের গোলাহাটিতে। গাড়ি থেকে ৪৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা আটক করা হয়।

মূর্তি উন্মোচন
স্বামী বিবেকানন্দের পুর্ণাবয়ব মূর্তি বসাল পুরসভা। শনিবার মঙ্গলপুর মোড়ে এক অনুষ্ঠানে স্বামীজির মূর্তির আবরণ উন্মোচন করেন মালদহ রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক স্বামী পরাশরানন্দ।

হেনস্থার অভিযোগ
বিএসএফের একদল জওয়ানের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানকে হেনস্থার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। শনিবার সকাল থেকে প্রায় দু’ঘন্টা মাথাভাঙা থানার অশোকবাড়ি এলাকায় অবরোধ চলে। ফলে মাথাভাঙা-ময়নাগুড়ি রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

রেললাইনে বিস্ফোরক
গ্রেনেড লেখা তার জড়ানো ছোট বলের মতো একটি বস্তু উদ্ধার হয়েছে ময়নাগুড়িতে। শনিবার দুপুরে ময়নাগুড়ির নিউ দোমহনি ষ্টেশনে লাইন পরীক্ষার সময় রেলকর্মীরা ওই বস্তু পড়ে থাকতে দেখেন। সেটি তুলে ষ্টেশনের বাইরে ফেলে দেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.