টুকরো খবর |
বৃদ্ধ দম্পতিকে বেঁধে রেখে লুঠ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে সস্ত্রীক বৃদ্ধ গৃহকর্তাকে বেঁধে রেখে বেশ কয়েক হাজার টাকা ও সোনার গয়না লুঠ করে গেল সশস্ত্র কয়েক জন দুষ্কৃতী। শুক্রবার গভীর রাতে সোনারপুর থানার গ্রিন পার্কে ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ষাটোর্ধ্ব সুশীল দে এবং তাঁর স্ত্রী গীতাদেবী গ্রিন পার্কের একটি বাড়ির দোতলায় থাকেন। এক তলায় থাকেন তাঁদের মেয়ে, জামাই ও নাতি-নাতনিরা। পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকায় মেয়ে-জামাইরা পুরী বেড়াতে গিয়েছেন। সুশীলবাবু পুলিশকে জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে অচেনা কয়েক জন যুবকের কথাবার্তায় তাঁর ঘুম ভেঙে যায়। গীতাদেবীও বিছানা থেকে ধড়মড়িয়ে উঠে পড়েন। ওই যুবকেরাই ঘরের আলো জ্বালায়। তিনি দেখেন চার জন ঘরের ভিতর দাঁড়িয়ে রয়েছে। তাদের কয়েক জনের হাতে ভোজালির মতো অস্ত্র। সুশীলবাবুর অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে ও তাঁর স্ত্রীকে দড়ি দিয়ে খাটের পায়ায় বেঁধে আলমারির চাবি চায়। প্রাণের ভয়ে তিনি চাবির হদিশ দেন। দুষ্কৃতীরা আলমারি খুলে টাকা-গয়না লুঠ করে। যাওয়ার আগে তারা সুশীলবাবুর মোবাইল ফোনটিও কেড়ে নেয়। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরে ভোরে কোনও মতে দড়ির বাঁধন খোলেন বৃদ্ধ দম্পতি। পাড়ার লোকজনকে ডাকেন। তাঁরাই পুলিশে খবর দেন। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “দুষ্কৃতীরা নিজেদের মধ্যে বাংলা ও হিন্দিতে কথা বলছিল বলে সুশীলবাবু জানিয়েছেন। পুলিশও কয়েক জনকে চিহ্নিত করতে পেরেছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।”
|
ঠাকুমা খুনে নাতি ধৃত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঠাকুমাকে খুনের অভিযোগে পুলিশ নাতিকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকার দক্ষিণ বাওয়ালিতে শনিবার সকালে ভয়ঙ্করী দে (৬৫) নামে ওই বৃদ্ধাকে তাঁর নাতি সিদ্ধার্থ ছুরি দিয়ে গলা কেটে খুন করেন বলে অভিযোগ। পুলিশ জানায়, বিবাহিত ওই যুবক স্থানীয় এক জুট মিলে কাজ করতেন। তাঁর দেড় বছরের এক ছেলে রয়েছে। বছর দু’য়েক আগে জুট মিল বন্ধ হয়ে যায়। তার পর থেকে তাঁর মানসিক ভারসাম্য ঠিক ছিল না। তাঁর স্ত্রী শুক্রবার ছেলেকে নিয়ে বাপের বাড়ি গিয়েছেন। এ দিন সকালে ঠাকুমার সঙ্গে সিদ্ধার্থর কথা কাটাকাটি হয়। মা রেবাদেবীকে হঠাৎ তিনি একটি ঘরে আটকে রাখেন এবং ঠাকুমার ওপর চড়াও হন। বৃদ্ধাকে ছুরি মারার পরে ওই যুবক বাড়ি থেকে পালিয়ে যান। পাড়ার লোক পুলিশে খবর দেয় এবং রেবাদেবীকে উদ্ধার করে। পুলিশ এ দিন বেলা দু’টো নাগাদ ওই যুবককে এলাকা থেকে গ্রেফতার করে।
|
শ্যালকের স্ত্রী-কে বিষ নাড়ু, গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
রিভলভারের ভয় দেখিয়ে শ্যালকের স্ত্রী-কে বিষনাড়ু খাইয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। পুলিশ জানায়, ধৃত পরেশ মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার সাহেবখালি গ্রামে। পরেশের শ্যালকের স্ত্রী রাখি মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। হিঙ্গলগঞ্জ থানার ওসি পার্থ সিকদার বলেন, “নাড়ুর সাথে বিষ মিশিয়ে খুনের চেষ্টার অভিযোগ পেয়ে পরেশ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। রিভলভারটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দু’য়েক আগে মধ্যমগ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় পরেশের। পরেশ ঘরজামাই ছিল। পুলিশ সূত্রের দাবি, সেই সময় শ্বশুরবাড়ির তরফের এক আত্মীয়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ায় সে।
|
মৌসমের স্মারকলিপি পুলিশ কমিশনারকে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে এই অভিযোগে ও তার প্রতিবাদে শনিবার বিকালে ব্যারাকপুরের পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিলেন কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর। তার আগে ব্যারাকপুর চিড়িয়ামোড়ে কমিশনারের কার্যালয়ের সামনে তিনি পথসভাও করেন। মৌসমের অভিযোগ, পুলিশ কমিশনারেট গঠিত হওয়ার পরে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার আরও অবনতি হয়েছে।
|
ছিনতাই-কাণ্ডে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সোনারপুরে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বারুইপুরের এক যুবককে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠী শনিবার জানান, ধৃতের নাম দেবাশিস মণ্ডল (২৭)। তার বাড়ি বারুইপুরের মদারহাটে। বৃহস্পতিবার সোনারপুরের প্রতাপনগরে ছিনতাইবাজদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ঝর্না নস্কর নামে এক মহিলা। তিনি কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
|
বালিতে সুনীল-স্মরণ
নিজস্ব সংবাদদাতা • বালি |
সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মরণসভা হল বালি সাধারণ গ্রন্থাগারে। শনিবার সন্ধ্যায় ওই সভায় কবিতা, গান, আলোচনার মাধ্যমে স্মরণ করা হয় সুনীলকে। উপস্থিত ছিলেন সাহিত্যিক সুনন্দা শিকদারও। উদ্যোক্তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায়ের সমস্ত বইয়ের তালিকা নিয়ে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়।
|
বিয়েতে বোমা
সংবাদসংস্থা • জগদ্দল |
বিয়েবাড়িতে বোমার ঘায়ে জখম হলেন তিন নিমন্ত্রিত। শুক্রবার রাতে জগদ্দল থানার কাঁকিনাড়ায় এই কাণ্ড ঘটে। পুলিশের অনুমান, দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষের জেরেই এই ঘটনা।
|
দুর্ঘটনায় মৃত্যু |
রাস্তা পেরনোর সময়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলি জেলার খানাকুলের অরুন্ডায়। পুলিশ জানায়, মৃতার নাম ফেলুবালা বৌরি (৭৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
|
অস্ত্র উদ্ধার |
বিশেষ অভিযান চালিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের ‘স্পেশাল অপারেশন গ্রুপ’ শুক্রবার বাসন্তীর চড়াবিদ্যা থেকে ৯টি পাইপগান উদ্ধার করে। গ্রেফতার হয় ২ জন। কেএলসি থানা এলাকা থেকে দু’টি পাইপগান উদ্ধার হয়। ধৃত এক জন। |
|