একটা গ্রহ আবিষ্কার হয়েছে, তার আবহাওয়া নাকি হুবহু পৃথিবীর মতো। বিজ্ঞানীদের সন্দেহ, ওখানে প্রাণ আছে। কিন্তু থাকলে লাভটা কী? যদি সেই প্রাণীরা আমাদের চেয়ে বুদ্ধিমান হয়, হীনম্মন্যতায় মরব। যদি বুদ্ধু হয়, আমাদের রাজ্য-দখল প্রবৃত্তির কুৎসিত নখ সুলসুল। আর যদি একদম আমাদের মতোই হয়? মুহূর্তে বিয়ে-থা শুরু। ভিন জাতে বিয়ে নিয়েই হুলুস্থুলু, ভিন গ্রহে বিয়ে তো খাপ পঞ্চায়েত লাফিয়ে ফুঁড়বে। সুখে থাকতে বিজ্ঞানীদের কেন টেলিস্কোপে কিলোয়? |