জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে গেলে কতটা
শৃঙ্খলাবোধ থাকা দরকার, তা খুব অল্প সময়ে
জেনে গেলাম যেন। বুঝলাম শুধু অভিনয় করাই
যথেষ্ট নয়। দরকার পড়াশোনা করা। দেশকে
জানা, দর্শককে জানা, মাটিকে জানা। |
কী করে প্রাণশক্তিকে জিইয়ে রাখতে হয়, ওঁকে
দেখে নতুন করে জানলাম। জীবনে বড় হতে
গেলে কতটা শান্ত আর সমাহিত হওয়া
দরকার, দেখলাম। উনি যখন বসেছিলেন
উৎসবের
মঞ্চে, সেটাই লক্ষ করছিলাম। |
একই মঞ্চে ওঁর পাশে যে দাঁড়াতে পেরেছি,
তাতে আমি সম্মানিত। গর্বিত। এমন সুযোগ
বারবার আসার নয়। কখন, কোন ক্ষেত্রে
দাঁড়িয়ে, কী ভাবে কথা বলতে হয় সেটা
অমিতাভ বচ্চনকে দেখে শেখার মতো। |