নারী পাচারকারী সন্দেহে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
নারী পাচারকারী সন্দেহে বালিয়া থেকে আসা দু’জনকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। শনিবার দুপুর দেড়টা নাগাদ ওই থানা এলাকার মহেশপুর গ্রামের ঘটনা। ধৃতদের নাম শক্তি মনসুরি ও মহেশ্বর কিসকু। তাঁরা বালিয়ার সাথী থানার বাহাবাটা ও শশীনাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা নারী পাচারকারী সন্দেহে ওই দু’জনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানায়, ধৃতদের একজনের কাছ থেকে একটি দেশি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী পাচারের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে গ্রামেরই একটি মেয়েকে নাচের জন্য বালিয়ায় নিয়ে যেতে এসেছিল ওই দু’জন। তার পরিবারকে চার হাজার টাকা অগ্রিমও দেয় তারা। গ্রামবাসীদের সন্দেহ হয়। মারধর করা হয় ওই দু’জনকে। মেয়েটির বাবাকেও মারধর করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। |
ভাঙচুরের অভিযোগ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সিপিএম নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্ডালের মদনপুর গোঁসাইডাঙায় শনিবার সকালে ঘটনাটি ঘটে। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেছে। সিপিএম অন্ডাল অঞ্চল কমিটির নেতা দয়াময় মণ্ডল জানান, এ দিন সকালে তাঁর বাড়িতে বেশ কিছু তৃণমূল সমর্থক এসে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে। তিনি অন্ডাল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে তৃণমূলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কমিটির সাধারণ সম্পাদক ভি শিবদাসনের পাল্টা অভিযোগ, লখিন্দর ফরফরে নামে তাঁদের এক দলীয় কর্মী গ্রামে জমির মাপজোক করতে এসেছিলেন। তাঁর দাবি, সিপিএমের দু’জন কর্মী তাঁকে মারধর করে। লখিন্দরও অন্ডাল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে তিনল জনকে ধরা হয়েছে। |
ডিএসপি-তে শ্রমিক সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে কংগ্রেস ও তৃণমূল প্রভাবিত দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষে ফের অশান্ত হল দুর্গাপুর (ডিএসপি)। তিন আইএনটিইউসি সমর্থক ডিএসপি হাসপাতালে ভর্তি। শনিবার দুপুরে সংঘর্ষ হয়। আইএনটিইউসি-র অভিযোগ, শনিবার দুপুরে অপর পক্ষের কিছু সমর্থক রড-লাঠি নিয়ে তাদের পাঁচ জনের উপরে চড়াও হয়। আইএনটিটিইউসি-র পাল্টা অভিযোগ, সিটু-র সঙ্গে আইএনটিইউসি-র ঝামেলা হচ্ছিল। তাদের কয়েক জন সমর্থক তা দেখতে গেলে তারা তাঁদের উপরেই চড়াও হয়। অপর দুই সংগঠন অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। |
মনোনয়নে বাধা
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
স্কুলের অভিভাবক সমিতির নির্বাচনে সিপিএম প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠল বর্ধমানের তেজওয়ান উচ্চ বিদ্যালয়ে। মহকুমাশাসক (বর্ধমান উত্তর) প্রদীপ আচার্যের কাছে তাঁরা লিখিত অভিযোগ জানান। শনিবারই ছিল শেষ দিন। অভিযোগ, পুলিশের উপস্থিতিতে প্রায় শ’পাঁচেক তৃণমূল সমর্থক তাঁদের স্কুলে ঢুকতে দেননি। তৃণমূল ও পুলিশ অভিযোগ মানেনি। |
পুলিশকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কুলটি |
পণ্যবাহী লরি পরীক্ষা করার সময় লরি চাপা পড়ে মৃত্যু হল কর্তব্যরত এক পুলিশকর্মীর। জখম হন আর এক জন। মৃতের নাম অসিত হালদার (৫০)। আহতকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লরিটিকে আটক করেছে পুলিশ। চালক ও খালাসি পলাতক। |