নিজেই যন্ত্র কিনে অস্ত্রোপচার করলেন ডাক্তার |

|
রানা সেনগুপ্ত, বর্ধমান: সাইকেলের ব্রেক গলায় ঢুকে স্বরযন্ত্র ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল বছর বারোর মামনির। সে বছর ছয়েক আগের কথা। তার পর থেকে শ্বাস নিতে কষ্ট হত। কথা বলাও ছিল প্রায় বন্ধ। শেষ পর্যন্ত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের শল্য চিকিৎসক মনোজ মুখোপাধ্যায় নিজের পকেটের টাকা খরচ করে কেনেন ‘ল্যারিংজেল কিল’ যন্ত্র। তিনিই মামনির অস্ত্রোপচার করেন। এখন মামনি নাক দিয়েই শ্বাস নিচ্ছেন। কথাও বলতে পারছেন। তবে ওই যন্ত্র আনানোর ব্যবস্থা কেন হাসপাতালের তরফে করা হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। |
|
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ রায়দিঘি স্বাস্থ্যকেন্দ্রে |
দিলীপ নস্কর, রায়দিঘি: জেলার আর-পাঁচটা স্বাস্থ্যকেন্দ্রের মতোই স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। ফলে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন রোগীরা। এর বিহিত করতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ দিয়ে নিয়োগ করে স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর চেষ্টা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ব্লক প্রশাসনের উদ্যোগে চালু হয়েছে এমনই ব্যবস্থা। বর্তমানে এই স্বাস্থ্যকেন্দ্রে শয্যাসংখ্যা ৫০টি। স্বাস্থ্যকর্মী রয়েছেন ৫ জন, চিকিৎসক ১৫ জন, নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী আছেন ৭ জন এবং সুইপার ৫ জন। নেই নিরাপত্তারক্ষী। নেই ধোবিখানার ব্যবস্থা। |

|
|
স্বাস্থ্যের মান বাড়াতে
পরামর্শ কেন্দ্রীয় দলের |
অবশেষে খাবার চালু
দাসপুর হাসপাতালে |
|
চিকিৎসকই নেই, অচল এসএনসিইউ |
|
টুকরো খবর |
|
|