কাশির সিরাপ নেই, ভোগান্তি
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
দেড় মাস হল রাজ্য স্বাস্থ্য দফতর রায়গঞ্জ জেলা হাসপাতালে কাশির সিরাপের সরবরাহ বন্ধ করেছে। এ অবস্থায় প্রতিদিনই হাসপাতালের বহির্বিভাগে কাশির উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে গিয়ে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার শতাধিক রোগীকে বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। সমস্যার সমাধানে সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ সমিতি রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে লিখিত ভাবে হাসপাতালে কাশির সিরাপের সরবরাহ স্বাভাবিক করার আর্জি জানিয়েছে। সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “রাজ্য স্বাস্থ্য দফতর দেড় মাস হাসপাতালে কাশির সিরাপ সরবরাহ বন্ধ করেছে। বহির্বিভাগে কাশির উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে যাওয়া রোগীকে অ্যান্টিবায়োটিক ও জ্বরের ওষুধ দিতে হচ্ছে। অনেককে বাইরে থেকে কাশির সিরাপ কিনে খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সমস্যার কথা রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের জানিয়ে কাশির সিরাপের সরবরাহ স্বাভাবিক করার আর্জি জানিয়েছি।” প্রতিদিন জেলার নানা এলাকা থেকে হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৫০০ জন রোগী চিকিৎসা করাতে যান। তাঁদের মধ্যে ১০০ শিশু রয়েছে। প্রতি বছরই অক্টোবর ও নভেম্বর মাস জুড়ে প্রতিদিন গড়ে ২০০ রোগী জ্বর সর্দি-কাশির উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে যান। হাসপাতালে প্রতিমাসে অন্তত পক্ষে ৭ হাজার বোতল কাশির সিরাপের দরকার হয়। কিন্তু গত দেড় মাস ধরে সরকারি ভাবে হাসপাতালে কাশির সিরাপের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন শতাধিক রোগীকে বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠছে।
|
স্বামীজিকে সামনে রেখে রক্তদানের প্রচার-অভিযান
নিজস্ব সংবাদদাতা • শিলচর |
স্বামীজির জন্মের দেড়শো বছর পূর্তিতে মোটর সাইকেলে চড়ে ‘বিবেক র্যালি’ রওনা দিচ্ছে বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি থেকে পাকিস্তান সীমান্তের ওয়াঘায়। পথে দেড়শো শহরে হবে সভা-সমিতি। মূল লক্ষ্য, রক্তদানের ব্যাপারে দেশবাসীকে সচেতন করে তোলা। বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক মহীতোষ পাল জানান, তাঁরাই এর মূল উদ্যোক্তা। দু’টি ট্যাবলো-সহ ১০টি মোটর সাইকেলে যাবেন ২০ জন স্বেচ্ছাসেবক। শুরু হবে ২০১৩-র ১ জানুয়ারি সকাল ৯টায়, করিমগঞ্জ জেলার সুতারকান্দি থেকে। ৩৮ দিনে ৮ হাজার ২০০ কিলোমিটার অভিযান সেরে শিলং হয়ে তাঁরা শিলচরে ফিরবেন ৭ ফেব্রুয়ারি। হাফলং, লামডিং, গুয়াহাটি, শিলিগুড়ি, মালদা, বহরমপুর ও বারাসত হয়ে ১২ জানুয়ারি, স্বামীজির জন্মদিনে বেলুড় মঠ থেকে নতুন দিল্লির উদ্দেশে রওনা দেবেন তাঁরা। পথে সভা করবেন রাঁচি, পটনা, রায়বেরিলি, লখনউ, মিরাট প্রভৃতি শহরে। তবে বারাসত থেকে আরও ২০টি মোটর সাইকেলে ওয়েস্টবেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ৩০ জন এই র্যালিতে যোগ দেবেন। মূলত বেলুড় থেকেই র্যালির দায়িত্ব নেবে ফোডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশন অব ইন্ডিয়া। অভিযাত্রী দলটি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। পরে চণ্ডীগড় হয়ে যাবেন পঞ্জাবের ওয়াঘায়।
|
বহরমপুরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিনিধি দল
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দশ জনের এক প্রতিনিধি দল বুধবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘুরে দেখলেন। ‘সেন্ট্রাল রিভিউ মিশন’-এর ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্বাস্থ্য দফতরের চার প্রতিনিধি। এর আগে তাঁরা জেলার বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেন। এ দিন কেন্দ্রীয় প্রতিনিধি দলের অন্যতম দিনেশ বিসওয়াল বলেন, “মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সে কাজ সম্পূর্ণ হলে পের খতিয়ে দেখা হবে। তবে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যাপারে বেশ কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।” রাজ্যের প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য দফতরের মুখপাত্র অসিত বিশ্বাস বলেন, “কেন্দ্রীয় প্রতিনিধি দল রুটিন পর্যবেক্ষণে এসেছেন। তিন বছর অন্তর এই ধরণের পর্যবেক্ষণ হয়। সারা দেশে যে স্বাস্থ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তা ঠিক মত কার্যকরী হচ্ছে কিনা তা খতিয়ে দেখে বেড়াচ্ছেন ওঁরা।” পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার আরও কয়েকটি হাসপাতাল পর্যবেক্ষণ করে দিল্লি ফিরে গিয়ে রিপোর্ট জমা দেবে প্রতিনিধি দল।
|
শয্যা পেল দুই ভাই-ই
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট |
বুধবার এসএসকেএম হাসপাতালে বেড পেল লক্ষণ। কলকাতার বড়বাজার এলাকার কংগ্রেস সভাপতি তথা কাউন্সিলর সন্তোষ পাঠকের উদ্যোগে দাদা রামের পাশেই শয্যার ব্যবস্থা হয়ে যায় ভাই লক্ষণের। ওই দুই ভাইয়ের আত্মীয় এবং দিনমজুর বাবা সোমরা তিরকির অতিথিশালায় থাকা খাওয়ার ব্যবস্থাও করেছেন সন্তোষবাবু। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের পঞ্চগ্রামের অতিকায় দুইভাই রাম লক্ষণের চিকিৎসার জন্য জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে মঙ্গলবার ভর্তি করান। কিন্তু ওয়ার্ডে রাম শয্যা পেলেও লক্ষণ তা পায়নি। নীলাঞ্জনবাবু বলেন, “হরমোন বিশেষজ্ঞ সতীনাথ মুখোপাধ্যায় দুই ভাইয়ের চিকিৎসা শুরু করেছেন। সতীনাথবাবু জানিয়েছেন অতিকায় দুই ভাইয়ের জিনঘটিত রোগের পরীক্ষার জন্য তাদের আরও ৮-১০ দিন হাসপাতালে থাকতে হবে।”
|
অজানা জ্বরে মৃত্যু বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
অজানা জ্বরে মৃত্যু হয়েছে একজনের। নাম কেনারাম গাইন (৩৯)। বাড়ি বসিরহাট-২ ব্লকের মাটিয়া শ্রীনগরের চাঁদনগর গ্রামে। হাসপাতাল সূত্রের খবর, সপ্তাহ দুয়েক ধরে তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট মহকুমা হাসপাতাল এবং পরে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানে তিনি মারা যান। ব্লক প্রশাসন সূত্রে খবর, মাস খানেক ধরে বসিরহাটের বিভিন্ন এলাকায় অজানা জ্বরে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। মাটিয়া-শ্রীনগরের পূর্ব সাংবেড়িয়া, কেশবপুর, মাটিয়া, দেবরাজপুর, শ্রীনগর এবং চাঁদনগরে অন্তত দু’শো জন জ্বরে আক্রান্ত। ইতিমধ্যে বেশ কয়েকজনকে বসিরহাট মহকুমা এবং কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামে গিয়ে জ্বরে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে মহকুমা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
|
টাক, চোখের তলায় ফোলা ভাবে হৃদরোগের পূর্বাভাস
সংবাদসংস্থআ • ওয়াশিংটন |
মাথায় টাকের আভাস, চোখের তলায় ফোলা ফোলা ভাব। ভাবছেন বয়স হয়ে গিয়েছে, শরীরের যত্ন নিয়ে কী হবে? সাবধান। সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। উল্টে পূর্ণ উদ্যমে শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। গবেষকদের মতে, ওগুলো হৃদ্রোগের পূর্বাভাসও হতে পারে। ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয়ের ক্লিনিকাল বায়োকেমিস্ট্রির গবেষকেরা চল্লিশ বছর ধরে ১০ হাজার ৮৮৫ জন রোগীকে পর্যবেক্ষণ করেছেন। তাঁদের দাবি, এঁদের মাথায় টাকের চিহ্ন, কানের লতি কুঁকড়ে যাওয়া বা চোখের তলায় ফোলা ভাব ছিল। ৩৫ বছরের মধ্যে এঁদের মধ্যে ৩৪০০ জনের হৃৎপিণ্ডে গোলযোগ দেখা দিয়েছে। আর ১৭০৮ জন হৃদ্রোগে আক্রান্ত হন। তাই এ বার বয়সের চিহ্ন দেখে মুষড়ে না পড়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিষেশজ্ঞরা। |