প্রাক প্রাথমিক আগামী জুনে |
প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আগামী বছরের জুন মাস থেকে চালু হতে চলেছে। পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশুদের এই পাঠ্যক্রমে ভর্তি করানো যাবে। পাশাপাশি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি হবে লটারির মাধ্যমেই। বুধবার স্কুল শিক্ষা দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। দফতর সূত্রে খবর, এ বার থেকে প্রাথমিকে ভর্তি হওয়ার আগে ওই প্রাক প্রাথমিক শ্রেণিতে পড়ুয়াদের ভর্তি করাতে হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাথমিক স্কুলগুলির বর্তমান পরিকাঠামোতেই এই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। তবে প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো ও শিক্ষক সংখ্যা যা রয়েছে তা নিয়ে এই ব্যবস্থা কতটা কার্যকর করা সম্ভব হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তাঁরা মনে করছেন এই ব্যবস্থা চালু হলে আরও চাপ বাড়বে। যদিও স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, এই মুহূর্তে ৪০ হাজার শিক্ষক পদ খালি রয়েছে। তাতে অবিলম্বে নতুন নিয়োগ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “প্রাক প্রাথমিক শ্রেণির পাঠ্যক্রম তৈরির কাজ চলছে। ২০১৩ থেকে ভর্তি শুরু হবে।” তবে পরিকাঠামোর অভাব ও শিক্ষক কম থাকার বিষয়ে মন্ত্রীর আশ্বাস, “শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ২০১৪ এর মধ্যে রাজ্যের সমস্ত স্কুলে পরিকাঠামো তৈরি করা হবে।”
|
বৃষ্টি হবে না। মেঘ কেটে গিয়ে কালীপুজো এবং ভাইফোঁটায় আকাশ থাকবে পরিষ্কার। থাকবে শীত-শীত ভাবও। বুধবার এমন সম্ভাবনার কথাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আকাশে মেঘ থাকলেও, মাঝেমধ্যে সূর্য উঁকি মেরেছে আকাশে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও আকাশ কিছুটা মেঘে ঢাকা থাকবে। কিন্তু শুক্রবার থেকে মেঘ পুরোপুরি কেটে যাওয়া সম্ভাবনা দেখছেন আবহবিদরা। তাই ওই দিন সকাল থেকেই শীত-শীত ভাবটা ফিরবে কলকাতায়। বিশেষ করে ভোরের দিকে এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে যাবে বলে মনে করছেন আবহবিদেরা। নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ দুর্বল হওয়াতেই আবহাওয়ার এই পরিবর্তন।
|
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বদলি নীতির কোপে এ বার কো-অর্ডিনেশন কমিটির নেতা। সিপিএম প্রভাবিত রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক অনন্ত বন্দ্যোপাধ্যায়কে বুধবার মহাকরণ থেকে বদলি করা হল ব্যারাকপুরে। মঙ্গলবার কংগ্রেস প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের নেতা সঙ্কেত চক্রবর্তীকে অন্যায় ভাবে বদলির অভিযোগ উঠেছিল সরকারের বিরুদ্ধে। একই অভিযোগ করেছেন অনন্তবাবুও। তাঁর অবসরের ছ’মাস বাকি রয়েছে। এ কথা জানিয়ে অনন্তবাবু বলেন, “সরকারের বদলি নীতি অনুযায়ী, অবসরের দু’বছর আগে কোনও কর্মীকে বদলি করা যায় না। আমি পেনশনের কাগজপত্রও পেয়ে গিয়েছি। এই বদলি উদ্দেশ্যপ্রণোদিত।” |