প্রথম টেস্টের আগে বেসামাল ইংল্যান্ড
অনিশ্চিত ব্রড, দেশে ফিরে গেলেন সোয়ান
‘বদলার সিরিজের’ গোড়াতেই অ্যাডভান্টেজ ভারত। আরও তাৎপর্যপূর্ণ, ইংল্যান্ড মহাগুরুত্বপূর্ণ সিরিজে কেভিন পিটারসেনকে দলে ফিরে পেলেও তাঁর দুই ‘শত্রু’ই ভারতে এসেও টিম থেকে ছিটকে যেতে বসেছেন!
ইংল্যান্ডের অন্যতম পেসার স্টুয়ার্ট ব্রড-ই শুধু নন, এক নম্বর স্পিনার গ্রেম সোয়ান-ও প্রথম টেস্টে অনিশ্চিত। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীন পিটারসেন ‘এসএমএস ঝঞ্ঝাটে’ জড়িয়ে পড়ার সময় ড্রেসিংরুমে ব্রড আর সোয়ানের সঙ্গেই তাঁর সবচেয়ে বেশি লেগেছিল। ব্রডের গোড়ালিতে চোট আর সোয়ান বুধবার গভীর রাতে দেশে ফিরে গিয়েছেন, তাঁর মেয়ের অসুস্থতার খবর পেয়ে। তবে সোয়ান ১৫ নভেম্বর থেকে অনুষ্ঠেয় প্রথম টেস্টের আগেই খুব সম্ভবত ফিরে আসবেন ভারতে।
ফাস্ট বোলার স্টিভন ফিনও ঊরুর চোট নিয়ে আমদাবাদ টেস্টে অনিশ্চিত। আবার লন্ডনের সংবাদপত্রের খবর, ইয়ান বেল দ্বিতীয় টেস্টে খেলবেন না। কারণ, ঠিক সেই সময় তাঁর স্ত্রীর প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা। মুম্বইয়ে দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর থেকে। তখনই বেলের বাবা হওয়ার কথা। তিনি স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরবেন। ফলে প্রথম টেস্টে যদি ইংল্যান্ডের তীব্র সমস্যা বোলিং হয়, তা হলে দ্বিতীয় টেস্টে অ্যালিস্টার কুকের দল ব্যাটিং সমস্যায় পড়বেন। কারণ, এই ইংল্যান্ড দলে স্পিনের বিরুদ্ধে দুই সেরা ব্যাটসম্যান হলেন পিটারসেন আর বেল।
চেতেশ্বর পূজারার মতো তরুণ ভারতীয় ব্যাটসম্যানদের কাছে অবশ্য ব্রড-ফিনদের চোট পাওয়াটা বাড়তি আনন্দের খবর। মঙ্গলবার বাগ্দান হয়ে গেল পুজারার। ব্রড-সোয়ানরা খেলতে না পারলে, সেটাই সম্ভবত সবথেকে বড় উপহার হবে পূজারার কাছে।
পিটারসেনদের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ নিজেদের দেশের সংবাদমাধ্যমকে এ দিন বলেছেন “ব্রড আর ফিনের ফিটনেস নিয়ে বিরাট প্রশ্ন আছে। এবং স্বাভাবিক ভাবেই যেটা ভয়ের।” বৃহস্পতিবার থেকে মোতেরাতেই ইংল্যান্ড তিন দিনের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে হরিয়ানার বিরুদ্ধে। ব্রড আর ফিন, দু’জনই সেই ম্যাচ খেলছেন না, এ দিনই কুক-ফ্লাওয়ারের শিবির থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ফিন ভারত ‘এ’র সঙ্গে প্রথম ম্যাচের প্রথম সেশনেই চোট পেয়েছিলেন। ব্রড পরের ম্যাচে মুম্বই ‘এ’র বিরুদ্ধে চোট পান। গুচ বলেছেন, “ব্রডের চোটটা সেই ধরণের যেটা যন্ত্রণাদায়ক আর সারতে সময় লাগে। ফিন প্র্যাক্টিসে অল্প দৌড়োদৌড়ি করেছে। কিন্তু ওর ফিটনেসের উন্নতির দিকে আমাদের প্রখর নজর রাখতে হবে।”
ইতিমধ্যেই পেস বোলার স্টুয়ার্ট মিকার ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন, আহত দুই বোলারের বদলি হিসেবে। তবে ব্রড-ফিন প্রথম টেস্ট না খেললে ইংল্যান্ডের পেস লাইন-আপ এক রকম বলেই দেওয়া হয়েছে তাদের শিবির থেকে। জেমস অ্যান্ডারসন-টিম ব্রেসনান-গ্রাহাম অনিয়ন্স। বিশেষজ্ঞ স্পিনার গ্রেম সোয়ানের সঙ্গে স্পিনার-অলরাউন্ডার সমিত পটেল। জোনাথন ট্রট স্বদেশী সাংবাদিকদের বলে দিয়েছেন, ভারতে টেস্ট সিরিজে তিনি ওপেন করতে রাজি নন। তিন নম্বরই তাঁর পছন্দ। যার পর আরও বেশি করে মনে করা হচ্ছে, অধিনায়ক কুকের ওপেনিং পার্টনার হবেন কিংবদন্তি ডেনিস কম্পটনের নাতি, নবাগত নিক কম্পটন। ভারতীয় উইকেটে প্রথম দু’টো ইনিংসে ০ এবং ১ করার পর মুম্বই ‘এ’ বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করেন নিক।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.