টুকরো খবর
ভোটার তালিকা নিয়ে বৈঠক
খসড়া ভোটার তালিকা সংশোধনের কাজ খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে এলেন বর্ধমানের ডিভিশনাল কমিশনার তথা নির্বাচন কমিশনের রোল অবজারভার এইচ রামুলু। বুধবার মেদিনীপুর সার্কিট হাউসে তিনি এক প্রশাসনিক বৈঠক করেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি, মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক অমিতাভ দত্ত প্রমুখ। বৈঠকের শুরুতে ডিভিশনাল কমিশনার বিভিন্ন রাজনৈতিক দলের মতামত শোনেন। জানতে চান, তালিকা সংশোধনের কাজ নিয়ে কোনও অভিযোগ রয়েছে কি না। এরপর রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাঁদের বক্তব্য জানান। ১ অক্টোবর থেকে খসড়া ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে। ৮ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই সময়ের মধ্যে খসড়া ভোটার তালিকা নিয়ে কোনও আবেদন বা আপত্তি থাকলে জানানো যেতে পারে। এলাকার মানুষ তাঁদের নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়েই এই আবেদন বা আপত্তি জানাতে পারেন। পরে এই সব আবেদন ও আপত্তির বিষয়টি খতিয়ে দেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই তালিকা প্রকাশিত হবে ২০১৩ সালের ২ জানুয়ারি। খসড়া তালিকা অনুযায়ী, পশ্চিম মেদিনীপুরে এখন ভোটারের সংখ্যা ৩৭ লক্ষ ৬৩ হাজার ৭৬। এর মধ্যে পুরুষ ১৯ লক্ষ ৪৫ হাজার ৭১১। মহিলা ১৮ লক্ষ ১৭ হাজার ৩৬৫। সচিত্র পরিচয়পত্র রয়েছে ৯৯.৮৫ শতাংশ ভোটারের কাছে। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছিলেন বর্ধমানের ডিভিশনাল কমিশনার। বুধবার তিনি পশ্চিম মেদিনীপুরে এসে প্রশাসনিক বৈঠক করলেন।

গ্রন্থাগারে শৌচালয় তৈরিতে উদ্যোগ
গ্রন্থাগার রয়েছে ঠিকই। কিন্তু বেশিরভাগ গ্রন্থাগারেই উপযুক্ত পরিকাঠামো নেই। এমনকী শৌচালয়ের মতো জরুরি পরিকাঠামোও নেই ৭৫ শতাংশের বেশি গ্রন্থাগারে। সমস্যার সমাধানে এ বার জেলার গ্রন্থাগারগুলিতে শৌচালয় তৈরি করতে উদ্যোগী হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলা গ্রন্থাগারিক ইন্দ্রজিৎ পান বলেন, “বিভিন্ন গ্রন্থাগার থেকেই শৌচালয় না থাকায় পাঠকদের নানা সমস্যার অভিযোগ আসছে। তাই এই উদ্যোগ। জেলা পরিষদও এ ব্যাপারে অর্থ সাহায্যের আশ্বাস দিয়েছে।” জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য বলেন, “সমস্যার কথা আমরাও জানি। যাতে প্রতিটি গ্রন্থাগারেই শৌচালয় তৈরি করা যায় সে জন্য পদক্ষেপ করা হচ্ছে।” পশ্চিম মেদিনীপুরে ১৫৮টি গ্রন্থাগার রয়েছে। তার মধ্যে জেলা গ্রন্থাগার, মহকুমা গ্রন্থাগার, শহর থেকে গ্রামীন সব ধরনের গ্রন্থাগার রয়েছে। প্রতিদিনই বিভিন্ন বয়সের বহু পাঠক এই গ্রন্থাগারগুলিতে দীর্ঘক্ষণ সময় কাটান। তাই বারবারই দাবি ওঠে শৌচালয়ের, এমনকী পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা শৌচালয়েরও দাবি ওঠে। কিন্তু জেলার ১৫৮টি গ্রন্থাগারের মধ্যে মাত্র ৫১টি গ্রন্থাগারে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। ফলে পাঠকেরা চুড়ান্ত সমস্যায় পড়েন। বিশেষত, মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা খুবই বেশি। অভিযোগ, গ্রন্থাগার কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদাসীনতার কারনেই এই কাজ করা যায়নি। কিন্তু যাতে এ বার দ্রুত এই কাজ করা যায় সে জন্য উদ্যোগী হচ্ছে প্রশাসন। জেলা গ্রন্থাগার আধিকারিকও সক্রিয় ভূমিকা নিয়ে প্রশাসনের কাছে অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা পরিষদও। জেলা গ্রন্থাগার আধিকারিক জানান, জেলা পরিষদ অর্থ দিলেই দ্রুত গতিতে কাজ শুরু হয়ে যাবে।

ডিলারদের আলোচনাসভা
রেশন ডিলারদের আলোচনাসভা। নিজস্ব চিত্র
সমস্ত রেশন ডিলারদের এক ছাতার তলায় নিয়ে আসতে আলোচনাসভা করল পশ্চিমবঙ্গ এমআর ডিলার ও কে ওয়েল ডিলার জাতীয়তাবাদী সংগঠন। বুধবার যে সভাটি হল মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয়ে। সংগঠনের অভিযোগ, গণবণ্টন ব্যবস্থায় নিয়ম-নীতি পরিবর্তনের সময় এসেছে। অথচ, তা করা হচ্ছে না। বহু প্রাপ্তবয়স্ক ব্যক্তি রেশন কার্ড পাননি, সঠিক বিপিএল তালিকা প্রকাশ করা হয়নি। এই ব্যবস্থাগুলি কার্যকর করার জন্যে আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন সংগঠনের নেতারা। অন্য দিকে রেশন ডিলারদের স্বচ্ছ থাকার উপরেও জোর দেওয়া হয়েছে। বক্তাদের মতে, বহু রেশন ডিলার সঠিক নিয়ম কানুন বোঝেন না। যে কারণে দফতরের আধিকারিকেরা তল্লাশিতে গেলেই গাফিলতি ধরা পড়ে। শাস্তি পেতে হয়। ডিলারদের ভাল করে নিয়ম কানুন জানার উপরে জোর দেওয়া হয় এ দিনের সভায়। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় ও দুই কার্যকরী সভাপতি নির্মল ঘোষ, প্রদ্যোৎ ঘোষ। সংগঠনের সভাপতি কাঞ্চন খান বলেন, “কেন্দ্রীয় সরকারকে গণবণ্টন ব্যবস্থার একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে হবেযাতে সঠিক সময়ে প্রতিটি মানুষ খাদ্যশস্য পেতে পারেন আবার ডিলারেরাও বঞ্চিত না হন। এই নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতেই এদিনের সভা।”

পঞ্চায়েতে বিক্ষোভ
পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন একশো দিনের কাজ প্রকল্পের শ্রমিকেরা। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার দুপুরে ডেবরার গোলগ্রাম পঞ্চায়েতে এই বিক্ষোভ-কর্মসূচি হয়েছে। সিপিএম পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত অফিসে এ দিন যে শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা তৃণমূলের কর্মী-সমর্থক বলেই পরিচিত। ব্লক প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার ডেবরার বিডিও মালবিকা খাটুয়া দু’পক্ষকে নিয়ে বৈঠক করবেন। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। শ্রমিকদের অভিযোগ, ৪-৫ মাস ধরে মজুরি বাবদ অর্থ বকেয়া রয়েছে। কাজ করেও মজুরি মেলেনি। পঞ্চায়েত কর্তৃপক্ষ সব কিছু জেনেও কোনও পদক্ষেপ করেননি। দ্রুত বকেয়া মজুরি দেওয়ার দাবিতেই বুধবারের এই বিক্ষোভ। তৃণমূল নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, একটি দলের কোনও কর্মসূচি ছিল না। একশো দিনের কাজ প্রকল্পের শ্রমিকেরাই মজুরি না পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন। দলের ডেবরা ব্লক সভাপতি রতন দে বলেন, “কাজ না পেয়ে শ্রমিকেরাই এ দিন পঞ্চায়েতে বিক্ষোভ দেখিয়েছেন। কর্মসূচির সঙ্গে দলের যোগ নেই। তবে সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ব্যর্থতার জন্যই এই পরিস্থিতি।”

পালাতে গিয়ে জখম ধৃত যুবক
পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়েছিল ধৃত এক যুবক। পিছন থেকে বাসের ধাক্কায় গুরুতর জখম হয়ে তাঁর ঠাঁই হয়েছে হাসপাতালে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বেনাপুরের কাছে। থানা সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া থেকে পুলিশের একটি দল এ দিন খড়্গপুরের মালঞ্চয় এসেছিল গাড়ি চুরি চক্রে জড়িত সুনীলকুমার ঝান্ডাকে গ্রেফতার করতে। বছর আটত্রিশের এই যুবকের বাড়ি মালঞ্চ এলাকায়। গ্রেফতার করার পর সুনীলকে নিয়ে বেনাপুরের দিকে যাচ্ছিল পুলিশের দলটি। বেনাপুরের কাছে এসে আচমকাই পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পালাতে যান সুনীল। তখনই দুর্ঘটনাটি ঘটে। পিছন থেকে একটি বাস এসে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় সুনীলকে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, “ওই যুবক পালাতে গিয়েছিল। তখনই বাসটি তাকে ধাক্কা মারলে জখম হন।”

বাসের ধাক্কা, মৃত গাড়িচালক
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। পুলিশ জানিয়েছে, মৃত পাপ্পু দাস (২৬) ঝাড়গ্রামের বাসিন্দা। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে খড়্গপুরের কলাইকু্ণ্ডা এলাকার জোটিয়া বাসস্ট্যান্ডের কাছে। জখম হয়েছেন একটি বাসের প্রায় ২৫ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জখম যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, একটি গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা। গাড়িটি কলাইকুণ্ডার দিক থেকে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। চালক একাই ছিলেন। উল্টোদিক থেকে ধুমসাই-হলদিয়া রুটের একটি যাত্রীবাহী বাস খড়্গপুরের চৌরঙ্গির দিকে আসছিল। বাসটিতে প্রায় ৩০- ৩৫ জন যাত্রী ছিলেন। গাড়িটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় মুখোমুখি এসে পড়ে বাসটি। প্রথমে বাসের ধাক্কায় গাড়িটি উল্টে যায়। পরে বাসটিও উল্টে যায়। ঘটনাস্থলেই গাড়ি চালকের মৃত্যু হয়।

চুরি, ধৃত তিন
চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে খোওয়া যাওয়া অধিকাংশ সোনা-রুপোর গয়নাও উদ্ধার হয়েছে। বুধবার খড়্গপুর শহরের তিলখানা থেকে এদের ধরা হয়। রবিবার শহরের নিউ সেটেলমেন্ট এলাকার একটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে বুধবার শেখ সরফরাজ, শেখ সুকরা ও শেক সান্নি নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে কোনও দুষ্টচক্রের যোগ রয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে।

অঙ্গনওয়াড়িতে ডাল খারাপ, বিক্ষোভ
অঙ্গনওয়াড়ির শিশুদের নিম্নমানের ডাল দেওয়ার প্রতিবাদে সহায়িকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বুধবার ঘটনাটি ঘটে মেদিনীপুর সদর ব্লকের নেপুরা ২ অঙ্গনওয়াড়িতে। খবর পেয়ে মহকুমাশাসক অমিতাভ দত্ত ঘটনাস্থলে পাঠান বিডিও অয়ন নাথকে। বিডিও ডালের নমুনা সংগ্রহ করে আনেন। প্রাথমিক ভাবে অনুমান, ওই ডাল অনেক দিনের পুরনো। গোটা ঘটনার তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক অমিতাভ দত্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.