টুকরো খবর
অর্ধশতক পরে সরাইঘাট সেতুর নামকরণের চিন্তা
অর্ধশতবর্ষ পার করার পর সরাইঘাট সেতুর নতুন নামকরণের প্রস্তাব করলেন খোদ রাজ্যপাল। অসমে, ব্রহ্মপুত্রের উপরে সরাইঘাট সেতুর ৫০ বছর পূর্তি উপলক্ষে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এক অনুষ্ঠানে রাজ্যপাল জানকীবল্লভ পটনায়েক বলেন, “লাচিত বরফুকন ও মোগল বাহিনীর লড়াইস্থল সরাই গ্রাম। অসমের ইতিহাসে সেই যুদ্ধ এক গৌরবময় অধ্যায়। সে ক্ষেত্রে কেবল স্থানের নাম নয়, ব্যক্তি মাহাত্ম্যে উজ্জ্বল হয়ে উঠুক এই সেতু।” লাচিত বরফুকনের নামে সেতুর নামকরণের প্রস্তাব দেন রাজ্যপাল। ১৯৬৩ সালের ৭ জুন, তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মালিগাঁও স্টেশনে, মহা সমারোহে সরাইঘাট সেতুর উদ্বোধন করেন। সেতুটির কাজ শুরু হয়েছিল ১৯৫৯ সালে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি ৮ হাজার শ্রমিকের সহায়তায় ৪০ হাজার টন সিমেন্ট, ২০ হাজার টন ইস্পাত ব্যবহার করে ১৯৬২ সালের সেপ্টেম্বর মাসে ১৪৯২ মিটার লম্বা সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করে। খরচ পড়েছিল ১০ কোটি ৬৫ লক্ষ টাকা। যাত্রীবাহী নয়, প্রথমে একটি মালবাহী ট্রেন সরাইঘাট সেতু পার হয়। উত্তর-পূর্ব রেলের তরফে গত কাল জানানো হয়, সেতুটি যে ১১টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে, তার সবকটিই পুরোপুরি কার্যক্ষম ও অটুট রয়েছে। অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, উত্তর-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার আর এস বিরদি, রেল বোর্ডের সদস্য এ পি মিশ্র।

অণ্ণার মঞ্চে আসছেন ভি কে সিংহ
অন্তত শ’খানেক প্রাক্তন সেনা আধিকারিককে নিয়ে, অণ্ণার লড়াইয়ে যোগ দিতে চলেছেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহ। আজ গুয়াহাটিতে দুর্নীতি-বিরোধী এক সমাবেশে যোগ দিয়ে এই কথা জানান অণ্ণা হজারে। তিনি জানান, আগামী ২ বছরের মধ্যে অন্তত ১ কোটি ভারতীয় তাঁর মঞ্চে জোটবদ্ধ হবেন। তখন নতুন করে সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন তিনি। প্রাক্তন সঙ্গী অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক দল গড়া নিয়ে অণ্ণার মন্তব্য, “আমি কেজরিওয়ালের বিরোধী নই। তাঁর পথ ও আমার পথ পৃথক হলেও লক্ষ্য এক। তবে অরবিন্দের দলের সকলকেই আমি চোখ বন্ধ করে সমর্থন করব না।” তাঁর আন্দোলন কংগ্রেস বিরোধী, নির্বাচনের আগে তা বিজেপির সুবিধা করে দেবে এমনটা মানতে নারাজ বর্ষীয়ান গাঁধীবাদী নেতা। তিনি বলেন, “সব রাজনৈতিক দলই উনিশ-বিশ। আমাদের লড়াই কোনও একটি দলের বিরুদ্ধে নয়, যে কোনও সরকারের দুর্নীতির বিরুদ্ধে।”

ফ্যাশন নিয়ে সনিয়ার পরামর্শ
দরকার নেই বেশি আতিশয্যের, প্রয়োজন নেই অধিক কারুকাজের। পোশাক হবে সাধারণ, সাদামাঠা। আর তাতেই বাড়ে তার মর্যাদা। বললেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী। ফ্যাশন টেকনোলজির ছাত্রছাত্রীদের উদ্দেশে মঙ্গলবার এই পরামর্শই দিলেন তিনি। বিদেশিনি হয়েও পোশাকের বিষয় সনিয়া মোটামুটি শাশুড়ি ইন্দিরা গাঁধীকেই অনুসরণ ও অনুকরণ করেন। যা পুরোপুরি ভারতীয় ঐতিহ্য বহন করে। তাঁর মতে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ছিলেন যথেষ্টই ফ্যাশন সচেতন। ছিমছাম পোশাক-আশাকের দৌলতেই বিশ্ব দরবারে তিনি স্বতন্ত্র ফ্যাশন আইকন।

মাজুলির পাশে
সংবাদপত্রে মাজুলির বন্যার ছবি, খবর পড়ে সমব্যাথী হয়ে উঠেছিল নবম শ্রেণির ছাত্রীটি। তখন থেকেই টাকা জমানোর শুরু। জন্মদিনের আগে, স্মৃতি শর্মা তার বাবা দিলীপ শর্মা ও মা টুটুমণি শইকিয়াকে সাফ জানিয়ে দেয়, কোনও অনুষ্ঠান করা চলবে না। মা-বাবাকে জানায়, জন্মদিনের অনুষ্ঠান বাবদ বরাদ্দ অর্থ মাজুলি দ্বীপে বানভাসি মানুষের জন্য খরচ করতে চায় সে। বাবা-মা অভিভূত। মেয়ের সঙ্গে নিজেরাও কিছু অর্থ দেন মেয়ের তহবিলে। এর পর মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের দফতরে হাজির হন তাঁরা। সেখানেই গগৈয়ের হাতে, মাজুলিবাসীর জন্য ১১ হাজার টাকা তুলে দেয় স্মৃতি। মুখ্যমন্ত্রী বলেন, “আশা করি এতটুকু মেয়ের মানবিকতাবোধ অন্যদেরও উদ্বুদ্ধ করবে।”

বন্দির আত্মহত্যার চেষ্টা
জেলের ভিতরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করল এক বন্দি। তার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পটনা মেডিক্যাল কলেজ-হাসপাতালে পাঠানো হয়েছে। গত কাল রাত ১১টা নাগাদ শেখপুরা জেলা সংশোধনাগারে ঘটনাটি ঘটেছে। পণের জন্য ছেলের স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে যমুনা প্রসাদ মাহাতো নামে ৬৫ বছরের এক ব্যক্তি জেলে বন্দি। ওই জেলেই বন্দি রয়েছে তার ছেলে ও স্ত্রী। সম্প্রতি হাইকোর্টে তাদের জামিনের আবেদন নাকচ হয়ে যায়। সেই হতাশা থেকেই এই ঘটনা বলে জানা গিয়েছে। জেলাশাসক সঞ্জয় সিংহ বলেন, “ওই বন্দি কী ভাবে কেরোসিন ও দেশলাই পেল তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। আশঙ্কাজনক অবস্থায় আজ তাকে পটনায় পাঠানো হয়েছে।”

টুজি তদন্তকারীর অকাল প্রয়াণ
টুজি কেলেঙ্কারির তদন্তকারী, সিবিআই অফিসার সুরেশকুমার পালসানিয়া অসুস্থ হয়ে মারা গিয়েছেন। বুধবার দক্ষিণ দিল্লির এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৪৪ বছর বয়সী সুরেশকুমার ১৯৯৬ ব্যাচের ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার। ২০০৬ সাল থেকে তিনি সিবিআইয়ের সঙ্গে কাজ করছিলেন। সিবিআই প্রধান এ পি সিংহ এখন রোমে ইন্টারপোলের একটি সমাবেশে যোগ দিতে গিয়েছেন। সেখান থেকেই তিনি সুরেশের মৃত্যুতে শোক প্রকাশ করেন। সুরেশই টুজি মামলায় এ রাজা এবং কানিমোঝির বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিলেন।

শুভেচ্ছা শিখদের
ওবামার জয়ে উচ্ছ্বসিত শিখ সম্প্রদায়। মার্কিন মুলুকে বসবাসকারী শিখেরা বারবার শিকার হয়েছেন ধর্মীয় হিংসার। তাঁদেরই মত, ওবামা আসায় সমাধান মিলেছে অনেক সমস্যার, এখন তাঁরা অনেকটাই সুরক্ষিত। সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতিতে ওবামার ভূমিকা বিবচনা করেই প্রেসিডেন্ট পদে তাঁরই প্রত্যাবর্তন চান তাঁরা। জয়ের পর তাই ওবামাকে শুভেচ্ছা জানালেন মার্কিন গুরুদ্বার প্রবন্ধক কমিটির প্রধান প্রীতপল সিংহ।

ভারতীয় সাজে
সাজো সাজো রব মেহরানগড় দুর্গে। প্রেমিক দোরোনিনের জন্মদিন কাটাতে দিন দু’য়েক আগেই ভারতে পৌঁছেছেন ব্রিটিশ সুপার মডেল নাওমি ক্যাম্পবেল। দোরোনিনের জন্মদিন ছিল বুধবার। অতিথির তালিকাতেও রাশভারী সব নাম ডেমি মুর, কেট মস, মিক জ্যাগার প্রমুখ। অতিথি আপ্যায়ন থেকে সাজানো গোছানো, তদারকিতে স্বয়ং নাওমি। দুর্গ সেজে উঠেছে নিখুঁত রাজস্থানি কায়দায়। নাওমিরা নিজেদের জন্য বেছেছেন ভারতীয় ডিজাইনারদের তৈরি পোশাক।

অস্তিত্বহীন গ্রাম
সরকারি জনগণনা কতখানি প্রহসন হতে পারে তার অন্যতম নজির উত্তরপ্রদেশের গাজিপুর জেলার সেমরৌল গ্রাম। জনসংখ্যা প্রায় ৩৬০০ হওয়া সত্ত্বেও সরকারের খাতায় আস্ত গ্রামটির অস্ত্বিত্বই নেই। বর্তমানে ওই গ্রামের জনসংখ্যা শূন্য। গ্রামপ্রধান শুভজিৎ সিংহ কুশওয়াহা জানান, এই গ্রামে উনিশশো ভোটার আছেন এবং গত ১১ বছরে তিনটি পঞ্চায়েত ভোট ও দু’টি লোকসভা নির্বাচনও হয়েছে।

চিটফান্ড কর্তা ধৃত
চড়া সুদের প্রলোভন দেখিয়ে কয়েকশো কোটি টাকা নয়ছয়ের অভিযোগে ‘জীবন সুরক্ষা’ নামে একটি চিট ফান্ড সংস্থার অন্যতম কর্তাকে কলকাতা থেকে গ্রেফতার করল অসম সিআইডি। বুধবার অসম সিআইডি-র তদন্তকারী দলটি উত্তম চট্টোপাধ্যায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে রাতেই গুয়াহাটি ফিরে আসেন। বৃহস্পতিবার তাঁকে গুয়াহাটির আদালতে তোলা হবে।

চালকলে মৃত্যু
এক যুবক চালের কলে আটকে গিয়ে মারা যান। ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শাকু (২১)। কাঠুয়া জেলার রাজবাগ এলাকায় শুকনো ঘাস কাটার সময়ে ঘটনাচক্রে হঠাৎই চালের কলে আটকে গিয়ে তিনি মারা যান। হাসপাতালে নিয়ে গেলে তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আত্মঘাতী মহিলা
দক্ষিণ চেন্নাইয়ের অফিস থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ২৬ বছরের এক মহিলা। তথ্য-প্রযুক্তি শিল্প ক্ষেত্রে কর্মরত ওই মহিলার বিয়ে হয় এক বছর আগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিয়ের এক বছরের মধ্যে সন্তান না হওয়ায় হতাশার বশেই আত্মঘাতী হন তিনি।

আত্মঘাতী ছাত্র
পৃথক তেলেঙ্গানার দাবিতে ফের আত্মঘাতী হয়েছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। মৃতের নাম ভি সন্তোষ। বাড়ি আদিলাবাদে। ছাত্রের কাছ থেকে একটি সুইসাইড নোট মিলেছে। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে ফের ছাত্র আন্দোলন শুরু হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।

ছাত্রীকে উত্যক্ত, প্রহৃত কনস্টেবল
হস্টেলের বাইরে থেকে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে ছাত্রীদের হাতে মার খেল এক পুলিশ কনস্টেবল। অভিযুক্তের নাম শঙ্কর লাল। আপাত দৃষ্টিতে মনে করা হয়েছিল তিনি মদ্যপ। কিন্তু পরে ডাক্তারি পরীক্ষায় তা প্রমাণ হয়নি।

ধর্ষক গ্রেফতার
বিদেশিনিকে ধর্ষণ করার অভিযোগে আটক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। ওই অভিযুক্তের নাম মহম্মদ আনোয়ার আনসারি। আনসারি সোমবার রাতে ধর্ষিতার ফ্ল্যাটে জানলা দিয়ে ঢোকে। গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে।

নিষেধাজ্ঞা
বিহারের মাধেপুরা জেলার এক গ্রামে মদ্যপান ও জুয়া খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গ্রাম-পঞ্চায়েত। নিষেধজ্ঞা অমান্য করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.