দোকানে ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা |
দোকানের ভিতর থেকে তার মালিকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার রায়বাহাদুর রোডে। পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম পূর্ণচন্দ্র দত্ত (৬০)। বাড়ি শীলপাড়ায়। এ দিন রাতে স্থানীয়রা দেখেন দোকানের দরজা ভেজানো। ভিতরে আলো জ্বলছে। এর পরে দরজা খুলে দেখা যায় দোকানের ভিতর সিলিং থেকে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি। পরে বেহালা থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
|
এক ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হল। বুধবার, রিজেন্ট পার্ক থানার বাঁশদ্রোণী প্লেসের একটি বাড়ির এক পরিত্যক্ত ঘর থেকে। মৃতের নাম প্রতীপজিৎ সরকার (৬১)। পুলিশ জানায়, তিনি একাই থাকতেন। পুলিশকে প্রতীপজিৎবাবুর এক ভাই জানান, সোমবার সকালে খাবার দিতে গিয়ে তিনি শেষবারের মতো প্রতীপজিৎবাবুকে দেখেন। বুধবার আগের দিনের খাবার পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। দরজা খুলে তিনিই প্রথম দগ্ধ দেহটি দেখেন।
যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ বলেন, “কবে ওই ব্যক্তি মারা গিয়েছেন, ঘরে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
এক ইলেকট্রিক মিস্ত্রিকে খুনের অভিযোগে চার জন গ্রেফতার হলেন। পুলিশ জানায়, সোমবার মনসা অধিকারী নামে ওই মিস্ত্রি ইলিয়ট রোডে নির্মীয়মাণ এক বহুতলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আবদুল আল হাদি, উমেশকুমার প্রসাদ, মণি সাউ ও অনিলকুমার সিংহ নামে চার জনকে গ্রেফতার করা হয়।
|
গাড়ি চুরির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীর মধ্যে চার জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে। দুষ্কৃতীদের সঙ্গে থাকা দু’টি গাড়ির একটি থেকে চারটি ভোজালি, একটি রিভলভার ও গুলি উদ্ধার হয়েছে। ওই দু’টি গাড়ি চোরাই কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
বাইপাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, উত্তর পঞ্চান্ন গ্রামের কাছে। মৃতের নাম পরশুরাম সিংহ (৫০)। পুলিশ জানায়, মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
|
“জ্যোতি বসু বলতেন, সমর মুখোপাধ্যায় ঈশ্বরপ্রতিম ব্যক্তি। গড্’স ওন ম্যান! দলের কাছ থেকে ওঁর বরাদ্দ ভাতা থেকে কখনও বছরে ৫০ হাজার, কখনও ৬০ হাজার, ৮০ হাজার টাকা দলীয় তহবিলে জমা দিয়ে গিয়েছেন। উনি যে আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের অনুপ্রেরণা।” শতায়ু নেতাকে শ্রদ্ধা জানাতে গিয়ে বললেন প্রকাশ কারাট। বিমান বসুর কথায়, “তাঁর জীবন আজকের এবং আগামী প্রজন্মের কাছে শিক্ষণীয়।” শরীর ভাল না-থাকায় নভেম্বর বার্ষিকীর দিনে বুধবার সকালে ধর্মতলায় লেনিন মূর্তিতে মালা দিতে না-গেলেও বিকেলে দিলখুশা স্ট্রিটে সমরবাবুর সংবর্ধনায় ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। |