অনেকের জমির ধান ইতিমধ্যে পেকে গিয়েছে, কেউ কেউ কাটাও শুরু করে দিয়েছেন। এই অবস্থায় আবহাওয়ার খামখেয়ালিপনায় সিঁদুরে মেঘ দেখছেন চাষিরা। অকাল এই বৃষ্টিতে শুধু ধান নয় অন্যান্য সব্জিরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন চাষিরা। যদিও নিম্নচাপের এই বৃষ্টি ধানের পক্ষে খুবই ভাল হবে দাবি করছে জেলা কৃষি দফতর। সিউড়ির কমলপুর গ্রামের চাষি জয়দেব মণ্ডল, সাঁইথিয়ার তালতলার গণেশ মণ্ডল, শাউলডিহির সাধন মুখোপাধ্যায়, ময়ূরেশ্বরের বুঁইচা গ্রামের তারণি মণ্ডল, লাভপুরের বিবেকানন্দ মণ্ডলরা বলেন, “এই বৃষ্টিতে কাদের কী লাভ হয়েছে বলতে পারব না। তবে আমাদের ক্ষতিই বেশি হল। কারণ আমাদের বেশকিছু জমির ধান পেকে গিয়েছিল। কোথাও কোথাও তা কেটে জমিতে ফেলে রাখা হয়েছিল। কিন্তু অসময়ে টানা পাঁচদিনের বৃষ্টিতে কাটা ধান নষ্ট হচ্ছে। কিছু ধান নুইয়ে পড়েছে।” তাঁদের দাবি, “শুধু ধান নয় আলু, ফুলকপি, বেগুনও নষ্ট হয়ে যাবে।” অন্য দিকে, মাড়গ্রামের তেঁতুলিয়া গ্রামের নির্মল সরকার, মল্লারপুরের জহর রায়রা বলেন, “এই বৃষ্টিতে লাভ-ক্ষতি দুই হবে।” জেলা কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর প্রদীপকুমার মণ্ডল বলেন, “এই বৃষ্টিতে অনেক উপকার হল। জেলায় ২.৮৭ লক্ষ হেক্টর জমিতে ধান হয়েছিল। প্রায় অর্ধেক জমিতে জলের টান ছিল।” তিনি জানান, ক্ষতির পরিমাণ খুবই কম। তবে আরও বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কা রয়েছে।
|
দিনেদুপুরে রামপুরহাট শহরে ছিনতাইয়ের চেষ্টা হল। বুধবার রামপুরহাট আদালতের কাছে দেশবন্ধু রোডের ঘটনা। রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী সুনীল মণ্ডল এ দিন দুপুরে ব্যাঙ্ক থেকে পেনশনের টাকা তুলে ওই রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি রাস্তার পাশে একটি দোকানে টাকা ভর্তি ব্যাগটি রেখে দাঁড়িয়েছিলেন। হঠাৎ সেখানে মোটরবাইকে আসা দুই যুবক বেসামাল হয়ে গাড়ি নিয়ে পড়ে যান। গাড়িতে ওঠার সময় তাদের মধ্যে এক জন সুনীলবাবুর ব্যাগটি নিয়ে মোটরবাইকে চড়ে বসতেই বৃদ্ধ চিৎকার করে ওঠেন। লোকজন তেড়ে আসায় বেগতিক দেখে মোটরবাইক ও ব্যাগটি ফেলে দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনাস্থলে এসে বাইকটি বাজোয়াপ্ত করে পুলিশ।
|
বাড়ির উঠোনের তারে জামা-কাপড় শুকোতে দিতে গিয়ে তড়িদাহত মৃত্যু হল এক কিশোরীর। বুধবার সকালে দুঘর্টনাটি ঘটে নলহাটি পুরসভার গোপালপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম মিম্মি খাতুন (১৫)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিদ্যুৎবাহী তারে শর্টসার্কিট হওয়ায় এই দুঘর্টনা। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীটিকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। |