ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন আসানসোল দক্ষিণ থানার শিমুলতলার বাসিন্দা প্রাক্তন ইস্কো কর্মী নীলরতন দত্ত মজুমদার। ফেরার পথে দুই যুবক মোটরবাইকে এসে তাঁকে ধাক্কা মেরে টাকা ছিনতাই করে পালায় বলে অভিযোগ। বুধবার দুপুরে ওই এলাকার মহীশিলা কলোনিতে ঘটনাটি ঘটে। নীলরতনবাবু থানায় লিখিত অভিযোগে জানান, এ দিন দুপুরে ঊষাগ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে মেয়ের বিয়ের জন্য বেশ কয়েক হাজার টাকা তুলে বাড়ি ফিরছিলেন তিনি। মহীশিলা কলোনির রাস্তায় আচমকা পিছন থেকে একটি মোটরবাইকে এসে পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। মাটিতে পড়ে যান তিনি। হাতের ব্যাগটিও ছিটকে যায়। ব্যাগটি তুলে চম্পট দেয় ওই দুই যুবক। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
গাড়ির ধাক্কায় জখম হলেন এক পথচারী ও ক্রেতা। বুধবার ২ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার বোগড়া গ্রামের কাছে ঘটনাটি ঘটে। তাঁদের আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন সকাল পৌনে ১১টা নাগাদ একটি গাড়ি একটি দোকানে ধাক্কা মারে। তাতেই আহত হন এই দু’জন।
|
সদ্য নির্মিত একটি অনুষ্ঠান বাড়িতে পানশালা তৈরি হওয়ার জেরে বিক্ষোভ হল হিরাপুরের ইসমাইলে। বুধবার আসানসোলের অতিরিক্ত জেলাশাসকের দফতরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শ’দুয়েক বাসিন্দা সকালে অতিরিক্ত জেলাশাসকের দফতরে জড়ো হন। তাঁদের অভিযোগ, এই নিয়ে মাস দেড়েক ধরে প্রশাসনিক স্তরে জানানো হলেও কোনও লাভ হয়নি। অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত কুমার আইকত বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
|
নিরাপত্তারক্ষীকে মারধর করে কয়লা ও অন্য সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। মঙ্গলবার গভীর রাতে সিঁদুলি কোলিয়ারির ঘটনা। খনি কর্তৃপক্ষ জানান, রাত দেড়টা নাগাদ দুষ্কৃতীরা লুঠ করতে এলে নিরাপত্তারক্ষীরা বাধা দেন। দু’জন নিরাপত্তরক্ষীকে মারধর করে দুষ্কৃতীরা। তাঁদের মধ্যে দয়ারাম হরিজন নামে এক জনকে ইসিএলের ছোড়া হাসপাতালে ভর্তি করানো হয়।
|
ওই শিশু? ১৯১৭ সালে রাশিয়ায় ‘নভেম্বর বিপ্লব’-এর স্মরণে
পদযাত্রা উখড়ায়। বুধবার ছবিটি তুলেছেন ওমপ্রকাশ সিংহ। |
‘নভেম্বর বিপ্লব’ স্মরণে বুধবার একটি মিছিল বের করল উখড়া সিপিআই (এমএল)। এ দিন সংগঠনের উখড়া কার্যালয় থেকে একটি মিছিল বেরিয়ে শহর পরিক্রমা করে। মিছিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
|
দুর্গাপুর
বিজয়া সম্মিলনী। অভিনন্দন লজ। সন্ধ্যা ৬টা।
সুপার ডিভিশন ফুটবল। এমএএমসি মাঠ। বিকাল ৩টে। উদ্যোগ: দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা।
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। আসানসোল স্টেডিয়াম ও বিউসি মাঠ। বিকেল ৩টে। উদ্যোগ: আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা। |