টুকরো খবর
ক্যানসার মিছিলে মনমোহন-পত্নী
সার্ভাইকাল ক্যানসারে প্রতি বছর আক্রান্ত হন অন্তত ৭৪ হাজার মহিলা। গ্রামে হোক বা শহরে, এখনও এই ক্যানসার নিয়ে সচেতনতা তেমন ভাবে গড়ে ওঠেনি। তাই এ বার মিছিলে পা মেলালেন খোদ প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পত্নী গুরুশরণ কৌর। নয়াদিল্লির একটি স্কুল থেকে সকাল আটটায় শুরু হয় মিছিলটি। প্রায় দু’কিলোমিটার রাস্তা ঘুরে চার ঘণ্টা পর স্কুলটিতে ফেরত আসে মিছিলটি। গুরুশরণ কৌর এই মিছিলটিতে যোগ দিয়ে মহিলাদের বোঝানোর চেষ্টা করেন যে, কিছু সাবধানতা অবলম্বন করলে এড়ানো যেতে পারে এই ক্যানসারের করাল থাবা।

লিভারের রোগে সচেতনতা
লিভারের অসুখ সম্পর্কে সচেতনতা বাড়ানোর কাজে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে রাজ্য সরকার। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে এ কথা জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লিভারের অসুখ কী ভাবে ঠেকিয়ে রাখা যায় তা নিয়ে স্কুল স্তর থেকে সচেতনতা কর্মসূচির পাশাপাশি হেপাটাইটিস বি-এর প্রতিষেধক টিকার প্রসারের উপরেও জোর দেন তিনি। ব্রিস্টল মেয়ার্স স্কুইব ফাউন্ডেশন (বিএমএসএফ) এবং লিভার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রবিবার থেকে কলকাতায় শুরু হয়েছে তিন দিনের এই সম্মেলন। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিএমএসএফ-এর অধিকর্তা ফ্যাঙ্গিসাইল মানসিয়া, লিভার ফাউন্ডেশন অব ইন্ডিয়ার সম্পাদক সমীর শাহ, চিকিৎসক অশোকানন্দ কোনার প্রমুখ।

স্বাস্থ্য-শিবির
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্যের ছেলের জন্মদিন উপলক্ষে ‘হৃদরোগ’ পরীক্ষা শিবির হল। রবিবার শিলিগুড়ির হাকিমপাড়ায় গিরীশ ঘোষ সরণিতে ওই সদস্যের বাড়িতেই ওই শিবির হয়। ১৪ বছরের কিশোর সঙ্কল্প বসু ছোট বেলায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার পর এখন ভাল রয়েছে ১৪ বছরের ওই কিশোর। গত কয়েক বছর ধরেই ছেলে সঙ্কল্পের জন্ম দিনে বিভিন্ন সমাজসেবামূলক কাজের আয়োজন করেন বাবা সুকান্তবাবু। এ বার সেই মতো হৃদরোগের চিকিৎসার জন্য শিবির করা হয়। দুর্গাপুর মিশন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অভিজিৎ বসু, অজয় কুমার পারিধা, পার্থ পালরা এ দিন শিবিরে এসেছিলেন। ১৩২ জন স্বাস্থ্য পরীক্ষা করান। সুকান্তবাবু যে সংগঠনের সঙ্গে যুক্ত তারাও পাশে দাঁড়িয়েছে। মিশন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে তারাই যোগাযোগের ব্যবস্থা করেন।

জন্মোৎসব পালন
বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের ১৭৯ তম জন্মোৎসব পালিত হল জগৎবল্লভপুরের পাইকপাড়ায় তাঁর বাড়িতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঁটপুর রামকৃষ্ণ মঠের স্বামী প্রাণময়নন্দ, এলাকার বিধায়ক আবুল কাশেম মোল্লা। অনুষ্ঠানে হোমিওপ্যাথি ও অ্যালোপাথি চিকিৎসা সম্পর্কিত আলোচনাসভা, চক্ষু পরীক্ষা শিবির ছাড়াও এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সর্ম্বধনা দেওয়া হয়। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান পরিচালনা করেন কুমারজ্যোতি বন্দোপাধ্যায়।

চিকিৎসক ও কর্মীদের সংবর্ধনা
জেলা পুলিশের তরফে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ৫ জন চিকিৎসক ও ৭ জন কর্মীকে সংবর্ধনা দেওয়া হল রবিবার। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, জেলা পুলিশের অনুরোধে হাসপাতাল কর্তৃপক্ষ জেলার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ১০টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। সেখানে প্রায় ছ’হাজার রোগী চিকিৎসার সুযোগ পেয়েছেন। শিবিরে যুক্ত থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরই ওই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়।

স্বাস্থ্যশিবির
দু’টি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রবিবার বীরভূমের আমোদপুরে হয়েছে স্বাস্থ্যশিবির। এখানে মূলত জন্ম থেকে যে সব শিশুর ঠোঁটকাটা বা তালু কাটা তাদের চিকিৎসা হয়েছে। সংস্থার কর্ণধার সুচেতা মুখোপাধ্যয় মজুমদার জানান, এমন ২৫ জন শিশুর বিনামূল্যে অস্ত্রোপচার ও ওষুধ দেওয়া হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.