টুকরো খবর
উদ্যোগ ফুটপাথ দখল মুক্ত করার
কান্দি শহরে রাস্তা দখল করে হকারদের পসরা সাজানোর অভিযোগ নতুন কোনও বিষয় নয়। ব্যবসায়ী সমতি ফুটপাথ দখল মুক্ত করতে বার বার আর্জি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। এ বার হকার উচ্ছেদে খোদ পুরসভা উদ্যোগী হওয়ায় খুশি ব্যবসায়ী সমিতি। কান্দি মহকুমা এলাকার বাজারে কান্দি, বড়ঞা, খড়গ্রাম, ভরতপুর-১ ও ২ নম্বর ব্লকের লোক ছাড়াও পড়শি জেলা বর্ধমান ও বীরভূমেরও অনেকে পাইকারি ও খুচরো জিনিসপত্র কেনাকাটা করতে আসেন। ওই বাজার এলাকার রাস্তা-সহ শহরের অন্য গুরুত্বপূর্ণ রাস্তার উপর পসরা সাজিয়ে ব্যবসা করেন খুচরো ব্যবসায়ীরা। এছাড়াও বড় দোকানের মালিকেরাও তাঁদের দোকানের পণ্য রাস্তার উপর সাজিয়ে রাখেন। এছাড়াও অনেক ক্রেতাই সাইকেল ও মোটরসাইকেল রাস্তার উপরেই রেখে বাজার করেন। তাতে রাস্তা সংকীর্ণ হয়ে যায়। সাধারণ মানুষ যাতায়াত করতে অসুবিধায় পড়েন। অবশেষে পুরসভা এ কাজে উদ্যোগী হওয়ায় খুশি ব্যবসায়ী সমিতি। পুজোর পরে চলছে পুরকর্মীদের বাজার পরিদর্শনের প্রক্রিয়া। লিফলেট বিলি ও মাইকে প্রচার করার মাধ্যমেও চলছে সতর্ক করে দেওয়ার প্রক্রিয়া। কান্দির পুরপ্রধান কংগ্রেসের গৌতম রায় বলেন, “আমাদের কর্মীরা ফুটপাথ দখল করে ব্যবসা বন্ধের আর্জি জানাচ্ছেন। পুরসভার নির্দেশ না মানলে রাস্তায় থাকা পণ্য তুলে আনা হবে। ধার্য করা হবে জরিমানাও।” এই উদ্যোগে দৃশ্যতই খুশি কান্দি মহকুমা ব্যবসায়ী সমিতি। সমিতির সম্পাদক তারকনাথ প্রামাণিক বলেন, “পুরসভাকে এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। দুঃখজনকভাবে আমাদেরই কিছু ব্যবসায়ী বন্ধু এই রাস্তা দখল করে ব্যবসা করে চলেছে। এতে করে পথচারীদের সমস্যা হচ্ছে।”

কমিশনের পরীক্ষা নিয়ে বিতর্ক স্কুলে
দেরি করে আসায় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে বহরমপুর জেএন অ্যাকাডেমি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রবিবার ছিল এই পরীক্ষা। সরকারি ওই চাকরির পরীক্ষা কেন্দ্র হিসেবে জেএন অ্যাকাডেমি-সহ বহরমপুরের বিভিন্ন স্কুলকে বেছে নেওয়া হয়। কিন্তু এদিন পরীক্ষা শুরুর ১০ মিনিট পরে জেলার বিভিন্ন প্রান্তের ৮ জন পরীক্ষার্থী দিতে আসেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা কেন্দ্রে তাদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ। পরীক্ষার্থীদের কথায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওই বিপত্তি ঘটেছে। বৃষ্টিতে অনিয়মিত যানবাহন চলাচল করার কারণেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনও কথা শুনতে চাননি। স্কুলের প্রধান শিক্ষক সুহাসরঞ্জন চট্টরাজ বলেন, “এদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। অ্যাডমিট কার্ডে স্পষ্ট ভাবে সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে উল্লেখ রয়েছে। এর পরে কেউ যদি দেরি করে আসে, সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমোদন দিতে পারি না।” ওই পরীক্ষা কেন্দ্রে এদিন প্রথমার্দ্ধে ২৮৮ জনের মধ্যে১৪২ জন এবং দ্বিতীয়ার্দ্ধে মাত্র ১২৫ জন উপস্থিত ছিলেন।

মোটরবাইক উল্টে মৃত্যু
মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। নাম মাধবী সাহা (৪০)। বাড়ি ময়ূরেশ্বরের কালিয়া গ্রামে। রবিবার দুপুর নাগাদ বড়ঞা থানার টিটেগ্রামের কাছে এই ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে অনুমান, সারা দিন বৃষ্টির জন্যই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, ওইদিন ভাগ্নের মোটর সাইকেলে চেপে ওই মহিলা বড়ঞার সাটিতারা গ্রামে মামার বাড়িতে যাচ্ছিলেন। রাস্তায় মোটর বাইকটি পিছলে রাস্তায় আছড়ে পড়লে জখম হন ওই মহিলা। স্থানীয় বাসিন্দারা তাঁকে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম সনাতন রাজবংশী (৪৩)। বাড়ি কান্দির দুর্গাপুর গ্রামে। পেশায় মৎস্যজীবী ওই ব্যক্তি শনিবার সন্ধ্যা নাগাদ সাইকেলে চেপে কান্দি-বহরমপুর রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিলেন। সেই সময় মনোহরপুরের কাছে পিছন দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন। ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ। পলাতক চালকের খোঁজে শুরু হয়েছে পুলিশি তল্লাশি। রবিবার সারা দিনই বৃষ্টি হয়েছে। তাতে রাস্তা পিছল ছিল।

পথ দুর্ঘটনায় মৃত প্রৌঢ়
রবিবার কুঠির মোড়ে পুলিশ ভ্যান ও উল্টোদিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম পদম ভোতরা (৫৫)। বাড়ি মালদহের চাঁচলে। জখম সাত জন। তার মধ্যে ৫ জনকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি দু’জন ডোমকল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

রানাঘাটে দেহ দান
স্বাধীনতা সংগ্রামী প্রশান্ত হালদারের (৮৯) দেহ রবিবার দান করা হল কল্যাণী মেডিক্যাল কলেজে। শনিবার রাতে নদিয়া জেলা হাসপাতালে তাঁর জীবনাবসান হয়। মেডিক্যাল কলেজের সুপার ভানুরঞ্জন ঘোষ বলেন, “এই নিয়ে দু’জনের দেহ এখানে দান করা হল। এতে গবেষণায় ও শিক্ষায় বিশেষ সুবিধা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.