এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে পুড়শুড়ার চিলাডাঙ্গি গ্রামের বাসিন্দা লাল্টু সামন্ত নামে ওই যুবককে ধরা হয়। ধৃত যুবক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে পুড়শুড়ার জঙ্গলপাড়া গ্রামের ওই ছাত্রী চাঁপাডাঙা যাচ্ছিলেন টিউশন পড়তে। ব্রাহ্মণপাড়া সংলগ্ন রাস্তায় লাল্টু মোটরবাইক থামিয়ে পথ আটকে ছাত্রীটির হাত ও পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ। ছাত্রীটি নিজেই থানায় এই অভিযোগ দায়ের করেন। রবিবার ধৃতকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের দাবি, “আমরা এক বছরেরও বেশি সময় ধরে মেলামেশা করছি। কিন্তু মাসখানেক ধরে ও কোনও যোগাযোগ রাখছে না। তার কারণ স্পষ্ট করে জানতে চেয়েছিলাম। ও মিথ্যে কথা বলে আমাকে ফাঁসিয়েছে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। শনিবার রাতে ঘটনাটি ঘটে হুগলি জেলার চন্দননগর মহকুমা হাসপাতালের অদূরে লালদিঘি এলাকায় জিটি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম গৌতম ভুঁইঞা (৪০)। বাড়ি স্থানীয় বাগবাজারে। রাত পৌনে ১০টা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন তিনি। সে সময়ে চুঁচুড়াগামী একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালাতে থাকে। স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ট্রাকটিকে ধরে ফেলে। এ দিকে, আশঙ্কাজনক অবস্থায় গৌতমবাবুকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা হয়েছে। চালককে গ্রেফতারও করেছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তে। |