ফের পাঁচশো টাকাকে একশোর নোট বলে দাবি করে যাত্রী প্রতারণার অভিযোগ উঠল এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। মাসখানেক আগে ট্যাক্সিচালকের খপ্পরে পড়ে বেহালার বাসিন্দা আল্পনা পালের টাকা লুঠ হয় বলে অভিযোগ ওঠে। এ ক্ষেত্রে সোনারপুরের বাসিন্দা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ দে-র টাকা শেষ পর্যন্ত চালক লুঠ করতে না পারলেও হয়রানির শিকার হতে হয়। অভিযুক্ত চালককে শনিবার গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর অভিজিৎবাবু তাঁর স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে বাইপাসের কাদাপাড়া মোড় থেকে রাত সাড়ে সাতটা নাগাদ ট্যাক্সিতে ওঠেন। অভিজিৎবাবুর বাড়ি কামালগাজিতে। তিনি বলেন, “রুবি মোড়ের ঠিক আগেই ট্যাক্সি থামিয়ে চালক বলেন ব্রেক খারাপ হয়ে গিয়েছে। ভাড়া দিয়ে দিন।” অভিজিৎবাবু জানান, মিটার অনুযায়ী তিনি চালককে একশো টাকা দেন। চালক নোটটি নিয়ে জানান, তাঁকে একশো নয় পঞ্চাশ টাকা দেওয়া হয়েছে। অভিজিৎবাবু বলেন, “ভুল করেছি ভেবে আমি পঞ্চাশ টাকা চালকের হাত থেকে নিয়ে পাঁচশোর নোট চালককে দিয়ে চারশো ফেরত চাই। তখন চালক বলেন আমাকে তো একশো টাকাই দিলেন। আবার টাকা ফেরত কেন চাইছেন?” অভিজিৎবাবু বলেন, “আমার কাছে ক’টা পাঁচশোর নোট আছে সেই হিসেব ছিল, বুঝলাম চালক প্রতারণা করছেন।” অভিজিৎবাবু ট্যাক্সিচালককে নিয়ে সার্জেন্টের কাছে যেতে চাইলে চালক চারশো টাকা ফেরত দিয়ে হুড়মুড় করে ট্যাক্সি নিয়ে চলে যান। অভিজিৎবাবু ট্যাক্সির নম্বর দেখে নিয়েছিলেন। রুবি মোড়ের সার্জেন্টকে তিনি পুরো ঘটনাটি জানাতে তখনই তারা কসবা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
|
চাঁদার জুলুমের শিকার হলেন বিরাটির এক গ্যাস ডিলার। রবিবার অসীম সাহা নামে ওই ব্যক্তি নিমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এয়ারপোর্ট থানা এলাকার একটি ক্লাবের বিরুদ্ধে। অভিযোগ, ওই ক্লাবের পক্ষ থেকে দিন কয়েক আগে কালীপুজোর চাঁদার একটি ফাঁকা রসিদ কেটে যাওয়া হয়েছিল। এ দিন দুপুরে ক্লাবের জনা দশেক সদস্য অসীমবাবুর অফিসে গিয়ে দশ হাজার টাকা দাবি করেন। এত টাকা দেওয়া নিয়ে বচসা বাধে। অসীমবাবুর অভিযোগ, “অত টাকা দিতে রাজি না হওয়ায় আমায় মারধর করে ওরা। অফিসে ভাঙচুরও চালায়। সাত দিনের মধ্যে টাকা না দিলে ফের মারধরের হুমকি দিয়েছে।” অভিযোগ দায়ের হওয়ার পরে ওই ক্লাবের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। অভিযুক্ত পুজো কমিটির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অবশ্য এই ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন। বেলঘরিয়ার এডিসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এয়ারপোর্ট থানাকেও খোঁজখবর নিতে বলা হয়েছে।
|
মাদক-সহ গ্রেফতার করা হল এক মহিলাকে। রবিবার সকালে শ্যামপুকুরের রাজা নবকৃষ্ণ স্ট্রিট থেকে তাকে ধরে কলকাতা পুলিশের নার্কোটিক শাখা। ধৃতের নাম পার্বতী সাউ। পুলিশ জানায়, ধৃত মহিলার কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন এবং নগদ ৩০০০ টাকা উদ্ধার করা হয়।
|
বৈধ কাগজপত্র ছাড়াই সিঙ্গাপুর থেকে প্রায় নয় লক্ষ টাকার বৈদ্যুতিন সরঞ্জাম এনেছিলেন মহেশ মনচান্দানি। অভিযোগ, বিষয়টি শুল্ক দফতরকে না জানিয়ে বেরিয়ে যাচ্ছিলেন কলকাতা বিমানবন্দর থেকে। গত শুক্রবারের এই ঘটনায় বাজেয়াপ্ত করা হয় তাঁর মালপত্র। পরে গ্রেফতার হন মহেশ। শনিবার আদালত তাঁকে জামিন দেয়। |