টুকরো খবর
‘মৌখিক’ উদ্বোধন রবীন্দ্রভবনের
তৃণমূলের বাধায় নবনির্মিত ভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে মৌখিক ঘোষণা করে রবীন্দ্রভবনের উদ্বোধন করতে হয়েছে। এমনই অভিযোগ তুলল সিপিএম পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। শুধু তাই নয়, কর্মীদের মারধর করে রবীন্দ্রভবনের দরজার চাবি তৃণমূল সমর্থকরা কেড়ে নিয়েছেন বলে অভিযোগ জেলা পরিষদ সভাধিপতি মাগদালিনা মুর্মুর। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ঘটনা। শুক্রবার রবীন্দ্রভবন উদ্বোধনের সময়ে ভবনের সামনে তৃণমূল বিক্ষোভ সমাবেশ করে। তার জেরে পুর-বাসস্ট্যান্ডের কাছে রবীন্দ্রভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সভাধিপতি বলেন, “তৃণমূল নোংরা রাজনীতি করে। রবীন্দ্রভবনের সামনে বিক্ষোভ দেখিয়ে অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করেছে। রাতে কর্মীদের মারধর করে রবীন্দ্রভবনের চাবি কেড়ে নেওয়া হয়। পুলিশকে সব জানিয়েছি। সাহায্য পাইনি।” তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদকমন্ডলীর সদস্য চিরঞ্জীব মিত্র বলেন, “জেলাপরিষদ মুখে বলছে সরকারি অনুষ্ঠান অথচ রবীন্দ্রভবন উদ্বোধনে ছিলেন না কোনও সরকারি আধিকারিক। বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি। আমরা ওই অনুষ্ঠানকে অবৈধ বলে মনে করে প্রতিবাদ জানিয়েছি।”

বকেয়া মেটানোর চেষ্টা সরকারের
সোমবারের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের অন্তত দু’মাসের বকেয়া পেনশনের ৫০ শতাংশ মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে এমনটাই জানান হয়েছে। সম্প্রতি পেনশন না পেয়ে অনটনের জেরে আত্মঘাতী হয়েছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীর স্ত্রী দীপ্তি কর্মকার। শনিবার তাঁর পরিবারের সঙ্গে দেখা করলেন জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়। তিনি ডিপোর ইনচার্জের মাধ্যমে পরিবহণ মন্ত্রী, নিগম চেয়ারম্যান ও জেলাশাসকের কাছে দীপ্তিদেবীর পরিবারকে সহায়তা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশনের টাকা মেটাতে দাবিপত্র পাঠিয়েছেন। বুধবার রাতে বালুরঘাটের পেনশনভোগী বৃদ্ধা দীপ্তি কর্মকার আত্মঘাতী হন। জরুরি ভিত্তিতে বকেয়া পেনশন মেটানোর দাবি ওঠে সব মহলেই।

বিক্ষোভের মুখে নেতা
সরকারি গাড়িতে দলীয় সভায় যোগ দেওয়ার অভিযোগে বিক্ষোভের মুখে পড়লেন কোচবিহার জেলা পরিষদের সিপিএম কর্মাধ্যক্ষ ধনমন্ত অধিকারী। শুক্রবার রাতে মধুপুর পঞ্চায়েতের কাঁঠালবাড়ির ঘটনা। পুন্ডিবাড়ি ফাঁড়ি থেকে পুলিশবাহিনী গিয়ে ওই গাড়ি নিয়ে যায়। পূর্ত কর্মাধ্যক্ষ বাধ্য হয়ে এক বাসিন্দার বাইকে ফিরতে বাধ্য হন। সরকারি গাড়িতে সভায় যোগ দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। সেই সঙ্গে ওই ঘটনায় তৃণমূল সমর্থকরা জড়িত বলে অভিযোগ তুলেছেন। ধনমন্তবাবু বলেন, “দলীয় সভায় সরকারি গাড়ি নিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না। তৃণমূলের কিছু লোক গোলমাল পাকানোর চেষ্টা করে।”

আত্মসমালোচনার পরামর্শ সম্মেলনে
দার্জিলিং জেলার সংগঠন কেন দীর্ঘদিন পরেও নিজের পায়ে দাঁড়াতে পারেনি তা নিয়ে আত্মসমালোচনার পরামর্শ দিলেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সিটুর ষষ্ঠ দার্জিলিং জেলা সম্মেলনে শ্যামলবাবু ওই মন্তব্য করেন। তিনি বলেন, “এতদিন পরেও দার্জিলিং জেলায় আমাদের সংগঠন আত্মনির্ভর হতে পারেনি। এর কারণ নেতাদের গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করতে হবে। শ্রমিক, কর্মীদের ভরসা, আস্থা এবং নির্ভরতার জায়গা তৈরি করতে হবে।” তিনি বলেন, “আন্দোলন করব ডাক দিলেই মানুষ আমাদের সঙ্গে এসে যোগ দেবে এটা ভাবার জায়গা নেই। মানুষের সঙ্গে কথা বলে চা খেয়ে চলে এলে হবে না। বর্তমান পরিস্থিতি সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকদের যে সমস্যা, বেদনার জায়গা রয়েছে তা পাশে থেকে বুঝতে হবে। আস্থা, ভরসার জায়গা তৈরি করতে হবে।”

ধৃত প্রধান শিক্ষক
স্ত্রীকে নির্যাতন এবং দ্বিতীয় বিয়ে করার অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। চাঁচলের মালতিপুর থেকে শনিবার ধরা হয় হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা হাইস্কুলের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ পালকে। বিধানসভা নির্বাচনে মালতিপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। চাঁচল মহকুমা আদালতে মামলা করেন স্ত্রী। আদালতের নির্দেশে ওই শিক্ষককে ধরা হয়। হরেন্দ্রনাথবাবুর বক্তব্য, “অভিযোগ মিথ্যা।” শনিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

বর্ধিত হারে ভাড়া
৭ নভেম্বর থেকে জলপাইগুড়িতে বাসের বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি পরিবহণ সংগঠনগুলি। শনিবার জলপাইগুড়িতে সংগঠনগুলির যৌথ মঞ্চের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার যে হারে ভাড়া বাড়িয়েছে তাতে সন্তুষ্ট না হলেও আপাতত সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে বলে জানিয়েছে যৌথ মঞ্চ। ফলে জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটে ভাড়া বেড়ে ৩০ টাকা এবং জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে ভাড়া বেড়ে ৮৫ টাকা হয়েছে। তবে ছাত্রছাত্রী এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ভাড়ায় ছাড় দেওয়া হবে বলে সংগঠন সূত্রে জানানো হয়েছে। জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক সুদীপ্ত ঘোষ বলেন, “আরও বেশি ভাড়া দাবি করেছিলাম। কিন্তু রাজ্য সরকার নির্ধারিত ভাড়াই আপাতত নেওয়া হবে।”

দু’টি দেহ উদ্ধার
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার ভক্তিনগর থানার সুকান্তনগরের একটি ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। নাম অমিতাভ সাহা (৩৩)। তিনি সিমেন্ট ব্যবসায়ী। ঘরের দরজা ভেঙে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রের খবর, স্ত্রী ও মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাট কিনে গত জুলাই মাস থেকে তাঁরা থাকতে শুরু করেন। ওই দিন বাড়িতে অমিতাভবাবু একা ছিলেন। তাঁর স্ত্রী ও মেয়ে ধূপগুড়িতে আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ দিন প্রধাননগরেও এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নাম আদি সরকার (৩০)। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, পারিবারিক সমস্যায় মানসিক অবসাদে ছিলেন আদি। তার জেরে তিনি আত্মহত্যা করেছেন।

ক্ষতিগ্রস্তদের সাহায্য
আগুন লেগে বাড়ি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ব্যক্তিগত ভাবে ১৬ হাজার টাকা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। শনিবার শিলিগুড়িতে বিদ্যাচক্র কলোনি এবং ভক্তিনগর এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। দু’দিন আগে আগুন লেগে বিদ্যাচক্র কলোনিতে একটি বাড়ি পুড়ে যায়। এ দিন তাদের ৮ হাজার টাকা দেন মন্ত্রী। তা ছাড়া ওই বাড়ির ভাড়াটিয়া পরিবারকে ৪ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। ভক্তিনগর থানা এলাকায় সেবক রোডে একটি বাড়িও আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের ৪ হাজার টাকা দেন তিনি।

ট্রাকের ধাক্কা, মৃত্যু
ট্রাকের সঙ্গে ছোট গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ভক্তিনগরের শালুগাড়ায়। মৃতার নাম উমা ছেত্রী (৩২)। তাঁর বাড়ি গ্যাংটকে। ওই রাতে স্বামীর সঙ্গে ছোট গাড়িতে করে গ্যাংটকে ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক গাড়িতে ধাক্কা দেয়। মৃতার স্বামী-সহ ৩ জন একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে।

ভাড়াবৃদ্ধি, ক্ষোভ
পূর্ব ঘোষণা ছাড়া শামুকতলা, আলিপুরদুয়ার ও হাতিপোতা রুটে অটোরিকশা ও ম্যাক্সি-ট্যাক্সির ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ। ১ নভেম্বর থেকে যাত্রীদের বাড়তি ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ। যাত্রীদের অভিযোগ, শামুকতলা ও আলিপুরদুয়ারে ভাড়া ১৩ টাকা থেকে ১৭ টাকা করা হয়েছে। অন্য দিকে, আলিপুরদুয়ার থেকে হাতিপোতা রুটের ভাড়া ৫ টাকা বাড়ানো হয়েছে। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “সরকারি ভাবে পরিবহণ দফতর থেকে ভাড়া বাড়ানোর নির্দেশ জারি হয়নি। এভাবে ভাড়া বৃদ্ধি করা যায় না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.