পাণ্ডুয়ায় বিদ্যুৎকর্তাকে মার তৃণমূল নেতার
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডুয়া |
বিদ্যুৎ চুরি রুখতে অভিযান চালাতে গিয়ে মার খেলেন স্টেশন ম্যানেজার। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে হুগলির পাণ্ডুয়ায়। এক তৃণমূল নেতা এবং তাঁর দুই শাগরেদের বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন প্রহৃত অফিসার শিবপ্রসাদ চক্রবর্তী। পুলিশ খুঁজছে। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগম সূত্রের খবর, গ্রামবাসীরা পাণ্ডুয়ায় গাছ কাটছিলেন। ডাল পড়ে বিদ্যুতের পোল ভেঙে যায়। এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়লে বিদ্যুৎ দফতরের কর্মীরা গিয়ে কাজ শুরু করেন। গ্রামবাসীদের তাঁরা জানান, গাছ কাটতে গিয়ে ঘটনা ঘটায় ‘ক্ষতিপূরণ’ হিসেবে নিগমকে টাকা দেওয়া বিধি। তাতেই ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। এর পরেই স্টেশন ম্যানেজারের অফিসে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রহৃত শিবপ্রসাদ চক্রবর্তীর অভিযোগ,“বিদ্যুৎ চুরি রুখতে অভিযান চালানোয় সঞ্জয় ঘোষ নামে এক নেতা আমাকে হুমকি দিচ্ছিলেন। শেষ পর্যন্ত আমাকে অফিসে চড়াও হয়ে মারধর করা হল। আমি নিরাপত্তাহীনতাই ভুগছি। পাণ্ডুয়ায় চাকরি করতে যাওয়ার আর মানসিকতা নেই আমার।” তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দিলীপ যাদব বলেন,“সরকারি অফিসারের গায়ে হাত তোলা অন্যায়। এই কাজ বরদাস্ত করা হবে না। যে বা যাঁরা ওই কাজে জড়িত তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে।”
|
মাথায় রিভলভার ঠেকিয়ে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর |
ছাদের দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্তার মাথায় রিভলভার ঠেকিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায়। দুষ্কৃতীরা চলে যাওয়ার পরেই থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে বলে অভিযোগ। এ নিয়ে শনিবার সকালে জগদ্দল থানায় বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। শনিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতারও হয়নি। ব্যারাকপুরের অতিরিক্ত ডেপুটি কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য বলেন, “ডাকাতির অভিযোগ পেয়েছি। স্থানীয় দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত মনে হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত আড়াইটে নাগাদ কাকিনাড়া ৬ নম্বর গলিতে সিগারেট এবং গুটখার পাইকারি ব্যবসায়ী শঙ্কর সাউয়ের বাড়িতে হানা দেয় ৮ দুষ্কৃতী। তাদের মধ্যে বছর চোদ্দর একটি ছেলেও ছিল। সকলেরই মুখ বাধা ছিল। হাতে ছিল বোমা, চপার। শঙ্করবাবুর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা আলমারি খুলতে বলে। সেখান থেকে কয়েক ভরি সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা নেয় দুষ্কৃতীরা। শঙ্করবাবুর ভাইপোর চিৎকারে দুষ্কৃতীরা পালায়। শঙ্করবাবু বলেন, “মেয়ের বিয়ের জন্য বানানো গয়না বাড়িতে ছিল। ব্যবসার টাকাও ছিল।” জগদ্দলের তৃণমূল বিধায়ক অর্জুন সিংহ বলেন, “কমিশনারেট হওয়ার পরেও অপরাধ কমেনি। পুলিশি তৎপরতা বাড়েনি। এই ধরনের ঘটনাই তার প্রমাণ।”
|
প্রধানের জামিন
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
কারখানার মালিককে হেনস্থা করা ও ভাঙচুরের ঘটনায় ধৃত তৃণমূল পঞ্চায়েত প্রধান এবং এক পঞ্চায়েত সদস্য-সহ ৩ জন জামিন পেলেন। শ্রীরামপুরের রাজ্যধরপুরে রবারজাত পণ্য তৈরির ওই কারখানায় হামলার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে রাজ্যধরপুরের পঞ্চায়েত প্রধান অসীম শীল, সদস্য গৌতম চক্রবর্তী-সহ ৩ জনকে ধরে। শনিবার তাঁদের শ্রীরামপুর আদালতে হাজির করানো হলে, ভারপ্রাপ্ত এসিজেএম রাজকুমার নায়ার জামিনের আবেদন মঞ্জুর করেন। অসীমবাবুর দাবি, “বাসিন্দাদের চাপে সেখানে যায়। কিন্তু মারধরের অভিযোগ মিথ্যা।” দূষণ ছড়ানোর অভিযোগে শুক্রবার কিছু বাসিন্দা কারখানায় ভাঙচুর চালিয়ে রক্ষীদের মারধর করে ও কারখানার মালিক সুমিত অগ্রবালকে হেনস্থা করে বলে অভিযোগ।
|
ভাঙড়ে সংঘর্ষ
সংবাদসংস্থা • ক্যানিং |
‘গীতাঞ্জলি’ গৃহ নির্মাণ প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়া নিয়ে সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধল। শনিবার ভাঙড়ের শাঁকশহর বাজারের ওই ঘটনায় দু’পক্ষের সাত জন জখম হন। সিপিএম পরিচালিত শাঁকশহর পঞ্চায়েতে ওই প্রকল্পের আবেদন পত্র জমা নিয়ে শুক্রবারই দু’পক্ষের মধ্যে বচসা হয়েছিল। তৃণমূলের ভাঙড় ১ ব্লক সভাপতি জাঙ্গাহির খান চৌধুরির অভিযোগ, “আমাদের দুই কর্মীকে সিপিএমের লোকেরা মারধর করেছে।’’ সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাত্তার মোল্লার দাবি, “তৃণমূলের লোকেরা আমাদের ৫ জনকে মারধর করেছে।” এ দিনই ভাঙড়ের হরিহরপুরে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। তৃণমূল নেতৃত্ব তা মানতে চায়নি।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পুড়শুড়া মোড়ে আরামবাগ-তারকেশ্বর রোডে। পুলিশ জানায়, মৃতের নাম শ্রীমন্ত দাস (২০)। বাড়ি পুড়শুড়ার জঙ্গলপাড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁপাডাঙা থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন শ্রীমন্ত। উল্টো দিক থেকে আসা বালি বোঝাই লরিটির সঙ্গে সংঘর্ষ হয়। লরি চাপা পড়ে মৃত্যু হয় তাঁর। পুলিশ লরিটি আটক করেছে। চালক পলাতক। |