|
|
|
|
টুকরো খবর |
সিপিএম কর্মী ধৃত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
আগ্নেয়াস্ত্র-সহ এক সিপিএম কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আয়ুব খান মেদিনীপুর সদর ব্লকের রানিপাটনার বাসিন্দা। পুলিশের দাবি, তাঁর বাড়ি থেকে দেশি বন্দুক মিলেছে। সিপিএমের মেদিনীপুর গ্রামীণ (পশ্চিম) জোনাল কমিটির সম্পাদক নিরঞ্জন মাইতি বলেন, “খোঁজ নিয়ে দেখছি। মিথ্যে অভিযোগে আগেও দলীয় কর্মীদের গ্রেফতার করা হয়েছে।” |
অটো ভাড়া নিয়ে বৈঠক চান মন্ত্রী |
অটোচালকদের দাবি ছিল, ভাড়া বাড়াতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই দাবি না মানায় কলকাতা ও শহরতলির বিভিন্ন রুটে অটোচালকেরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। বেশি যাত্রীও তুলছেন। সরকার যে এ কথা জানে না, তা নয়। শনিবারও পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেছেন, “অটোচালকেরা যে ভাবে বাড়তি টাকা আদায় করছেন, তা বেআইনি।” কিন্তু সেই বেআইনি কাজ আটকাতে আজ পর্যন্ত সরকার উদ্যোগী হয়নি বলে অভিযোগ যাত্রীদের। আশঙ্কা, যথেচ্ছ ভাড়া আদায় চলবেই। কারণ, এখনই অটোর ভাড়া বাড়াচ্ছে না সরকার। এ দিন পরিবহণমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, কলকাতা ও লাগোয়া শহরতলিতে অটোচালকদের একাংশ জোরজুলুম করে বেশি ভাড়া আদায় করছে। দাবিমতো ভাড়া না পেলে যাত্রীদের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করছেন বলে অনেকেই দফতরে জানাচ্ছেন। সমস্যার সমাধানে অটো চালকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করতে চান মদন। তিনি বলেন, “সোমবার উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু রুটের অটো চালকদের ইউনিয়নের নেতাদের মহাকরণে ডাকা হয়েছে।” দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার অটো ইউনিয়নের নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ৬ নভেম্বর। |
|
|
|
|
|