ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-আর্সেনাল ম্যাচের আকর্ষণই ছিলেন রবিন ফান পার্সি। ম্যান ইউয়ের জার্সিতে পুরনো ক্লাবের বিরুদ্ধে কতটা সফল হবেন ডাচ তারকা, আগ্রহ ছিল তা নিয়েই। আর পার্সির গোলেই ১-০ এগিয়ে যায় ম্যান ইউ। তাঁর দলই জিতল ২-১ আর ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালের বিরুদ্ধে টানা পাঁচ বার জয় পেল ম্যান ইউ। যদিও এ দিন পেনাল্টি বাইরে মারেন রুনি। ৬৭ মিনিটে এভ্রার গোলে ২-০ এগিয়ে যায় তারা। আর্সেনালের একটি গোল শোধ করেন কাজোর্লা।
|
ওএনজিসি-র কাছে আটকে যাওয়ার পরে রবিবার শিলংয়ে লাজং এফসি-র বিরুদ্ধে নামছে প্রয়াগ ইউনাইটেড। কোচ সঞ্জয় সেন বলছেন, “লাজংয়ের খেলা দেখিনি। ম্যাচের প্রথম কুড়ি-পঁচিশ মিনিট সাবধানে খেলতে চাই।” চোটের জন্য ভিনসেন্ট যাননি। র্যান্টির সঙ্গে সম্ভবত শুরু করবেন রফিক। সঞ্জয়ের কথায়, “ওএনজিসি ম্যাচের ভুল লাজং ম্যাচে করতে চাই না।” এ দিকে, শনিবার সালগাওকর ১-০ হারাল মুম্বই এফসি-কে। গোলদাতা ফ্রান্সিস ফার্নান্ডেজ। মজার ব্যাপার, এই ম্যাচে সালগাওকরের কোচ ছিলেন ডেভিড বুথ। করিম পদত্যাগের পরে এটাই বুথের অভিষেক ম্যাচ।
|
নিখুঁত খেলে ডব্লিউজিসি-চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে সাতাশ থেকে আট নম্বরে উঠলেন গগনজিৎ ভুল্লার। টুর্নামেন্টে এ দিন ন’টি বার্ডি পেয়ে দিনের শেষ স্কোর নয়-আন্ডার ৬৩। ভুল্লার বলেছেন, “দুর্দান্ত একটা রাউন্ড খেললাম। ন’টা বার্ডির পাশে ন’টা পার। এটাই সম্ভবত আমার জীবনের সেরা রাউন্ড!”
|
ভারত-পাক সিরিজের জন্য পাক দল বাছা না হলেও অন্য আর একটা টিম বেছে ফেলল পাক বোর্ড। যে টিমে রয়েছে হানিফ মহম্মদ, জাহির আব্বাস থেকে শুরু করে ইমরান খান। প্রাক্তন ক্রিকেটাররা আসবেন ‘গুডউইল টিম’-এর সদস্য হয়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে। তবে এই দলে কেন ওয়াসিম আক্রম বা জাভেদ মিয়াঁদাদ নেই, তা নিয়ে পাকিস্তানেই প্রশ্ন উঠেছে।
|
আসন্ন কালীপুজো উপলক্ষ্যে কলকাতায় আসছেন লন্ডন অলিম্পিকে রুপোজয়ী শুট্যার বিজয়কুমার। বাইপাসে একটি পুজো উদ্বোধনে তিনি আসছেন। সঙ্গে করে আনবেন অলিম্পিক মেডেল। একই সঙ্গে যিনি আবার সেনাবাহিনী ছাড়া ঠিক করে ফেলেছেন। |