পরিয়ায়ীদের ভিড় বাড়ছে কোচবিহার রাজবাড়ির ঝিলে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কর্তারা মনে করছেন, এ বার পাখির জন্য পর্যটকদের কাছে রাজবাড়ির আকর্ষণ আরও বাড়বে। এলাকার বিরাট জলাশয়ে এ বার প্রথম লেসার হুইসলিং টিল প্রজাতির পরিযায়ীর আনাগোনা শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকশো পাখি এসেছে। |
শীত বাড়লে আরও আসবে মনে মনে করছেন রাজবাড়ি কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, ফি বছর পরিযায়ীরা ভিড় করে সাগরদিঘিতে। দূষণের জন্য সেখানে গত বছর কম পাখি এসেছিল। কোচবিহার হেরিটেজ সোসাইটির সম্পাদক অরুপজ্যোতি মজুমদার বলেন, “সাগরদিঘিতে দূষণ বেড়ে যাওয়ায় পরিযায়ীরা ডেরা পাল্টে রাজবাড়ির জলাশয়ে ভিড় করছে বলে মনে হচ্ছে। পর্যটকদের কাছে এটা বাড়তি পাওনা।” ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের কলকাতা সার্কেলের সুপার তপনজ্যোতি বৈদ্য বলেন, “পরিযায়ীদের যেন সমস্যা না হয় তা দেখা হচ্ছে।”
|
|
নিউ মার্কেটের পিছনের রাস্তায় এ ভাবেই জমছে নোংরা। শনিবার স্বাতী চক্রবর্তীর তোলা ছবি। |
|
কলকাতাকে পরিষ্কার রাখতে উদ্যোগ। তপসিয়া রোডে শনিবার। —নিজস্ব চিত্র |
|