দমদমের আবাসনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধৃত রবি সিংহ ও জগপ্রীত সিংহকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যারাকপুর আদালত। ২৯ অক্টোবর যশোহর রোডের বাসিন্দা জিতেন্দ্র সিংহ অভিযোগ করেন, নাগেরবাজারের একটি ফ্ল্যাটে তাঁর কিশোরী মেয়েকে ধর্ষণ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রবি ও জগপ্রীত সিংহকে গ্রেফতার করে পুলিশ। বাকি দুই অভিযুক্ত বলদীপ ও জোসেফ সিংহ এখনও পলাতক। অভিযুক্তদের আইনজীবী দাবি করেন, কিশোরীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। অভিযুক্ত যুবকদের কেন ডাক্তারি পরীক্ষা করানো হল না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
|
বধূ হত্যার অভিযোগে ধৃত স্বামী-শাশুড়ি-ননদ |
এক গৃহবধূকে খুনের অভিযোগে তাঁর স্বামী, শাশুড়ি ও ননদকে আটক করেছে লেক থানার পুলিশ। শনিবার পুলিশ জানায়, গঙ্গা দাস (২৫) নামে ওই গৃহবধূর বাবা অভিযোগ করেছেন, শুক্রবার রাতে তাঁর মেয়েকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে হত্যা করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মহিলার স্বামী গণেশ দাস, শাশুড়ি গীতা দাস এবং ননদ বাণী পাত্রকে গ্রেফতার করে। গোবিন্দপুর কলোনির বাসিন্দা গণেশ দাস পেশায় গাড়ি চালক। তাঁদের পাঁচ বছরের একটি মেয়ে এবং দু’বছরের একটি ছেলে আছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বেশি রাতে গীতাদেবী পাড়ার লোকজনকে ডেকে জানান, তাঁর বউমা সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছে। তাঁরা বাঙ্গুর হাসপাতালে গঙ্গাকে নিয়ে গিয়েছিলেন। হাসপাতাল গীতাকে মৃত বলে ফেরত পাঠিয়ে দেয়। এ দিন সকালে গঙ্গার বাবা শ্রীমন্ত সর্দার পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর মেয়ে অসুস্থ ছিলেন। গণেশ ও তাঁর মা গঙ্গাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলে দেন। মাথায় আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই মারা গিয়েছেন। ননদ বাণীও এ ঘটনায় জড়িত। পুলিশ জেনেছে, মাস পাঁচেক আগে বাড়িতে মৃত একটি সন্তান প্রসব করেন গঙ্গা এবং স্বামীর অজান্তেই শিশুটিকে রেল লাইনের ধারে ফেলে দিয়ে আসেন। এই খবর পেয়ে গণেশ রেগে যান। স্ত্রীর সঙ্গে তাঁর তুমুল ঝগড়া হয়। পুলিশ জানায়, ধৃতদের জেরা করা হচ্ছে। প্রয়োজনে তাঁদের পুলিশি হেফাজতেও নেওয়া হতে পারে। ওই গৃহবধূকে আদৌ ঠেলে ফেলে খুন করা হয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
|
আগুনে ভস্মীভূত চুড়ির কারখানা |
চুড়ি কারখানায় আগুন নেভাচ্ছে দমকল। —নিজস্ব চিত্র |
আগুনে ভস্মীভূত হল বড়বাজারের ওল্ড চায়না বাজার স্ট্রিটের একটি প্লাস্টিক চুড়ির কারখানা। শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছোয়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় রাত আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে জানা গিয়েছে, চুড়ির কারখানা এবং পাশের ঘর গুলিতে অনেক দাহ্য পদার্থ মজুত ছিল। কারখানাটি ঘিঞ্জি গলির মধ্যে হওয়ায় দমকল কর্মীদের কাজ করতে অসুবিধে হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হবে বলে ঘটনাস্থলে উপস্থিত দমকলের আধিকরিকরা জানান। অন্য দিকে এ দিন ভোরে সোদপুর উড়ালপুলের নীচে আগুনে তিনটি ঝুপড়ি পুড়ে যায়। দমকলের তিনটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
|
অটো ভাড়া নিয়ে বৈঠক চান মন্ত্রী |
অটোচালকদের দাবি ছিল, ভাড়া বাড়াতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই দাবি না মানায় কলকাতা ও শহরতলির বিভিন্ন রুটে অটোচালকেরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। বেশি যাত্রীও তুলছেন। সরকার যে এ কথা জানে না, তা নয়। শনিবারও পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেছেন, “অটোচালকেরা যে ভাবে বাড়তি টাকা আদায় করছেন, তা বেআইনি।” কিন্তু সেই বেআইনি কাজ আটকাতে আজ পর্যন্ত সরকার উদ্যোগী হয়নি বলে অভিযোগ যাত্রীদের। আশঙ্কা, যথেচ্ছ ভাড়া আদায় চলবেই। কারণ, এখনই অটোর ভাড়া বাড়াচ্ছে না সরকার। এ দিন পরিবহণমন্ত্রী এ কথা জানিয়ে বলেন, কলকাতা ও লাগোয়া শহরতলিতে অটোচালকদের একাংশ জোরজুলুম করে বেশি ভাড়া আদায় করছে। দাবিমতো ভাড়া না পেলে যাত্রীদের সঙ্গে তাঁরা দুর্ব্যবহার করছেন বলে অনেকেই দফতরে জানাচ্ছেন। সমস্যার সমাধানে অটো চালকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করতে চান মদন। তিনি বলেন, “সোমবার উত্তর কলকাতা ও উত্তর ২৪ পরগনার বেশ কিছু রুটের অটো চালকদের ইউনিয়নের নেতাদের মহাকরণে ডাকা হয়েছে।” দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার অটো ইউনিয়নের নেতাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা ৬ নভেম্বর।
|
মিনি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানার রানীকুঠিতে। মৃতের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এ দিন বিকেলে নেতাজি সুভাষ চন্দ্র বোস রোডে নাকতলা হাওড়া রুটের একটি বাস থেকে নামার সময় পড়ে যান ওই ব্যক্তি। প্রায় সঙ্গে সঙ্গেই বাসটির পিছনের চাকায় পিষ্ট হয়ে যান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
|
প্রকাশ্যে মদ্যপান গ্রেফতার ৫ যুবক |
প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার সদানন্দ রোডের একটি নির্মীয়মাণ বাড়িতে মদ খাচ্ছিল ওই যুবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।
|
৮০ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার নাম করে ছ’লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক অবসরপ্রাপ্ত অফিসারকে। নাম সুমন্ত্রলাল ভট্টাচার্য। |